![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমেরিকা দেশে আসার পরে দেখি চারিদিকে ভারতীয়দের । এদের ক্যম্পাস জুড়ে আধিপত্য দেখে জীবন অতিষ্ট ।আমি যেই বিশ্ববিদ্যালয়ে পড়ি সেখনে প্রচুর ভারতীয় ছাত্র ছাত্রী আছে।এরা মূলত দক্ষিন ভারতীয় মানে সাউথ ইনডিয়ান। শুরুতেই বলে রাখা ভাল যে আমি কিন্তু ভারত বিদ্বেষি নই ।কিন্তু ভারতীর স্টুডেন্ট দের কিছু উদ্ভট আচরণ আমদের ভাবমূতি ক্ষুন্ণ করছে বিদেশী (মানে আমেরিকান)দের কাছে।ধারাবাহিক ভাবে এই বর্ণনা লিখে যাব।
সবজির গন্ধ
শুনতে খারাপ লাগলেও সত্যি যে গায়ে সবজির গন্ধ ভারতীয়দের প্রধান বৈশিষ্ট্য ।এরা দুরে থেকে হেটে আসলেই গন্ধ শুকে এদের উপস্হিতি আপনি টের পেয়ে যাবেন।রান্না বান্না করে এরা ঐ পোষাকেই চলে আসে ক্লাসে ।আশে পাশে মানুষ কি ভাবছে সেটা নিয়ে মাথা ব্যাথা নাই ।আমি একবার আমার এক সহপাঠিকে গন্ধের জালায় টিকতে না পেরে বললাম তুমি কি রান্না করে এসেছ?গন্ধ আসছে
সে নির্দ্বধায় বলল "হ্যা।আই ডোন্ট কেয়ার ডুড"
কি আর বলব
ঘটনা -২
আমি এখনাকার "অনার সোসাইটির" সদস্য হলাম ভাল জি. পি .এ রাখার সুবাদে।যথারিতী আমার সাথে কিছু ভারতীয় বন্ধুও হল।দেখলাম ৩ জন সুদর্শনা ভারতীয় কন্যা সুটেড বুটেড এক্সিকিউটিভ লুক নিয়ে এল সদস্য হবার দরুন।কিন্তু মূহুর্তেই টের পেলাম সবজির আর রান্নর গন্ধ..
এখন আসল কথা বলি।ভারতীয়রা গায়ে শান মসল্লা আর সবজির গন্ধের যেটা নিয়েই ঘুরুক না কেন আমার সমস্যা টা কোথায় ??সমস্যা হল আমরা দেখতে ভারতীয়দের মত ।তাই সবাই প্রথমেই ধরে নেয় আমিও ভারতীয় ..........সেখানে ইমেজ ঘটিত ব্যাপার স্যাপার থাকে ।অন্য ইনডিয়ানদের দেখে আমাদেরও ওদের মত মনে করে মানুষজন।তাদের কাছে যে কতবার কত ভাবে বলি ---""ভাই আমি বাংলাদেশি , ইনডিয়ান না ""
চলবে.....।
২৪ শে জানুয়ারি, ২০০৯ দুপুর ২:০৯
ফাঁকি বাজ বলেছেন: ধন্যবাদ । পোস্ট টি ১ম পাতা থেকে সরিয়ে দেয়ার কারণ কি বলতে পারেন ?
২| ২৪ শে জানুয়ারি, ২০০৯ দুপুর ২:০৮
ফাঁকি বাজ বলেছেন: লিখাটা ১ম পাতা থেকে সরিয়ে দেয়া হল কেন কতৃপক্ষ জবাব চাই
৩| ২৪ শে জানুয়ারি, ২০০৯ দুপুর ২:০৮
নাজনীন খলিল বলেছেন:
ফাঁকিবাজের খবর কি? অনেকদিন পরে দেখছি।
২৪ শে জানুয়ারি, ২০০৯ দুপুর ২:১২
ফাঁকি বাজ বলেছেন: আরে আপা যে।আমি তো উইকেন্ডের ব্লগার ।ভাল আছেন ??
এই পোস্ট টা ১ম পাতা থেকে সরিয়ে নেয়া হয়েছে বিনা নোটিশে।বুঝলাম না কোন নীতির বাইরে গেল??
৪| ২৪ শে জানুয়ারি, ২০০৯ দুপুর ২:১০
জানজাবিদ বলেছেন: ইন্টারেস্টিং, আরো বড় করে লেখেন।
২৪ শে জানুয়ারি, ২০০৯ দুপুর ২:১৩
ফাঁকি বাজ বলেছেন: ভাই কি আর লিখব ১ম পাতা থেকে গায়েব।আর কমেন্ট ও যাচ্ছে না
৫| ২৪ শে জানুয়ারি, ২০০৯ দুপুর ২:১৫
মোজাম্মেল প্রধান বলেছেন: আরে এটা কী ? লেখাটা ১ম পাতায় নেই কেন ?
মডারেটর সাহেব, ঘটনা কী ??
??????????????????
??????????????
????????
????????????????????????????????? ??
২৪ শে জানুয়ারি, ২০০৯ দুপুর ২:১৯
ফাঁকি বাজ বলেছেন: জানিানা এটা কোন নীতি র বিরুদ্ধে গেল সামুর ।কোন নোটিশও পাই নাই
৬| ২৪ শে জানুয়ারি, ২০০৯ দুপুর ২:২৪
মোজাম্মেল প্রধান বলেছেন: লেখাটা আবার পোস্ট করেন ।
২৪ শে জানুয়ারি, ২০০৯ দুপুর ২:৩১
ফাঁকি বাজ বলেছেন: দেখি আরেকবার করে
৭| ২৪ শে জানুয়ারি, ২০০৯ দুপুর ২:২৯
পারাবত বলেছেন: আবার করেন.
৮| ২৪ শে জানুয়ারি, ২০০৯ দুপুর ২:৩৪
মুহম্মদ জায়েদুল আলম বলেছেন: এটা প্রথম পাতা থেকে সড়ানোর কারন বুঝছি না। আপনি আবার পোষ্ট দিন।
৯| ২৪ শে জানুয়ারি, ২০০৯ দুপুর ২:৩৮
আবদুল্লাহ মামুন বলেছেন: ভালো লেখা,
প্রথম পাতায় রাখা উচিত।
২৪ শে জানুয়ারি, ২০০৯ দুপুর ২:৪২
ফাঁকি বাজ বলেছেন: ধন্যবাদ
১০| ২৪ শে জানুয়ারি, ২০০৯ দুপুর ২:৪০
রাজামশাই বলেছেন: হুমম
১১| ২৪ শে জানুয়ারি, ২০০৯ দুপুর ২:৪৩
জটিল বলেছেন: সেটাই , বাংলাদেশ কে চেনানোর দায়িত্বটা এখন আরো বেড়ে গিয়েছে ।
২৪ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:০৪
ফাঁকি বাজ বলেছেন: ধন্যাবাদ
১২| ২৪ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:২৪
স্বজন বলেছেন: ঠিক বলেছেন। এদের অনেক কুকর্মের দায় আমাদের নিতে হয়।
২৪ শে জানুয়ারি, ২০০৯ রাত ৮:৩৪
ফাঁকি বাজ বলেছেন: সেটাই
১৩| ২৪ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:২৯
আরিফ জেবতিক বলেছেন: এইটা প্রথম পাতা থেকে সরিয়ে দেয়া হয়েছে !!!!
মডুর গায়ে কি সব্জির গন্ধ নাকি ?
২৪ শে জানুয়ারি, ২০০৯ রাত ৮:৩৫
ফাঁকি বাজ বলেছেন: হহহাহাাহাহ
দারুন বলেছেন আরিফ ভাই
মনে হয় আতে ঘা লেগেছে
১৪| ২৪ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:৫৫
হাল্ক বলেছেন: আরিফ জেবতিক বলেছেন: এইটা প্রথম পাতা থেকে সরিয়ে দেয়া হয়েছে !!!!
মডুর গায়ে কি সব্জির গন্ধ নাকি ?
হা হা হা হা হা
২৪ শে জানুয়ারি, ২০০৯ রাত ৮:৩৫
ফাঁকি বাজ বলেছেন:
১৫| ২৪ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:৫৭
সুদীপ্ত বলেছেন: হাল্ক বলেছেন: আরিফ জেবতিক বলেছেন: এইটা প্রথম পাতা থেকে সরিয়ে দেয়া হয়েছে !!!!
মডুর গায়ে কি সব্জির গন্ধ নাকি ?
হা হা হা হা হা
২৪ শে জানুয়ারি, ২০০৯ রাত ৮:৩৫
ফাঁকি বাজ বলেছেন:
১৬| ২৪ শে জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৪৯
গিফার বলেছেন: সরিয়ে দেওয়ার কারন মডু রা কয়েকটা ইন্ডিয়ান আছে শুনেছি
এখানে নাকি কে আছে যিনি কোলকাতার।
২৪ শে জানুয়ারি, ২০০৯ রাত ৮:৩৬
ফাঁকি বাজ বলেছেন: তাই নাকি ?এটা তো জানতাম না
১৭| ২৪ শে জানুয়ারি, ২০০৯ রাত ৯:৩২
টুশকি বলেছেন: আচ্ছা কেরালার মানুষজন কেও কি সাউথ ইন্ডিয়ানই বলে তাইনা? আমি আবার এইসব ব্যাপার স্যপার কম বুঝি। হইসে কি, আমার খুবই ভালো একটা বান্ধবী আছে যে কিনা কেরালার, এত ভালো ! সব্জির গন্ধের ব্যাপারটা তো ওর সাথে মিললো না। সব ইন্ডিয়ান বোধহয় একরকম না। কিন্তু আমেরিকায় অনেকগুলা আছে যেগুলার ব্যবহার দেখলে গা জ্বলে। একটা সবসময় বাংলাদেশ নিয়ে আজেবাজে কথা বলত। একবার বাংলাদেশের ক্রিকেট টিমকে নিয়ে পঁচাচ্ছিলো, কিন্তু অত্যন্ত আনন্দের কথা হচ্ছে তার পরদিনের ইন্ডিয়া আর বাংলাদেশের খেলায় বাংলাদেশ ইন্ডিয়াকে যেমনে হারালো !!! আনন্দ রে আনন্দ ! সেসব ইন্ডিয়ানকে ভালো লাগেনা যাদের আচার আচরনে মেজাজ খারাপ হয়, যাদের কারনে বাংলাদেশীদের সুনাম নষ্ট হয়। কিন্তু এটাও স্বীকার করি, অনেক ইন্ডিয়ান (বিশেষ করে প্রত্যন্ত এলাকার মানুষেরা) ভালো হয়।
১৮| ২৪ শে জানুয়ারি, ২০০৯ রাত ৯:৩৫
টুশকি বলেছেন: আপনি কোন ইউনি তে পড়েন?
১৯| ২৪ শে জানুয়ারি, ২০০৯ রাত ৯:৩৮
টুশকি বলেছেন: এখানকার মানুষকে আসলেই বাংলাদেশ আরো ভালো করে চেনাতে হবে। নিউ ইয়র্কের অনেকেই বাংলাদেশকে খুব ভালো করে চেনে এবং খুবই ভালো চোখে দেখে (বাংলাদেশীরা সৎ আর সাহসী হিসাবে অনেক সুনাম অর্জন করেছে।)
২০| ২৪ শে জানুয়ারি, ২০০৯ রাত ৯:৫৯
এরশাদ বাদশা বলেছেন: সবজির গন্ধ??? রান্না করার সময় কি হালারা সবজি গায়ে মাখে?
২১| ২৫ শে জানুয়ারি, ২০০৯ রাত ১২:১১
মদন বলেছেন: Very bad moderation...
Sad.. So Sad
(My Bangla keyboard is not working )
২২| ২৫ শে জানুয়ারি, ২০০৯ রাত ১:১৭
নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন: সুদীপ্ত বলেছেন: হাল্ক বলেছেন: আরিফ জেবতিক বলেছেন: এইটা প্রথম পাতা থেকে সরিয়ে দেয়া হয়েছে !!!!
মডুর গায়ে কি সব্জির গন্ধ নাকি ?
হা হা হা হা হা
///নিজেদেরকে চেনানোর দায়ীত্ব আমাদেরই...কাঁকিবাজী না করে নিজেকে সৎ ও সাহসী বাঙ্গালী প্রমান করেন...
©somewhere in net ltd.
১|
২৪ শে জানুয়ারি, ২০০৯ দুপুর ২:০৮
মোজাম্মেল প্রধান বলেছেন: হুম ফাকিবাজ !
ইন্ডিয়ান গরু
ইন্ডিয়ান পেয়াজ
ইন্ডিয়ান শাড়ি
ইন্ডিয়ান মদ
ইন্ডিয়ান চ্যানেল
ইন্ডিয়ান.....
শুনলেই মেজাজ খারাপ লাগে।
+ দিলাম।