![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কোন নেশা ভালো ! কোনো নেশাই ভালোনা । শুধু অনেক অ-নে-ক টাকার মালিক হওয়ার নেশা ভালো এই মুল্যবোধ আমাদের সকলের অন্তরে চিন্তায় মননে স্থায়ী আসনে। আমাদের রাজনৈতিক দলগুলোর সফলতা এখানেই যে আমাদের সকলের অন্তরে চিন্তায় মননে অনেক অ-নে-ক টাকার মালিক হওয়ার নেশা ধরিয়ে দিয়েছে রাজনৈতিক দলগুলো অথচ সমালোচকেরা শুধু রাজনৈতিক দলগুলোর সমালোচনা করে বলেন রাজনৈতিক দলগুলো সকল ক্ষেত্রে ব্যর্থ।ও বাপ, তোর এত কথার দরকার কি ! তুই টাকার মালিক না হতি চালি হোস নে। কিন্তু স্বাধীন দেশের নাগরিকেরা স্বাধীনভাবে অগাধ টাকার মালিক হলে তোর অসুবিধা কোথায়। আমার অসুবিধা কোথায় তা পরে বলছি আগে বলেন জামিরা গ্রামের হাসানকে চিনেন ! চিনি মানে ওতো জন্মের ফাজিল ছিলো আগে,খুবই শুদ্ধ ভাষায় মিষ্টি মিষ্টি করে কথা বলতো। এখনতো বয়স বেশী হয়ছে আমাগে বয়সী হবে বা আমাগে চায়ে এট্টু বড় তোর বড় খালাদের বয়সী হতি পারে।ওর বাপ বলে কালেকটর ছিলো।জী আম্মাজান আমি ঐ হাসান সাহেবের কথা বলছি। উনি অনেক দিন ইংলান্ডে ছিলো,বাংলায় খবর পড়তো।একবার যশোর এয়ার পোর্ট থেকে নেমে খুলনায় আসতে পাবলিক বাসে উঠেছিলেন। তখন যশোর খুলনা গেটলক সার্ভিস ছিলো,মোলভী স্যারের ছেলে সুলতান ভাই সাথে ছিলো । গেটলক সার্ভিসের ড্রাইভার হেলপার মহাযতেœ প্রবাসী হাসান সাহেবকে ভালো সীট দিলো,গর্বিত কন্ঠে চালক ও সহকারী বলছে বিমানের পরেই আমরা স্যার।বিমানের মতো অতো তাড়াতাড়ি আমরা যাতি পারবোনা কারণ বিমানতো সাই করে আকাশ পথে উড়ে যায় তবে মাটিতে আমরা গেটলক সর্ভিস শ্রেষ্ঠ,আমাগে আগে কেউ যাতি পারবেনা। ৪কিলোমিটার যাওয়ার পর রূপদিয়া বাজার গিয়ে গেট অন এবং যাত্রী উঠলো হাসান সাহেব গাড় ফিরিয়ে দেখলেন কিছু বললেননা,আরো ২কিলোমিটার গিয়ে বসুন্দিয়া পৌছে আবার গেট অন এবং যাত্রী উঠলো হাসান সাহেব গাড়ীর সহকারীকে কষে ধমক দিতে থাকলেন চিৎকার করে বলতে লাগলেন তখন যে বলেছিলে তোমরা গেটলক সার্ভিস শ্রেষ্ঠ,তোমাদের আগে কেউ যেতে পারবেনা এখন এমন করছো কেনো একথা শুনে গাড়ীর চালক ও সহকারী যে পরিমান মহাযতেœ হাসান সাহেবকে বসার জায়গা করে দিয়েছিলেন তার দ্বিগুন অবহেলায় বলতে শুরু করলো আপনার না পুষালী অন্য গাড়ীতে যান তানা হলি চুপ করে বসে থাকেন।অপমনিত বোধ করে হাসান সাহেব রাগ সামলাতে পারলেননা গালি বলে ফেললেন ফকিরের আওলাদ,ভিক্ষুকের বাচ্চা । অবস্থা বেগতিক দেখে সুলতান ভাই হাসান সাহেবকে বললেন ভাই এ ইংল্যান্ড না বাংলাদেশ আপনি শান্ত থাকেন তানা হলি মটর শ্রমিকরা মার দিতে পারে। চালক এবং সহকারীকে শান্ত থেকে নিরাপদে গাড়ী চলানোর বিনীত অনুরোধ করে সুলতান ভাই নিজের সীটে বসলেন। ঐ গাড়ীর হেলপার খিডা ছিলো জানেন ! ধ্যানরত মজনু। ও বাপ তোগে ফকিরের আওলাদ,ভিক্ষুকের বাচ্চা বলে গালি দিলো তুরা কিছু কলিনে ! আমি কিছু কইনি আম্মাজান তবে একবার মনে হইলো হোলে এট্টা লাথি মারি।না বাপ ইডা ঠিকনা কেউ আক্রমন করলে নিজের জীবন রক্ষার জন্য ছাড়া করো গায় হাত তুলবিনে মুখে কিছু শুনায় দিতিস। আমি কিছু কইনি তবে চালক আনার চাচা গাড়ী সোনাডাংগা টারমিনালে আনে ২কথা শুনোয় দিলো।কি কইলো তোর ড্রাইবার ! বলিলো আমরা গরীব এজন্য আমরা গর্বিত,আমরা সম্পদহীন এজন্য আমরা গর্বিত,আমরা বড়লোকদের ঘৃণা করতে শিখছি এজন্য আমরা গর্বিত আরো কত কথা । আমাদের গরীবের রক্তচুষে প্রাইভেট বিমান ভ্রমন করছে বড়োলোকেরা,বিলাসিতায়,ফুর্তিতে খরচ করছে কোটি কোটি টাকা ।আরো আরো টাকার মালিক হওয়ার নেশায় গরীবের শ্রম চুরি করছে ,শোষনের বাজার প্রসারিত করছে.গুম খুন চোরাচালান,পাচার,এনজিও প্রকল্প চুরি,ঘুষ দুর্নীতি ব্যাংক লুট করছে। আর সকল অন্যায় অবিচারের আশ্রয় প্রশ্রয় উৎসাহ দিচ্ছে সকল রাজনৈতিক দলগুলো। রাজনৈতিক দলগুলো গেটলক সার্ভিসের মতো নিজেদের শ্রেষ্ঠতের বুলি আওড়ায় অথচ আমাদের রাজনৈতিক দলগুলি অসততার তীর্থস্থান। আমাদের দেশে কি পরিমান কালোটাকা আছে জানেন আম্মাজান !তুই করিস দেশপ্রেমিক হওয়ার ধ্যান এর মধ্যি কালো টাকার ব্যাপার আসতেছে ক্যান ? কালো টাকা কি বাপ। আম্মাজান আপনি গর্ব করে বলেন আপনি বি এস সি বি এড অথচ কালো টাকা কি তা জানেন না। না বাপ জানিনে ,সাইন্সে পড়িছি অর্থনীতি পড়িনি,ও মজনু বাপ তুইতো অর্থনীতিতে পড়িছির তুই বুঝোয় কদেহি কালো টাকা কি ?স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের জন্য রচিত পাঠ্য বইতে কালোটাকার গতি প্রকৃতি নিয়ে বিশদভাবে নেই,যা আছে তা আমরা সকলে পড়েছি গোয়ালা কত সের দুধের মধ্যে কি পরিমান পানি মিশালে কত লাভ হবে ।এই অতিরিক্ত মিশ্রিত পানি দুধ বিক্রির লাভটাই কালোটাকা এবং এটা শুধু দুধে পানি মিশানোর ক্ষেত্রে নয় সকল ক্ষেত্রে,এর চেয়ে সহজ করে আমি আর বুঝাতে পারবোনা আম্মাজান। আচ্ছা তা না হয় বুঝলাম এবার কদেহি কালো টাকা আর অপ্রদর্শিত টাকার মধ্যে পার্থক্য কি ?(চলবে)
২| ৩০ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:১৭
বিপনন বলেছেন: kalo takar malikder akta talika karte parben ki?
৩| ০১ লা জুন, ২০১৪ দুপুর ২:৪৭
কুতুবুদ্দিন আইবেক বলেছেন: বুঝলাম কালো আর ধলা টাকা
৪| ০৩ রা জুন, ২০১৪ দুপুর ২:২০
মামুন৫৫৮ বলেছেন: Chorom
৫| ০৪ ঠা জুন, ২০১৪ বিকাল ৪:৩৮
অরণ্যের কাকতাড়ুয়া বলেছেন: কাল ও টাকা বলাটা ভালো
৬| ০৫ ই জুন, ২০১৪ রাত ১:৫৯
সোজা কথা বলেছেন: এসব টাকা আবার সাদা করারও সুযোগ দেয়া হয়!!!
©somewhere in net ltd.
১|
৩০ শে মে, ২০১৪ সন্ধ্যা ৬:৪৩
বিপনন বলেছেন: kal takar malikder akta talika banan.parben ki?