নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নীল আকাশে উড়ে বেড়ায় স্বপ্ন রঙীন ইচ্ছে ডানায়

নীল আকাশে উড়ে বেড়ায় স্বপ্ন রঙীন ইচ্ছে ডানায়

কালো পাখি

স্বপ্ন গুলো দুঃস্বপের কাছে হোচট খায় বারবার, তবু দুঃস্বপ্নের দুয়ারেই আমি স্বপ্নের জাল বুনে যায় প্রতিদিন প্রতিক্ষণ .................

কালো পাখি › বিস্তারিত পোস্টঃ

অবাধ্য মনের ব্যকুলতা

১৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৪০

ফিকে হয়ে যাওয়া খয়া চাঁদ

জোসনার আমরণ অনশনে থাকা ঘন আঁধারের বুকে

নিশুতি নিঃশব্দ রাতের বোবা কান্নার মতো

শেষ ভাগে এসে আমায় ডেকে চুপি চুপি

শুধু একটি কথায় বলে - ফিরে যেওনা আর

ফেলে আসা বিস্মৃত অমলীন অতীতে।

যেও নাকো আর কখনও

চুপি চুপি সাবার অগচরে হাতে হাত রেখে কোন শান্ত

নদীর পাড় ধরে হেঁটে চলা অথবা ব্যস্ত কোলাহল

জনাকীর্ন পার্কের কোণায় বসে থাকা দিন গুলোতে।



বাঁধা মানেনা মন কিছুতেই

সারক্ষণ পঁই পঁই করে

মনের তলানীতে পড়ে থাকা শীর্ণ স্মৃতির করিডরে।

কাউকে বলা দায় এখন জীবন যতোটা মানে

ততটা কি বদলানো যায়?

পারিনা, অতীতের পায়ে দাঁত কামড়ে পড়ে থাকা মন

শুধুই বলে, চলো যায় ফিরে সেই সব দিন গুলোতে,

যেখানে তুমি আমি যৌবনের ভরদুপুরে

ঘুরিছি রাতের শান্ত কালো পিচ ঢালা পথে

সোডিয়ামের জোসনায় ভিজেছি দুপুর রাত প্রভাতে।

চলো তুমি ফিরে চলো

কিন্তু নির্বাক জীবন তবু অলস বসে থাকে দ্বিধায়

হুটহাট এভাবে বাস্তবতাকে কি বদলানো যায়?



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.