নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আল্লাহ সবার মঙ্গল করুন।

ডাঃ মোঃ কায়েস হায়দার চৌধুরী

সূর্যের হাসি

ডাঃ মোঃ কায়েস হায়দার চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

সাভার দূর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পূনর্বাসনের জন্য আন্তর্জাতিক প্রচারনার মাধ্যমে ফান্ড সংগ্রহ করতে পারি

২৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪৪

সাভারের ক্ষয়ক্ষতি ভয়াবহ আকার ধারন করেছে। সাভারের রানা প্লাজা ভেঙ্গে ভবনের মধ্যে অনেক শ্রমিকের বিরাট ক্ষতি হয়েছে। যেসব শ্রমিক মারা গিয়েছে সেসব শ্রমিকের উপর নির্ভর পরিবারদের এখন ভরনপোষণ করা কঠিন হয়ে যাবে। আর যারা বেচেঁ আছেন তাদেরও অবস্থা আর্থিকভাবে খুব একটা ভালো হবে না। এসব শ্রমিক এখন অসহায় এবং নিরুপায় হয়ে গিয়েছে। তাদের জন্য বিভিন্ন সংগঠন আর্থিকভাবে সাহায্য করার অঙ্গীকার করেছে। রাজনৈতিকভাবে যারা অঙ্গীকার করেছেন তাদের নিয়ে জনমনে সন্দেহ আছে। এই সাভারের দূর্দশাগ্রস্থ শ্রমিকদের জন্য আমরা জাতীয় পর্যায়ে যতটুকু পেরেছি সাহায্য করেছি এবং আরো করব। এখন এটিকে আমরা আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে পারি। আমরা সাভারের দূর্ঘটনার প্রেক্ষিতে একটি ওয়েবসাইট তৈরি করতে পারি এবং এই ওয়েবসাইটের মাধ্যমে আন্তর্জাতিকভাবে ফান্ড তুলতে পারি। এই কাজ তেমন কঠিন হবে না, কারন একটি ওয়েবসাইট তৈরি করা খুব কঠিন হবে না এবং আন্তর্জাতিক পেপাল এর মাধ্যমে আমরা ফান্ড তুলতে পারব। তার মধ্যে gofundme.com নামক ওয়েবসাইটটির মাধ্যমে আমরা আমাদের কার্যক্রম শুরু করতে পারি।

এই ওয়েবসাইটে http://www.gofundme.com/2r2mqs গিয়ে যে কেউ সাভারে ক্ষতিগ্রস্তদের সাহায্য করার অনলাইনের মাধ্যমে অর্থসহায়তা করতে পারবে। এই একাউন্টে পলাশ কামাল ভাইয়ের একাউন্ট যুক্ত করে দিয়েছি। [email protected]

ফেইসবুক পেইজ তৈরি করা হয়েছে। https://www.facebook.com/ShabarTragedyFund এর মাধ্যমে ফান্ড তোলার প্রচারণা করা যেতে পারে। সাভার ট্রাজেডির জন্য একটি ইমেইল এড্রেসও তৈরি করা হয়েছে [email protected]

এখন আমরা এর প্রচার প্রচারণা করে সাভারের ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য অনুদান তুলতে পারব।



লিংক সংশোধন করা হয়েছেhttp://www.gofundme.com/shabartragedyfund

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৫৬

ডাঃ মোঃ কায়েস হায়দার চৌধুরী বলেছেন: টুইটার একাউন্ট: https://twitter.com/ShabarTragedy

২| ২৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৫৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: ভবন ধস: বিদেশিদের সহায়তা প্রত্যাখ্যান বাংলাদেশের

Click This Link

ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপে আটকে থাকা লোকজনকে উদ্ধারে ব্রিটেনসহ বিভিন্ন দেশের সন্ধান সহায়তার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ। সোমবার ব্রিটেনের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

ওই সূত্র জানায়, গত বুধবার (২৪ এপ্রিল) আটতলা ভবন রানা প্লাজা ধসের ঘটনায় ৩৭০ জনের বেশি মানুষ নিহত হয়। দুর্বলভাবে সজ্জিত স্থানীয় উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের পাহাড়ে তন্ন তন্ন করে খুঁজছেন জীবিতদের।

কূটনৈতিক বিভিন্ন সূত্র জানায়, দুর্যোগে অভিজ্ঞ উদ্ধারকারী দল সরবরাহে বিদেশিদের প্রস্তাব গত সপ্তাহে প্রত্যাখ্যান করা হয়। যদিও এ সহায়তা নিলে আরো প্রাণ রক্ষা করা সম্ভব হতো।

এ সংক্রান্ত নথি হাতে পেয়েছে ওই সূত্র। নথিতে বলা হয়েছে, বাংলাদেশের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র উভয় মন্ত্রণালয় থেকে সহায়তা প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়েছে। কারণ তারা আশঙ্কা করছিলেন, এ প্রস্তাব গ্রহণ করলে তাদের জাতীয় অহংকার ভুলুণ্ঠিত হবে।

২৯ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:০১

ডাঃ মোঃ কায়েস হায়দার চৌধুরী বলেছেন: এটা ডিপ্লোম্যাটিক ব্যাপার স্যাপার............................আমি বলছিলাম আমরা নিজেরা উদ্যোগ নিয়ে ফান্ড সংগ্রহ করতে পারি। যেহেতু ইন্টারনেটে অনেক সুযোগ সুবিধা আছে ফান্ড তোলার জন্য আমরা এটাকে ব্যাবহার করতে পারি।

৩| ২৯ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:০৬

ধুম্রজ্বাল বলেছেন: দ্বিমত।
টাকা চেয়ে আমাদের লজ্জায় ফেলবেন না।
বিদেশী ক্রেতা রা যেন আমাদের ছেড়ে না যায়.....তার চেষ্টা করুন

২৯ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:০৯

ডাঃ মোঃ কায়েস হায়দার চৌধুরী বলেছেন: এটা এরকম কিছু না আপনি যেরকম ভেবেছেন। কারন হারিকেন এবং হাইতিতে দূর্যোগের পর যেভাবে অনলাইনে ফান্ড সংগ্রহ করা হয়েছিল সেইভাবেই কাজটা করা হচ্ছে।

৪| ০১ লা মে, ২০১৩ ভোর ৫:৪৮

রুশন বলেছেন: ধুম্রজ্বাল বলেছেন: দ্বিমত।
টাকা চেয়ে আমাদের লজ্জায় ফেলবেন না।
বিদেশী ক্রেতা রা যেন আমাদের ছেড়ে না যায়.....তার চেষ্টা করুন
---------------------------------------------------------

সহমত জানাচ্ছি।

সরকার এবং লুটেরদের কাছ থেকে পর্যাপ্ত অর্থ উদ্ধারের জন্য সংগ্রাম চালাতে হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.