নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশে রাজীবের সাথে সাথে প্রায় ৫-৬ জন বাস-ট্রাকের সাথে ধাক্কা খেয়ে হাত পা থেতলে হাসপাতালে যাওয়ার পর মারা গেলেন। এটা আমাদের অনেকের ই বুঝে আসে না ..হাত পা কাটা যাওয়া মানে তো মৃত্যু নয়...তাহলে এদের কে কেন বাচানো যাচ্ছে না???? তার একটাই কারন....সেপসিস...ব্লাড পয়জনিং....ক্ষত স্হানে ইনফেকশান হয়ে গেলে শরীর তার সমস্ত শক্তি দিয়ে ইম্যূয়ুন সিস্টেমকে জাগিয়ে তুলে ইনফেকশান কে প্রতিরোধ করতে ...ওভার রিয়্যাকশান এর ফলে সেপসিস হয়ে মৃত্যু হচ্ছে বার বার...আমাদের হাসপাতাল গুলি হল মাছের বাজার...লোকজনে কিলবিল করে... কোন ভাবে ক্ষত স্হান কে ইনফেকশান মুক্ত করা যাচ্ছে না ...পরিস্কার পরিছন্ণতা না থাকলে সামান্য জখম নিয়ে হাশপাতালে গিয়েও অনেকেই মত্যুবরন করছে।
এই প্রবলেম শুধু বাংলাদেশে তা নয়...উন্নত বিশ্ব ও এত পরিস্কার পরিছন্ন হাসপাতাল থাকার পর ও সেপসিসে মত্যুর হার অনেক বেশি। খোদ আমেরিকাতে প্রতি বছর প্রায় ১০ লাখ লোক হাসপাতালে সেপসিসে আক্রান্ত হয় এবং তার মাঝে আড়াই লাখ লোক মারা যায় (সিডিসি মোতাবেক)। সেপসিস মোকাবিলায় হাসপাতাল গুলি মিলিয়ন মিলিয়ন ডলার ব্যায় করছে...এর মাঝে মিরাকেল ট্রিটমেন্ট হিসাবে আবিস্কার হল সেপসিস এর ...জাস্ট ভিটামিন সি ইউজ করে
ড: মারিক পূর্ব ভার্জিনিয়া অংগরাজ্যের হাসপাতালের ডাক্তার বলছেন যে তারা ৫০ জন সেপসিসে আক্রান্ত পেশেন্টের মাঝে ৪৭ জনকে ভাল করেছেন জাস্ট এন্টিবায়োটিকের সাথে ভিটামিন সি যোগ করে...যে তিনজন মারা গেছেন, তার সেপসিসে মারা যান নাই অন্য কজে মারা গিয়েছেন।
এটা আবিস্কার একটা মিরাকেল আবিস্কার হিসাবে পুরা মেডিকেল সাইন্সে সাড়া ফেলে দিয়েছে। প্রথম সাইন্টিফিক রিপোর্ট এখানে পাবলিশ হয়
Sepsis miracle treatment
বিস্তারিত জানতে এখানে পড়তে পারেন
More news on miracle drug for Sepsis
রাজীব দের জন্য দু:খ হয়...আমাদের ডাক্তার রা চোখ কান খোলা রাখেন না ...অনলাইনে চোখ রাখলেই হয়ত এই মিরাকেল ওয়ে সেপসিস ট্রিটমেন্টের কথা জানতে পারতেন...সিম্পলি আইভি ফ্লুইডের মাঝে ভিটামিন সি মিশানো হলেই সেপসিস শক থেকে রোগী বাচানো সম্ভব ছিল...
পাঠকদের মাঝে যদি হাসপাতাল সাথে সংযুক্ত কেউ থাকেন বা ডাক্তার হন, তাহলে এই ট্রিটমেন্টের কথা সবাইকে জানান...বিশেষ করে বাংলাদেশের সরকারী হাসপাতালে পরিস্কার পরিছন্ন রাখা সম্ভব না...মাছের বাজার...সামান্য ক্ষত থেকেই ইনফেকশান...তার পর সেপসিস..তারপর মত্যু...কিন্তু ভিটামিন সি মরানপন্ন সেপসিস রোগীকেই বাচাতে পারে ....
সেপসিস থেকে বাচার কিছু উপায় এখানে বলা হচ্ছে...ভিডিও টা খুবই দরকারী
Prevent sepsis in the hospital
১৮ ই মে, ২০১৮ সকাল ৯:৪৯
কলাবাগান১ বলেছেন: ধন্যবাদ...আপনার সমস্যা মিটেছে? বাংলাদেশে লাল ফিতার দৌরাত্ম দেখে দেশের উপর মাঝে মাঝে আস্হা হারিয়ে ফেলি
২| ১৮ ই মে, ২০১৮ সকাল ১০:০৫
অনুতপ্ত হৃদয় বলেছেন: অনেক কিছু জানতে পারলাম
১৮ ই মে, ২০১৮ সকাল ১০:১২
কলাবাগান১ বলেছেন: এখন অন্যকে জানান
৩| ১৮ ই মে, ২০১৮ সকাল ১০:২৩
কাওসার চৌধুরী বলেছেন: বিষয়টি জানা ছিল না। আপনার লেখা থেকে জানলাম।
১৮ ই মে, ২০১৮ রাত ৮:৪৬
কলাবাগান১ বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য
৪| ১৮ ই মে, ২০১৮ সকাল ১০:৪১
ঢাবিয়ান বলেছেন: পোস্টে প্লাস। আপনার কাছ থেকে এ ধরনের কোয়ালিটি পোস্টই কাম্য।
১৮ ই মে, ২০১৮ রাত ৮:৪৬
কলাবাগান১ বলেছেন: অলিভ ব্রান্চ???
৫| ১৮ ই মে, ২০১৮ সকাল ১০:৪৯
এলিয়ানা সিম্পসন বলেছেন: আমি তো ভাবলাম ঢাবিয়ান এসে আপনাকে "ডক্টর" উপাধি দিবে!
১৮ ই মে, ২০১৮ রাত ৮:৪৬
কলাবাগান১ বলেছেন:
৬| ১৮ ই মে, ২০১৮ সকাল ১১:২৮
সমুদ্রচারী বলেছেন: আশা করি যথাযথ কর্তৃপক্ষ বিষয়টির দিকে নজর দিবেন । আসলে এ ধরনের এক্সিডেন্টে হাত-পা হারানো,বিকালংগতা বা মৃত্যু আগেও হত ।রাজিবের মৃত্যুর পর ঘটনাগুলো একটু লাইমলাইটে আসছে ।
১৮ ই মে, ২০১৮ রাত ৮:৪৭
কলাবাগান১ বলেছেন: আপনি ঠিক ধরেছেন
৭| ১৮ ই মে, ২০১৮ দুপুর ১২:৩১
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ পোষ্ট টি করার জন্য।
১৮ ই মে, ২০১৮ রাত ৮:৪৭
কলাবাগান১ বলেছেন: আপনাকেও ধন্যবাদ
৮| ১৮ ই মে, ২০১৮ দুপুর ২:০৯
মামুনুর রহমান খাঁন বলেছেন: চমৎকার একটা উপায়। আমিও ভেবে কুল কিনারা পাচ্ছিলামনা হাত কিংবা পা হারানো রোগীর মৃত্যু হয় কিভাবে?
১৮ ই মে, ২০১৮ রাত ৮:৪৮
কলাবাগান১ বলেছেন: ভিটামিন সি এন্টি অক্সিডেন্ট হিসাবে কাজ করে
৯| ১৮ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:২৪
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: দেশের হাঁস পাতাল গুলোর যা হাল!!!"
সেখানে থাকলে/গেলে
সুস্থ মানুষও অসুস্থ হয়ে পড়বে....
১৮ ই মে, ২০১৮ রাত ৮:৫০
কলাবাগান১ বলেছেন: আমাদের সোশাল নর্ম গুলিও এর জন্য দায়ী...দল বেধে ফল-মুল নিয়ে রোগী দেখতে হাসপাতালে ভিড় জমানো সোশাল দ্বায়িত্ত্ব হয়ে দাড়িয়েছে
১০| ১৮ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:৪৬
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আমার ডাক্তারি বিদ্যা সম্পর্কে জ্ঞান নেই। তবে ডাক্তারগণ প্রয়োগ করে দেখতে পারেন।
১৮ ই মে, ২০১৮ রাত ৮:৫০
কলাবাগান১ বলেছেন: হাসপাতালের পরিস্কার পরিছন্নতা নিয়ে বিদ্যা থাকলেও চলবে
১১| ১৮ ই মে, ২০১৮ রাত ৮:০১
বিচার মানি তালগাছ আমার বলেছেন: অতিরিক্ত রোগী আর অতিরিক্ত ব্যক্তিগত ব্যবসার কারণে ডাক্তার রা এখন রিসার্চ করছেন না বেশী। আর সরকার তো তৃপ্তির ঢেঁকুর তুলে যে এত কম খরচে সেবা পাচ্ছে গরীবরা এটাও অনেক!
১৮ ই মে, ২০১৮ রাত ৮:৫১
কলাবাগান১ বলেছেন: সরকার চেস্টা করছে গরীবদের সেবা দিতে...এখানে আমি কোন দোষ খুজে পাই না
১২| ১৮ ই মে, ২০১৮ রাত ৯:৩১
নোয়াখাইল্ল্যা বলেছেন: নতুন করে জানলাম।সুন্দর পোস্ট
১৮ ই মে, ২০১৮ রাত ৯:৩৬
কলাবাগান১ বলেছেন: হাসপাতালে গেলে কথাটা মনে রাখবেন
১৩| ১৮ ই মে, ২০১৮ রাত ৯:৪৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: অবাক লাগে মেডিক্যালের তারা কি অনলাইনেও যথাযথ এক্টিভ না?
কত সহজে কত জটিল চিকিৎসার নিত্য নতুন আবিস্কার ঘটছে তারা আপডেটও থাকছে না।
আমাদের তো দেখি উল্টো নিয়মই চলে- কাটা ছরায় টক খেতে দেয়না!
অজানা বিষয় জানানোয় ধণ্যবাদ ।
+++
১৮ ই মে, ২০১৮ রাত ১১:২১
কলাবাগান১ বলেছেন: প্রফেশনাল রা তাদের প্রফেশনের খবর রাখবেন ..তাহাই কাম্য
১৪| ১৯ শে মে, ২০১৮ রাত ১:৫৩
চাঁদগাজী বলেছেন:
এখন মাফিয়ার চাচ্চারা পয়সা দিয়ে ডাক্তারীতে নাম লেখায়, তারপর একদিন বের হয়ে যায়।
১৯ শে মে, ২০১৮ রাত ২:৪৭
কলাবাগান১ বলেছেন: ভাল ডাক্তার ও আছে
১৫| ১৯ শে মে, ২০১৮ রাত ২:১১
মাহফুজ বলেছেন: অনেক ধন্যবাদ
১৯ শে মে, ২০১৮ রাত ২:৪৮
কলাবাগান১ বলেছেন: আপনাকে ও ধন্যবাদ
১৬| ১৯ শে মে, ২০১৮ ভোর ৬:১৯
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: খুবই মূল্যবান একটি লেখার জন্য ধন্যবাদ |
রাজীব এবং সড়ক দুর্ঘটনায় নিহতদের জন্য দুঃখ হয় | কিছু বেপরোয়া জানোয়ার চালকের চরম দায়িত্বজ্ঞানহীন আচরণের বলি হওয়ার পর চিকিৎসা ব্যবস্থার দুর্বলতার কারণে এদের সবাইকে না ফেরার জগতে চলে যেতে হলো |
১৯ শে মে, ২০১৮ রাত ১১:১৬
কলাবাগান১ বলেছেন: চিকিৎসা ব্যবস্থার দুর্বলতার কারণে এদের সবাইকে না ফেরার জগতে চলে যেতে হলো ... কথা সেটাই
১৭| ১৯ শে মে, ২০১৮ সকাল ৮:৪৬
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ
ভালো থাকুন।
১৯ শে মে, ২০১৮ রাত ১১:১৭
কলাবাগান১ বলেছেন: কেমন আছেন
১৮| ১৯ শে মে, ২০১৮ সকাল ১০:৪২
গরল বলেছেন: আমাদের হাসপাতালগুলোতে পুষ্টিবিদের কোন পদই নেই বা থাকলেও সেই পদ এ লোক আছে বলে মনে হয় না। অথচ যেসব কারণে ডাক্তাররা মুরির মত অ্যান্টিবায়োটিক দেয় তা পরিমিত পুষ্টি ও ভিটামিন খেলেই সেরে যাওয়ার কথা। খুবই গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন সে জন্য ধন্যবাদ।
১৯ শে মে, ২০১৮ রাত ১১:১৯
কলাবাগান১ বলেছেন: একটা কিউিই ফলে (নিউজিল্যান্ড এর) প্রায় ২৩০% ভিটামিন সি থাকে (প্রতিদিনের জন্য) ...সপ্তাহে ২-৩ টা খেলেই হয়
১৯| ১৯ শে মে, ২০১৮ রাত ১১:৫১
ঠাকুরমাহমুদ বলেছেন: আমাদের দেশের ডাক্তারগণ খুবই নিম্ন শ্রেণীর ইনভেষ্টর, পড়া লেখা করার পেছনে যেই টাকা খরচ করেছেন ইনভেষ্ট করেছেন, কলা ব্যাপারীর মতো ফর্মালীন মেরে কলা পাকিয়ে তারাতারি টাকা পকেটে ঢুুকাতে না পারলে ব্যার্থ, তারপর আছে বউ এর চাহিদা শালা শালির চাহিদা শশুর শাশুরীর চাহিদা ডাক্তার নামক ব্যাক্তিটি একজন নিম্ন শ্রেণীর ব্যাক্তি যার টাকার প্রতি লোভ একজন সুদখোর মহাজনকে ও হার মানায়।
২০ শে মে, ২০১৮ রাত ১২:৪৭
কলাবাগান১ বলেছেন: সবাইকে এক পাল্লায় মাপা ঠিক নয়
২০| ২০ শে মে, ২০১৮ দুপুর ১:৫৫
পবন সরকার বলেছেন: সুন্দর পোস্ট
২১ শে মে, ২০১৮ সকাল ৮:২৬
কলাবাগান১ বলেছেন: কাজে লাগলেই হল
২১| ১৫ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৭:২৬
এলিয়ানা সিম্পসন বলেছেন: I thought about sharing this with you like a year ago view this link
Have you ever commented anything about vitamin c helping with non-small cell lung carcinoma?
১৮ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৮:২৯
কলাবাগান১ বলেছেন: nope
১৮ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৮:৩৮
কলাবাগান১ বলেছেন: বাংলাদেশের হুলুদ নিয়ে আজকে যে প্রতিবেদন ছাপা হয়েছে দ্যা সাইন্টিস্ট ম্যাগাজিনে যেটা খুবই ভয়ংকর... সামু লিং টা নিচ্ছে না
গুগুলে সার্চ করলেই পাবেন
২২| ১৫ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৮:৩৪
খায়রুল আহসান বলেছেন: চমকপ্রদ তথ্য। শেয়ার করার জন্য ধন্যবাদ।
ভিটামিন সি আমাদের দেশজ ফলমূলেও অনেক পাওয়া যায়, যেমন আমলকি, পেয়ারা, কমলা ইত্যাদি। কিন্তু আমরা সেগুলোতেও রাসায়নিক সংমিশ্রণ ঘটিয়ে ফলগুলোকে বিষাক্ত করে ফেলছি হরহামেশা। সত্যি খুবই দুঃখজনক আমাদের এ আত্মহনন প্রক্রিয়া।
২৩| ১৮ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৮:৩৯
কলাবাগান১ বলেছেন: সত্যি খুবই দুঃখজনক আমাদের এ আত্মহনন প্রক্রিয়া।
©somewhere in net ltd.
১| ১৮ ই মে, ২০১৮ সকাল ৯:৪২
সনেট কবি বলেছেন: সুন্দর পোষ্ট।