নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হুশ হুশ। আরে...হুই.ঈঈ।হুশ হুশ।

,কাকশালিখচড়াইগাঙচিল

কাকশালিখচড়াইগাঙচিল

হুশ্‌। হুশ ----------------------------------

কাকশালিখচড়াইগাঙচিল › বিস্তারিত পোস্টঃ

ধন্যবাদান্তে প্রস্তাবনা। বিষয় : ভাষা-মাস ও স্টিকি পোস্ট

০৫ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১১:১৫





ভাষার মাসে ভাষার ব্যানার! এটাই তো চাই।

মাঝে মাঝে এজন্য সামুকে ভালোও লাগে খুব। ধন্যবাদ শয়তানকেও, কথাটা মনে করিয়ে দেয়ার জন্য।



আমি একটি প্রস্তাব রাখছি, মতামত দিন।



বহুদিন হয়ে গেল ভাষা আন্দোলনের। সেসময় রবীন্দ্র প্রভাব বিদ্যমান। জীবনানন্দও এসেগেছেন, বস্তুত মরেও গেছেন শরীরে। সোনালীকাবিন, স্লোগানকে শিখেয়ে দেয় কবিতা।

আবার, তঈ বলে কি শ্যুড নট আই.......কেন কি তোমাকে করতে হবে কুছ পারফেক্ট...তিনবছরে এগেইন আমি একটা লোন টেক করি ফর বিয়ে পারপাস ...তারচেয়েও ভীষন অনেক আছে........................আপত্তি নেই কিন্তু ভারী কথা বলতে বাংলা বললে ওজন বোঝানো যায় না --এই মানসিকতাও প্রবল।

তা আমার প্রস্তাব কী ? সেটা হল, ভাষা তো এগিয়ে যায় একমাত্র সেই ভাষার সাহিত্যগুনেই --------এবং এই একটা জিনিস--যা নিয়ে আজও আমারা , যতই লোন এগেইন হোক বিয়ে পারপাস, ন্ব্যুজ বঙ্গসন্তানেরা মাথা সোজা রাখতে পারি বা পেরেছি সংশয়হীন ভাবে।

তাই, আমার বক্তব্য, এই ব্লগেতো ভাল কবিতা, গল্প, সাহিত্য আলোচনা কিছু কম নেই, তা থেকে প্রতিদিন দুটো বা একটা স্টিকি পোস্ট করা হোক প্রতিদিন।

এবং সেটা নিয়ে মডারেটরদের সিন্ধান্তই চূড়ান্ত , এটা এই কারনে বললাম যে তা না হলে , এটা স্টিকি পোস্টের উপযুক্ত নয়, সেটা নয়, এই করে আসল উদ্দেশ্যটাই ভেস্তে যেতে পারে। তাই কাউকে সিদ্ধান্ত নিতেই হয়।

কিংবা মডারেটররা কোনও কবি ব্লগার( হ্যাঁ কবিই) এর সাহায্য নিতে পারেন অঘোষিত ভাবে ( ঘোষনা না করেই) ।



তাই মতামত চাই এবং মডারেটররা বিষয়টা একটু চিন্তা করে দেখুন ।









মন্তব্য ৮ টি রেটিং +৩/-১

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১১:১৯

ক-খ-গ বলেছেন: দুই দিনের হাপ্প্যান ব্লগার আইছো মডারেটরগো পরামর্শ দিতে X(

হুশ হুশ

০৫ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১১:২২

কাকশালিখচড়াইগাঙচিল বলেছেন: টিক মত কতা কও, নাইলে লেঞ্জা দিয়া আগুন ;)


হাপ্প্যান মানে কিতা হরপ্পান নি ?

২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:৩৪

নম্রতা বলেছেন: সহমত !

০৬ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৯:১৬

কাকশালিখচড়াইগাঙচিল বলেছেন: চ্রম ধইন্যা

৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:৪৪

শয়তান বলেছেন: প্রস্তাবনাতে নতুনত্্ব আছে :)

০৬ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৯:১৭

কাকশালিখচড়াইগাঙচিল বলেছেন: কুবিই দেকায় পত

৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১০ ভোর ৪:০২

সুজন বাঙালি বলেছেন: খুব জরুরি পরামর্শ দিয়েছেন আপনি। প্রতিদিন একটা একুশে পোস্ট কে ফিচারড করা দরকার। ভাষা ভাষার আন্দোলন সর্বোপরি জাতিয় ও রাষ্ট্রিয় চেতনাভিত্তিক পোস্ট গুলোকে। মডারেটর মেইল করি আমরা। চলুন।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৯:২০

কাকশালিখচড়াইগাঙচিল বলেছেন: শুধুই ২১ ফেব নিয়ে লেখা কেন থাকবে ?? আমি বলেছি মৌলিক সাহিত্য।

সর্বোপরি জাতিয় ও রাষ্ট্রিয় চেতনাভিত্তিক পোস্ট -------এই শব্দগুলো অর্থভ নয় কিংবা এই পোস্টের সাথে যায় না ।
তথাকথিত জাতীয় (!)ও রাস্ট্রীয় চেতানায়(!) আমার কোনও আগ্রহ নাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.