নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বুড়ো আলেকক্স

বুড়ো আলেকক্স › বিস্তারিত পোস্টঃ

বহু পরীক্ষতি ত্যাগীরাও শষে পর্যন্ত টাকার লোভ সামলাতে পারনেি

৩১ শে মে, ২০১৪ দুপুর ২:৪৩

কালো টাকা আর অপ্রদর্শিত টাকা ভালো বুঝলে আপনার ছেলে অর্থ উপদেষ্টা না হলিও কমপক্ষে সহকারী অর্থমন্ত্রী হতি পারতো আম্মাজান।ও বাপ মন্ত্রী হতি বিদ্যে বুদ্ধি বেশী লাগে নাকি টাকা পয়সা লাগে। কিছু মন্ত্রনালয় আছে বিদ্যে বুদ্ধি টাকা পয়সা দুই-ই লাগে এই যেমন ধরেন অর্থমন্ত্রী পরিকল্পনা মন্ত্রী হতে গেলে শুধু টাকার জোরে হবে না বিদ্যে বুদ্ধি লাগে। আপনার ছেলের বিদ্যের জোর ও কম টাকা পয়সা তো নেই গর্বিত গরীব।ও মজনু বাপআমার শোন্ গ্রামের মধ্যি সেই সময়ে তোর দাদা ভাই উঠতি বড়লোক ছিলো মানুষেরা মাতব্বর বলে মানতো পরিবারে বিয়ে সাদি নতুন ঘর তোলা,জমিবেচা বা কেনা,কেউ কোন ব্যবসা শুরু করতে চাইলে তোর দাদা ভায়ের কাছে পরামর্শ করতো।একবার মতে খা নতুন ঘর তোলার জন্য পরামর্শ করতিলো সে কথা মনে পড়লি আজও আমার হাসি আসে ,তোর দশা দেখে আমিতো না হাসে পারলামনা বাপ।মতে খারে কি পরামর্শ দিইলো দাদা ? মতে খারে কতিলো ও মতে তুই কিভাবে বানাতি চাস আগে ক মতেখা শুরু করলো বুঝলে মিয়া ভাই এমন ঘর বানাবো যার বারান্দা হবে লাল আর কালো দুেধ গাই কেনবো বড় কাসার বাটি কেনবো সারা বছর কাসার বাটিতে গোফ ভিজায়ে ছোট ছোট চুমুক দিয়ে উম উম গরম দুধ খাবো আর শীতকালে সকাল বেলা রোদের দিকে পিঠ দিয়ে লাল বারান্দায় বসে খাজুরীর রস খাবো। তোর দাদা ভাই কি কলো জানিস কলো ও মতে লাল বারান্দাঅলা ঘর বানানো টাকা আছে তোর ! না মিয়া ভাই,কালো দুধওয়ালা গরু কেনা টাকা আছে ! না মিয়া ভাই, খাজুর গাছ আছে ! না মিয়া ভাই, বড় কাসার বাটি কেনা টাকা আছে ! না মিয়া ভাই, তালি আছে কি ? শুধু আউস আছে মিয়া ভাই।তা বাপ তোর নেই ভালো বিদ্যে নেই টাকা পয়সা খালি আউস থাকলি হবে ! গরীবের আর কিছু না থাকলিও আউসটা আছে বেশ।আম্মাজান বাংলাদেশের কেউই গরীবনা সকল সম্পদ,টাকা সকল মানুষের মধ্যে সমান সমান ভাগ করলে তা মাথা প্রতি প্রায় ৪০লাখ টাকার মালিক হয় সবাই । আপনি জানতে চেয়েছিলেন কালো টাকা আর অপ্রদর্শিত টাকার মধ্যে পার্থক্য কি ? সমস্ত অবৈধ টাকাই কালো টাকা এবং এর পরিমান কত জানেন প্রায় ৫লক্ষ ৪০হাজার কোটি টাকা। উরে বাপরে বাপ কোস্ কি মজনু এত অবৈধ টাকা মানুষের হাতে ! ইরা কারা ! সরকার এই কালোটাকা সরকারী খাতে নিয়ে নিলে তো কোন মানুষেরই ফুটপাতে ঘুমানো লাগেনা,বস্তিতে ঘুমানো লাগেনা,গ্রামের জীর্ণ শীর্ণ ঘরে ঘুমানো লাগেনা সকল পরিবারকে পাকা বাড়ী পাকা পায়খানা বানায় দেয়া যায়। জ্বী যায় শুধু না প্রত্যেক পরিবারকে মাসে ১০হাজার টাকা ভাতা ও দেয়া যায়। সরকার তা করেনা কেনো ! কারন শর্ষের মধ্যে ভূত।বোঝলেন আম্মাজান ঘুরে ফিরে যে যে রাজনৈতিক দলগুলো ক্ষমতায় আসে তারা তাদের সহযোগী আমলা সরকারী কর্তা ব্যবসায়ী শিল্পপতিরাই সকল কালোটাকার মালিক।ওবাপ মজনু এদেশের দেশপ্রেমিক নাগরিকেরা দেশের স্বাার্থে কালো টাকা উদ্ধারে প্রাইভেট গোয়েন্দা সংস্থা বানায়ে কার কাছে কত কালো টাকা আছে তা উদ্ধার করতে পারেনা ! যে যায় লংকায় সেই হয় রাবন আম্মাজান বহু পরীক্ষিত ত্যাগীরাও শেষ পযর্ন্ত টাকার মালিক হওয়ার লোভ সামলাতে পারেনি(চলবে)







মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.