নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বুড়ো আলেকক্স

বুড়ো আলেকক্স › বিস্তারিত পোস্টঃ

পূণ্যরে কাজ করলে হুর পরীর সান্যধ্যি পাওয়ার সম্ভাবনা থাক।েজলপরীর সান্নধ্যি পাওয়ার পন্থা কারো জানা আছে কি ?

০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৪১

লাক্স জলপরী দেখে মজনুর মনে হয় আহা কি সুন্দরী সকলে।অসংখ্য মিসকল দিয়ে সুন্দরীদের ঘরে পেতেও ইচ্ছা হয় এবং ভাবতেই মনটা পুলকিত হয়।কিন্ত এই পুলকিত ভাবটা বেশী সময় থাকেনা ।মজনু যখন জলপরীদের সান্নিধ্য পাওয়ার ভাবনায় তখনই অপুষ্টি আর দারিদ্রতায় জীর্ণ শীর্ণ শিশুর আহাজরী মৃত্যু বিমর্ষ করে দেয়।আগামী দশকে অপুষ্টি আর দারিদ্রতায় কয়েক লক্ষ শিশু মারা যাবে স্বয়ং জাতিসংঘ এ ভবিষৎ বাণী করছে। বোমারু বিমানের গোলায় মরছে লক্ষ লক্ষ নারী শিশু নিরীহ মানুষ।আর এই লক্ষ লক্ষ নারী শিশু নিরীহ মানুষ মারতে আমেরিকা খরচ করছে বিলিয়ন বিলিয়ন ডলার।এর পরও কি আমেরিকাকে ঘৃণা করা উচিত নয় ! না উচিত নয় দৃঢ়ভাবে বললেন আম্মাজান। তুই কিসব লিখিস আমেরিকার বিরুদ্ধে তাই আমেরিকার এদেশীয় দালালেরা গোয়েন্দা লাগিয়েছে তারা তোকে ফলো করছে কি দরকার বাপ এসব লিখার।অবশ্যই দরকার আছে আম্মাজান আপনি একটা জিনিস খেয়াল করেন লক্ষ লক্ষ নারী শিশু নিরীহ মানুষ মারতে আমেরিকা খরচ করছে বিলিয়ন বিলিয়ন ডলার যা দিয়ে সমস্ত অপুষ্টি আর দারিদ্রতা দুর করে লক্ষ লক্ষ নারী ও শিশুর জীবন রক্ষা করা যায়,প্রত্যেক মানুষের নিরাপদ ঘর স্বাস্থ্য সম্মত জীবন যাপনের সুযোগ করে দেয়া যায়। সভ্যতা কি আম্মাজান ! সভ্যতা কি এই যে একদিকে অপুষ্টি আর দারিদ্রতায় মানুষ মরবে, বোমারু বিমানের গোলায় মরবে লক্ষ লক্ষ নারী শিশু নিরীহ মানুষ ! অন্যদিকে জলপরী হুরপরী আর সেলিব্রেটিদের পেটের কাপড় বুকের কাপড় সরিয়ে কোমর ঘুটা ! সভ্যতার নামে এ অসভ্যতা আর বর্বরতার প্রতিবাদতো মানুষ করবেই। নারী স্বাধীনতা কি নারীকে ফেয়ার এন্ড লাভলী মাখিয়ে সুন্দরী করে পণ্য করা ! লাক্স মাখিয়ে আকর্ষনীয় করা ! জন্মগতভাবে কালোরা বঞ্চিত হওয়া ! সেরা সুন্দরী বানিয়ে পণ্য করা ! নাকী সম্পদে ক্ষমতায় সম অংশগ্রহন ! এ দেশীয় আমেরিকার দালালদের আমেরিকার দালালী ছেড়ে নারীকে পণ্য না বানিয়ে সম্পদে ক্ষমতায় সম অংশগ্রহন এর সুযোগ সৃষ্টির জন্য কাজ করতে হবে।(চলবে)

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:১০

জেন রসি বলেছেন: এ দেশীয় আমেরিকার দালালদের আমেরিকার দালালী ছেড়ে নারীকে পণ্য না বানিয়ে সম্পদে ক্ষমতায় সম অংশগ্রহন এর সুযোগ সৃষ্টির জন্য কাজ করতে
হবে।

সহমত।

২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:১১

জেন রসি বলেছেন: এ দেশীয় আমেরিকার দালালদের আমেরিকার দালালী ছেড়ে নারীকে পণ্য না বানিয়ে সম্পদে ক্ষমতায় সম অংশগ্রহন এর সুযোগ সৃষ্টির জন্য কাজ করতে
হবে।

সহমত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.