নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নীল আকাশে উড়ে বেড়ায় স্বপ্ন রঙীন ইচ্ছে ডানায়

নীল আকাশে উড়ে বেড়ায় স্বপ্ন রঙীন ইচ্ছে ডানায়

কালো পাখি

স্বপ্ন গুলো দুঃস্বপের কাছে হোচট খায় বারবার, তবু দুঃস্বপ্নের দুয়ারেই আমি স্বপ্নের জাল বুনে যায় প্রতিদিন প্রতিক্ষণ .................

কালো পাখি › বিস্তারিত পোস্টঃ

চলে যাবো কিনা ভাবছি

২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:০৪

চলে যাবো কিনা ভাবছি

নাহ! যাবো না

গেলে তো যেতেই পারি

যে কোন সময়, যে কোন দিন।



ধিক ধিক করে জ্বলা প্রদীপ যেমন

শুধুই জ্বলার জন্য জ্বলে

এই একপেশে জীবন হয়তো তেমন;

হাড় চিড়চিড়ে জীবন শুধুই আবেগ অনুভূতি ভরা

বাস্তবের লেশ মাত্রটুকুও নেই।



সান্টু চলে গেছে অকালে

তাতে কোন লাভ দেখিনি।

গভীর রাত্তিরে ডাক পিয়নের হাকাহাকি

কেউ শুনতে পাই নি।

বন্ধু আমার অভিমান আবেগ কি চলে

যাওয়া দিয়ে বুঝানো যায়?

কি লাভ তাতে!

চলে তো যেতেই পারি

যে কোন দিন, যে কোন সময় ।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:২৭

সুলতানা শিরীন সাজি বলেছেন:
কবি শক্তি চট্টোপাধ্যায়ের একটা কবিতা আছে,
"যেতে পারি কিন্তু কেনো যাবো " ..........কবিতাটা মনে পড়লো.....

আমাদের সবার ভাবনাগুলোর এত মিল থাকে।
লিখতে গেলে যার যার নিজস্বতায় বের হয়ে আসে অনুভবগুলো।

শুভকামনা।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:২৪

কালো পাখি বলেছেন: ভাই কার সাথে কার তুলনা..........ধন্যবাদ। তবে ভেতরে ভেতরে বেশ উৎসাহ পেলাম।

২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৩০

মেংগো পিপোল বলেছেন: যাবেন কেনো থেকে যান। +

২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:২৮

কালো পাখি বলেছেন: হুম, ভাই থেকে যাবো
অবশ্যই চিরকাল।
যাবার কোন ইচ্ছে নেই যদি
জোর করে নিয়ে না যায়
আমায় কোন অশুভ অকাল ।


অনেক ধন্যবাদ ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.