![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনটা আসলে একটা অসমাপ্ত গল্পের মতো, তাই না?
যেখানে অনেক অনেক কথা বলা বাকি থেকে যায়, অনেক স্বপ্ন পূরণের আগেই মিলিয়ে যায় তারাদের দেশে। আমার মনটাও এখন ঠিক তেমনই, যেন একটা পুরনো গানের সুর, যা বারবার বেজে ওঠে, কিন্তু একেবারে শেষ হয় না। মনে হয় যেনো, কতশত মেঘ জমে আছে মনের আকাশে, কিন্তু বৃষ্টি হয়ে ঝরতে পারছে না। এই ভার নিয়ে চলাটা ভীষণ রকমের কঠিন, তবে মেনে নিতে হয়। মেনে নিতে হচ্ছে।
এই যে চারপাশে এত আনন্দ, এত হাসি, এর মাঝেও কেমন একটা গভীর
শূন্যতা অনুভব করি সবসময়ই। সবাই ভাবে সে হয়তো ভালো আছে, কিন্তু আমার ভেতরের মানুষটা তো জানে, সে কতটা নীরব কষ্ট নিয়ে বেঁচে আছে। রাতের নির্জনতা বা দিনের কোলাহল, কোনোটাতেই শান্তি পাই না পুরোপুরি। মনে হয়, এই পৃথিবীতে আমার জন্য একটা আলাদা জগৎ আছে, যেখানে শুধু আমি আর আমার অনুভূতিগুলো। এ ছাড়া হয়তো আর কেওই নেই।
কেন জানি বারবার ফিরে ফিরে আসে সেই সব মুহূর্তগুলো, যখন মনে হয়েছিল সব ঠিক হয়ে যাবে। যখন ভেবেছিলাম, বুঝি সুখটা হাতের কাছেই। কিন্তু জীবন বরাবরই আমাদের শেখায়, সব কিছু মনের মতো হয় না। তবু আশা ছাড়ি না। হয়তো কোনো এক সকালে, এই অসমাপ্ত সুরটা নিজেই একটা সম্পূর্ণ গল্প হয়ে উঠবে। সেই দিনের অপেক্ষায়ই পথ চলছি, এই চাপা ব্যথা আর মায়া নিয়ে।
-বিপুল শেখ
২৬ই জুন ২০২৫
২৬ শে জুন, ২০২৫ সন্ধ্যা ৭:২৪
বিপুল শেখ বলেছেন: ঠিকই বলেছেন, ভাই বেলাশেষে আল্লাহর কাছেই ভরসা খুজতে থাকি ।
২| ২৬ শে জুন, ২০২৫ দুপুর ১২:৪৩
সুলাইমান হোসেন বলেছেন: আমার ব্লগ থেকে একটু ঘুরে আসার আমন্ত্রন রইল,যদিও কিছু না পড়েন।।
২৬ শে জুন, ২০২৫ সন্ধ্যা ৭:০৫
বিপুল শেখ বলেছেন: আমার লিখতেই ভাল লাগে, তাই লিখি। পড়তেও খুব ভালো লাগে। আমি আপনার প্রোফাইল থেকে এখুনি ঘুরে আসব। লিখা বন্ধ করবেন না প্লিজ, কেননা লেখার মাধ্যমেই সব কিছুর পরিবর্তন করা যায়। তাই লিখবেন সব সময়ই। সময় পেলে আমার লেখা গুলোও পড়তে পারেন।
ধন্যবাদ মন্তব্য করার জন্য।
©somewhere in net ltd.
১|
২৬ শে জুন, ২০২৫ দুপুর ১২:২৮
সুলাইমান হোসেন বলেছেন: যার জীবনে কোনো কষ্ট নাই,তার জীবনে কোনো সৌন্দর্য নাই।আমিও আপনার মতোই একজন,হৃদয়ের ব্যাথা সুধু আল্লাহই জানেন,তারই প্রতিষেধকের অপেক্ষায় বসে থাকি,তিনি যদি আমাদেরকে এই অবস্তার উপরই ভালবাসেন,তাহলে কোনো পরোয়া করিনা,তারই রহমতে সমস্ত দুঃখ যন্ত্রনা ভেসে যাবে একদিন বহুদূর।