নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কেউ নই!কিচ্ছু নই!\nতবুও ভাজঁঁ বিহীন কিছু সময়ের গল্পে আটকে যাই!

কল্লোল পথিক

আমি এক ছন্ন ছাড়া মানুষ।

কল্লোল পথিক › বিস্তারিত পোস্টঃ

আমি নিজেই নিজেকে শেষ করেছি

১৫ ই জুলাই, ২০১২ বিকাল ৪:৩২

আমি নিজেই নিজেকে
শেষ করেছি ।
আমার অনেক কথা বলার ছিলো

আমি বলতে পারিনি।

আমি নিজেই নিজেকে
নির্বাসনে দিয়েছি।

আমি তোমার সামনে
দাড়াতে পারিনি।
আমি বিষ কে অমৃত ভেবে
নিজের কন্ঠে ধারন করেছি।

আমি নিজের ক্রুশ
নিজেই বহন করেছি।
আমি ক্ষত বিক্ষত রক্তাক্ত
হয়ে পথ চলেছি।
আমার অনেক নির্বাক ভালোবাসা
আমি দেখাতে পারিনি।

আমি শরাবের পেয়ালায়
জীবন খুজেছি।

আমি বাঈজীর কোলে ক্লান্ত চোখের নিদ্রা খুজেছি।
আমি রাগ কে অনুরাগ
ভেবে ভুল করেছি।

আমার অনেক অভিমান ছিলো
আমি বোঝাতে পারিনি।

আমি নিজেই নিজেকে
শেষ করেছি।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৩১

জনম দাসী বলেছেন: পথিক ভাই যদি কিছু মনে না করেন... গতকাল আপনার লেখাটি কি কাল্পনিক নাকি আপনার নিজ জীবনের বাস্তব কথা। যদি নিজের জীবনের কথা হয়ে থাকে সে ক্ষেত্রে, আর আমাকে যদি সত্যি বোন ভেবে থাকেন, বলবো যদিও এই বোনটির সামর্থ্য কম, তবুও শুধু মাত্র বাবার পাশটিতে দাড়াতে চাই। মেয়ে কি বাবার জন্য কিছু করতে পারেনা। কাল্পনিক না হয়ে সত্য হলে B... AC নাম্বার টি চাই। আমরা ভাই বোন যে, এ জগতে কেউ কারো পর নয় ভাই। ইচ্ছে করেই পুরনো পোষ্টে লেখাটি পাঠালাম যাতে অনন্যদের চোখে না পরে। পড়ার পড়ে কেটে দিবেন। ভাল থাকুন ভাই আমার।

১৯ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫১

কল্লোল পথিক বলেছেন: বোন লেখাটি আমার বাস্তব জীবনের একটা অংশ মাত্র।
আপনি যে বোন হয়ে এই গরীব ভাইয়ের প্রতি ভালোবাসা দেখিয়েছেন এটাই আমার অনেক বড় পাওয়া।
অর্থ নয় ভাইয়ের প্রতি বোনের নিখাদ ভালোবাসাই যথেষ্ট।
স্রষ্টা আপনাকে দীর্ঘজীবি করুক
অনেক অনেক শুভ কামনা আমার বোনের জন্য রইল।
আমার জন্য দোয়া করবেন আমি যেন জীবন যুদ্ধে জয়ী হতে পারি।

২| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২৪

কল্লোল পথিক বলেছেন: বোন লেখাটি আমার বাস্তব জীবনের একটা অংশ মাত্র।
আপনি যে বোন হয়ে এই গরীব ভাইয়ের প্রতি ভালোবাসা দেখিয়েছেন এটাই আমার অনেক বড় পাওয়া।
অর্থ নয় ভাইয়ের প্রতি বোনের নিখাদ ভালোবাসাই যথেষ্ট।
স্রষ্টা আপনাকে দীর্ঘজীবি করুক
অনেক অনেক শুভ কামনা আমার বোনের জন্য রইল।
আমার জন্য দোয়া করবেন আমি যেন জীবন যুদ্ধে জয়ী হতে পারি।

৩| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২৪

কল্লোল পথিক বলেছেন: বোন লেখাটি আমার বাস্তব জীবনের একটা অংশ মাত্র।
আপনি যে বোন হয়ে এই গরীব ভাইয়ের প্রতি ভালোবাসা দেখিয়েছেন এটাই আমার অনেক বড় পাওয়া।
অর্থ নয় ভাইয়ের প্রতি বোনের নিখাদ ভালোবাসাই যথেষ্ট।
স্রষ্টা আপনাকে দীর্ঘজীবি করুক
অনেক অনেক শুভ কামনা আমার বোনের জন্য রইল।
আমার জন্য দোয়া করবেন আমি যেন জীবন যুদ্ধে জয়ী হতে পারি।

৪| ০১ লা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:০৯

খায়রুল আহসান বলেছেন: আমি রাগ কে অনুরাগ
ভেবে ভুল করেছি
--এমন ভুল তো অনেকেরই হয়ে থাকে।
কবিতায় ব্যক্ত অনুভূতিগুলো স্পর্শ করে যায়।

৫| ০৬ ই জুলাই, ২০১৬ সকাল ৭:৫৫

কালনী নদী বলেছেন: আমি বাঈজীর কোলে ক্লান্ত চোখের নিদ্রা খুজেছি।
আমি রাগ কে অনুরাগ
ভেবে ভুল করেছি।

আমার অনেক অভিমান ছিলো
আমি বোঝাতে পারিনি।


আপনার তুলনা হয় না দাদা।।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.