![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্ন গুলো দুঃস্বপের কাছে হোচট খায় বারবার, তবু দুঃস্বপ্নের দুয়ারেই আমি স্বপ্নের জাল বুনে যায় প্রতিদিন প্রতিক্ষণ .................
যেতে হবে বলেই বলছি না
কাল পরশু অথবা একদিন
যেকোন সময় যাচ্ছি।
সে স্বাধীনতা নেই
তুমি বাধা দেবে
কিন্তু তুমি বাধা দেবার কে?
থাকার বাসনা কার না আছে
সাথে তোমারও রেখে দেবার
একটা সুপ্ত বাসনা
কিন্তু অধিকার সচেতন তুমি
অনেক আগেই অংক কষে দিয়েছে
চলে যাবার এক অভিনব সূত্রে।
যেতে হবে বলেই বলছি না
দেরী করার দরকার নেই
কাল ক্ষেপণও হচ্ছে
তবু তোমারই রেখে দেবার ভেলকি
মানতে হবে এই আমাকে।
আমি একা যেতে পারিনা
তুমি বাধা দেবার কে?
যেতে হবে বলেই বলছি না।
আমি চলে যাবো একা একা
ঠিক ঠিক চলে যাবো,
একদিন সবার অগোচরে।
কিন্তু সবার অলক্ষে
বাধা হয়ে দাড়াবে তুমি
আমি জানি তুমি।
তবু তুমি রাখবে না আমায়
এও জানি
আমাকে ঠিক চলে যেতে হবে একদিন।
০৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৪৪
কালো পাখি বলেছেন: ধন্যবাদ ভাই।
©somewhere in net ltd.
১|
০৬ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:৩৭
এহসান সাবির বলেছেন: ভালো লাগল ।