![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কালো টাকা আছে তবে তা অন্যভাবে এই অন্যভাবেটা কিভাবে ! গত বছর সুযোগ দিয়ে মাত্র ৩৪কোটি টাকা সাদা হয়েছে।এই কালো টাকার মালিকেরা কি দেশপ্রেমিক ! এ দেশ যদি এদেশে জন্ম নেয়া সকল মানুষের হয় তাহলে সকল মানুষ দেশপ্রেমিক হয়না কেনো ! দেশপ্রেমিক হওয়ার নমুনা কি ? কালো টাকার মালিক হবো সুইচ ব্যাংকে জমা বৃদ্ধি করবো একি দেশপ্রেমের নমুনা হতে পারে ! খাবারে ভেজাল দেবো ,মজুদদারী করে বেশী টাকার মালিক হবো একি দেশ প্রেমের নমুনা হতে পারে ! মানুষের ধর্মীয় আবেগ কাজে লাগিয়ে তার সাথে যৌন সুড়সুড়ি দিয়ে ব্যবসা সফল সিনেমা বানানো দেশ প্রেমের নমুনা হতে পারে ! রাজনীতি করবো প্রভাব বিস্তার করবো ক্ষমতাবান হবো আরোও অধিক টাকার মালিক হবো একি দেশপ্রেমের নমুনা হতে পারে ! নদী দখল করবো, পরিবেশ দুষণ করবো একি দেশপ্রেমের নমুনা হতে পারে ! টাকা পাচার করবো নিজের দেশের চেয়ে অন্যদেশের প্রতি বেশী মমতা দেখাবো একি দেশপ্রেমের নমুনা হতে পারে ! আমাদের রাজনৈতিক দলগুলো কি দেশপ্রেমিক ! আমাদের রাজনৈতিক দলগুলো দেশপ্রেমিক কিনা নাকি দেশপ্রেমিকের ফাকা বুলি আওড়ায় ! ক্ষমতার বাইরে যে রাজনৈতিক দলগুলো থাকে তাদের কাজ কি ? কে ক্ষমতায় যাবে তাই নিয়ে জ্বালাও পোড়াও ! ক্ষমতাশীনরা শক্তিশালী হয় তাই অনেক সময় সাদা কালো কোন বাদ বিচার না করে সীমাহীন বিত্তের মালিক হতে থাকে অনেকে সে যে দলই হোক না কেনো। ধরে নিলাম ক্ষমতাশীনদের দেশপ্রেম কম থাকে কিন্ত ক্ষমতার বাইরে যে রাজনৈতিক দলগুলো থাকে তারা যদি দেশপ্রেমিক হয় তাহলে এই মুহুর্তে আন্দোলনের প্রধান ইস্যু কি হওয়া দরকার ! শ্রেফ কালো টাকা উদ্ধার এবং রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার দাবীতে মিছিল মিটিং প্রয়োজনে হরতাল করা।এখানেও শর্ষ্যরে মধ্যে ভূত ! অর্থাৎ ক্ষমতার বাইরে ডান বাম যে দলগুলো আছে তাদের আশ্রিত প্রশ্রিত অনেকেই কালো টাকার মালিক ! জনগণ এ সিদ্ধান্তে আসতে পারে আমাদের রাজনৈতিক দলগুলো অসততার তীর্থস্থান ! আমাদের নতুন জেনরেশন সম্ভবত এই প্রথম দেখছে একটা বাজেট যেখানে নিয়মতান্ত্রিকভাবে কালো টাকা সাদা করার সুযোগ নেই।বড়লোক ব্যবসায়ীরা দাবী করছেন ধনী অভিজাত বড়লোকদের আবাসন খাতে ব্যবহার করতে যেখানে এক একজন সম্ভ্রান্ত অভিজাতরা একাধিক ফ্লাটের মালিক হবে আর গরীবেরা ঘুমাতে থাকবে বস্তি ফুটপাত আর গ্রামের জীর্ণ শীর্ণ ঘরে। বর্তমান ক্ষমতাশীনরা দাবী করেন এটি দেশপ্রেমিক এবং গরীবের পক্ষের রাজনৈতিক দল তাই যদি হয় তাহলে নিশ্চয়ই সরকার সমস্ত কালো টাকা উদ্ধার করে ধনী অভিজাত বড়লোকদের আবাসন খাতে ব্যবহার করে এক একজন সম্ভ্রান্ত অভিজাতদের একাধিক ফ্লাটের মালিক হওয়ার সুযোগ না দিয়ে দেশের যে ৬০ভাগ মানুষ বস্তি ফুটপাত আর গ্রামের জীর্ণ শীর্ণ ঘরে ঘুমায় তাদের সকলের আবাসন নিরাপত্তা নিশ্চয়তা শিক্ষা স্বাস্থ্য জীবনমান উন্নত করবেন,গ্রাম শহরের শিক্ষাস্বাস্থ্য জীবনমান একই মানের করবেন। বহু ত্যাগে অর্জিত স্বাধীনতার পর থেকেই বঞ্চিত নির্যাতিত এদেশের দেশপ্রেমিক গরীবদের অন্তরে ধনী অভিজাত বড়লোকদের প্রতি যে ঘৃণা সৃষ্টি হয়েছে তা প্রতিনিয়ত বাড়ছে।(চলবে)
©somewhere in net ltd.