![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তলাবিহীন ঝুড়ি এখন উপছে পড়ছে সে কারনেই বোধ হয় হেলিকপ্টার ভ্রমন ব্যবসাসহ সকল ভোগ বিলাস মান এখন আরোও রাজকীয় হয়েছে। যাদের শ্রমে ঝুড়ির শষ্য উপছে পড়ছে তারা কি হেলিকপ্টার ভাড়া করে ভ্রমন করছে নাকি গ্রামের জীর্ণ শীর্ণ ঘরে শহরের বস্তি আর ফুটপাতে সুযোগ সুবিধে বঞ্চিত অস্বাস্থ্যকর জীবন যাপন করছে। আমেরিকার দালালী পুর্বে আড়ালে আবডালে করলেও এখন একেবারে প্রকাশ্যে।বুক কোমর দুলিয়ে দুলিয়ে সেরা সুন্দরী হও নায়িকা হও পণ্যেও এম্বাসেডর হও, আবার যদি পুরুষ হও তাহলে ফেস করো, এই পুরুষের দু:খ প্রকাশ আর নারীর মর্যাদা ! আমেরিকা ভারত আর তাদের এদেশীয় দালালেরা নারীকে পণ্য করতে পুরুষের পাশাপাশি নারীর পরোক্ষ প্রত্যক্ষ শ্রম চুরি করতে এসব করে থাকে। উপছে পড়া শষ্য নিয়ে বেদের মেয়ে জোসনা রাষ্ট্রদুত মর্জিনার এত উচ্ছাস কেনো ! গ্রাম পর্যায় পর্যন্ত আমেরিকা প্রীতি বৃদ্ধি ! কারণ এখন ও আমদের দেশের গ্রামের বেশীরভাগ মানুষ আমেরিকাকে ঘৃণা করে। বেশীরভাগ মানুষ আমেরিকা ও ভারতকে ঘৃণা করে তাই এখনও এদেশে দেশপ্রেমিকের সংখ্যা বেশী। আমেরিকা ভারত পুরো দেশকে ঋণের বেড়াজালে এমনভাবে আটকাচ্ছে যাতে সত্যিকারের স্বাধীন আমরা কোনদিন না হই।ফুলতলার বুটুভাই আড্ডায় মাঝে মধ্যে কিছু ক্ষোভ প্রকাশ করতো,ক্ষোভ দু:খের রাগের বহিপ্রকাশ হলেও বুটুভাইয়ের ক্ষোভ প্রকাশে ইদে বাসোড়ী,জামিরা চেচড়ী গ্রামের লোক একটু দু:খ পেলেও ফুলতলার মফস্বর শহরবাসীরা পুলকিত হতো। সাধারণত ১৮বছরকে সাবলক হওয়ার বয়স ধরা হয় কিন্তু ইদে বাসোড়ীর লোক সাবালক হয় ৬০বছর বয়সে। ফুলতলার মানুষের শিক্ষা,চতুরতা,সম্পদ জীবন যাপন আধুনিকতার তুলনায় ইদে বাসোড়ী অনেক পিছনে।আমেরিকা ভারতের কাছে পুরো বাংলাদেশের সাবালক হতে কত বছর লাগবে তাকি আমরা কেউ জানি ! বেদের মেয়ে জোসনা রাষ্ট্রদুত মর্জিনা যখন বলছে ঝুলির ফষল উপচে পড়ছে মানে আমাদের সাবালক ভাবতে শুরু করেছে শুধু নয় ভালো মন্দ বিবেচনা মুল্যবোধ উল্টে দিচ্ছে। সমস্ত পৃিথবীর উপচে পড়া ফসলের বন্টনের মাতুব্বরী,নৈতিক মুল্যবোধ বর্জিত অমানবিকতাই ভালো আর সত্যিকরের মানবিকতাই নাস্তিকতা মন্দ মুল্যবোধ হিসেবে গড়ে তুলছে। আমাদের সকল রাজনৈতিক দল আমেরিকা ভারতের দাসত্ব করছে দেউলিয়া করছে পুরো দেশ।শহর কেন্দ্রিক বেশী খরুচে ইংরেজী মিডিয়াম স্কুল কলেজ এর মাধ্যমে আমেরিকা প্রেম টাকার মালিক হওয়ার প্রেম গড়ে উঠলেও আমাদের রাজনৈতিক দলগুলির সহযোগীতায়,বিভিন্ন মিডিয়ার সহায়তায় সকল মানুষের মধ্যে আমেরিকা প্রেম টাকার মালিক হওয়ার নেশা প্রেম গড়ে উঠছে। আমাদের দেশে যারা সিনেমা প্রযোজনা করেন তারা সিনেমার মধ্য দিয়ে যেমন ব্যবসা করেন তেমনি আমেরিকা ভারতের কাংিখত কৃষ্টিকালচার তৃণমূল পর্যন্ত বিস্তার করতে কাজ করে। (চলবে)
©somewhere in net ltd.