![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমেরিকা আর ভারতের সফলতার কথা বলে শেষ করা যাবেনা। দেশের এ – টু জেড সকল মানুষ স্বাস্থ্য সম্মত ঘর,একই মানের শিক্ষা নিশ্চিত নিরাপত্তার মধ্যে থাকবে,যোগ্য মর্যাদা পাবে ভিক্ষুক থাকবেনা,পতিতাবৃত্তি থাকবেনা ,গ্রাম শহরের সকল মানুষ একই মানের জীবন যাপন করবে একথা যারা বলে তারা নাস্তিক।যারা মানবজাতির সত্যিকার কল্যানের কথা বলে তাদরকে নাস্তিক বলার মুল্যবোধ জাগ্রত করেছে আমেরিকা ভারত। ইথিওপিয়ার ২লাখ মানুষ অপুষ্টির জন্য মারা যাবে বাংলাদেশের ৬০ভাগ মানুষ ফুটপাত বস্তি আর গ্রামের জীর্ণ শীর্ণ ঘরে ঘুমায় । ভারতের ৮০ভাগ মানুষ দরিদ্রসীমার নীচে অতি দরিদ্র এশিয়ার অন্যান্য দেশ ও আফ্রিকার বেশীর ভাগ মানুষের জীবন চিত্র এই-ই। এইসব গরীবেরা গরীব হিসেবে যেমন তাদের শ্রম চুরির স্বীকার হচ্ছে নিপীড়িত অসহায় হয়ে যাচ্ছে তেমনি দরিদ্র নারীরা ও অন্য গরীবেরা ছোট জাত হিসেবে নির্যাতিত। ইথিওপিয়ার কালোটাকার পরিমান কত জানা নেই তবে বাংলাদেশের কালোটাকার পরিমান প্রায় ৫লক্ষ ৪০হাজার কোটি টাকা।আমেরিকা ভারত ও তাদের অনুসারীরা যারা মানবজাতির সত্যিকার কল্যানের কথা বলে একদিকে শ্রম চুরি করছে অন্যদিকে কালো টাকা আত্মসৎ করছে সুইচ ব্যাংকে জমা বৃদ্ধি করছে আকাশ ছোয়া অট্টালিকা তৈরী করে মেঘের মধ্যে ঘুমাচ্ছে তাই মানব জাতির সত্যিকার কল্যাণ ! সমাজতন্ত্র মানে যদি হয় নাস্তিকতা,গণতন্ত্র মানে যদি হয় ভিক্ষুক সৃষ্টির পক্রিয়া আর পতিতাবৃত্তির স্বাধীনতা তাহলে আমরা বেশীরভাগ গরীব মানুষ সমাজতন্ত্র ও চাইনা গনতন্ত্র ও চাইনা । আমরা এমন তন্ত্র চাই যেখানে দেশের এ – টু জেড সকল মানুষ স্বাস্থ্য সম্মত ঘর,একই মানের শিক্ষা নিশ্চিত নিরাপত্তার মধ্যে থাকবে,যোগ্য মর্যাদা পাবে ভিক্ষুক থাকবেনা,পতিতাবৃত্তি থাকবেনা ,গ্রাম শহরের সকল মানুষ একই মানের জীবন যাপন করবে। কি নাম দেওয়া যায় সে তন্ত্রের ! সমতন্ত্র !যারা স্ব স্ব ধর্মীয় মুল্যবোধ ধারন করবে,ধর্ম পালন করা না করার স্বাধীনতা ভোগ করবে,আবহমান নিজস্ব কৃষ্টি কালচার বহন করবে।আমাদের আবহমান কৃষ্টি কালচার মুল্যবোধ ইতিমধ্যে পরিবর্তিত হয়েছে হচ্ছে । নতুন মুল্যবোধ তৈরী হচ্ছে আমেরিকা ভারত ও তাদের অনুসারীরা যেভাবে চায় সেভাবে।এই যেমন চলছে সম্পদ কম তো জবাবদিহিতা কম,চিন্তায় চেতনায় মননে অন্তরে স্বপ্ন দেখতে বাধ্য করা আমাদের ও অনেক টাকা পয়সা হবে আমরা আর গরীব থাকবো না কিন্ত তা আর হয়ে ওঠে না।তুমি বা তোমরা স্বপ্ন দেখতে বাধ্য হও নগ্নতা যৌনতায় উৎসাহী হও ভূলে যাও ভোগের বৈষম্য থাকো বস্তি ফুটপাত আর গ্রামের জীর্ন শীর্ণ ঘরে খুশী হও ভেবে এই-ই নিয়তি।জুন মাস আসবে বাজেট হবে বৈষম্য কমবেনা।২০৫০সালে উন্নত হবো আমরা ২০২১সালে কেনো নয় ! মোট বাংলাদেশের আড়াই তিন কোটি পরিবারের ৪০% এখনই উন্নত বাকী ৬০%পরিবারের উন্নত জীবনের সামর্থ্য এখনই আছে । এই যে এত বিপুল পরিমান কালো টাকা তা দিয়ে মোট ৬০ভাগ পরিবারের সকলের পাকা বাড়ী পাকা পায়খানা সুপেয় পানি পয়:নিস্কাসন ও প্রত্যেক পরিবরের শিশু ও বৃদ্ধদের মাসে ১০হাজার টাকা ভাতা দেওয়া যায় তা করতে আমাদের ২০৫০পর্যন্ত অপেক্ষা করতে হবে কারন আমাদের বড়লোকেরা আমাদের মুরুব্বী আমেরিকা ভারত এখনই বড়লোকদের ক্ষেপিয়ে তুলতে চান না।কোনভাবেই বড়লোকেরা অবৈধ সম্পদ ত্যাগ করতে চাননা।বরং কালো টাকা ব্যবহারের সুযোগ চেয়ে সেমিনার করছেন হয়তো মানব বন্ধন ও হবে।কালো টাকার পরিমান বাড়তে থাকবে গড় বিদেশী ঋণ বৃদ্ধি পেতে থাকবে আর সকল গরীবেরা যুগ যুগ ধরে শ্রমনিংড়ে পরিশোধ করতে থাকবে সেই বিদেশী ঋণ।গরীবের সরকার সমীপে আমরা গরীবেরাও অবগত করতে চাই সমস্ত কালো টাকাকে অবৈধ টাকা ঘোষনা করে তা রাষ্ট্রীয় কোষাগারে জমা করে ব্িঞ্চত মোট ৬০ভাগ পরিবারের সকলের পাকা বাড়ী পাকা পায়খানা সুপেয় পানি পয়:নিস্কাসন ও প্রত্যেক পরিবরের শিশু ও বৃদ্ধদের মাসে ১০হাজার টাকা ভাতা দেওয়া .গ্রাম ও শহরের শিক্ষামান জীবন মান সমান করা।(চলবে)
©somewhere in net ltd.
১|
০৪ ঠা জুন, ২০১৪ দুপুর ১:৫৮
ঢাকাবাসী বলেছেন: লিখে লাভ নেই!