![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জানি, তোমায় জীবনেও ভুলতে পারবো না। তুমি যদি আর আমার সাথে কথা বলতে না চাও, যদি ইচ্ছে করেই দূরে থাকতে চাও, তবে জেনো- আমার কলিজা ফেটে গেলেও আমি আর কোনোদিনও তোমায় বিরক্ত করব না।
মনে রাখবে, আমার ভালোবাসায় কোনো চাহিদা ছিল না, ছিলনা কোনো পাওয়া না পাওয়ার গল্প। হয়তো তোমায় বোঝানোর জন্যই বারবার সেই কথা গুলো সামনে এনেছি । আর যদি ঋণের হিসেব করো, তবে আমিই তোমার কাছে সবচেয়ে বেশি ঋণী। তুমি তোমার মূল্যবান সময় নষ্ট করেছ আমার এই ফালতু কথাগুলো শুনতে। এর জন্য আমি সারাজীবন কৃতজ্ঞ থাকব তোমার কাছে।
তুমি অনেক ভালো মেয়ে, সত্যিই অনেক ভালো মেয়ে। তোমার মতো মেয়ে এই যুগে হয়তো আর নেই কিংবা খুবই কম। আমার জীবনে এসে কিছু দিনকে সুন্দর করে দেওয়ার জন্য তোমায় অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো, সুখে থেকো, আমায় মনে রেখো না। আমার মতো একজন নগণ্য, তুচ্ছ মানুষ কারো অসুস্থতার কারণ হোক, এটা আমার ভালো লাগবে না। কোনোদিনও না।
ভুলগুলো ক্ষমা করে দিও, যদি একান্তই ইচ্ছে না করে, তাহলে দিও না। কী করে তোমায় ভুলি বলো! অভিশাপ দিও, যেন তোমায় ভুলতে পারি।
দেখতে ইচ্ছে হলেও তো আর দেখতে পাব না, সেই গাইবান্ধায় গিয়ে তো আর দেখার সুযোগ নেই। আমিও তো আর কদিন পরেই এদিক থেকে চলে যাচ্ছি। তখন নতুন কোনো জায়গায় গিয়ে উঠব, তোমায় হয়তো চাইলেও আর দেখতে পাব না। আর যখন পুরোপুরি এলাকা ছেড়ে দেব, তখন শুধু স্মৃতিগুলোই পড়ে থাকবে, আমার অস্তিত্ব, আমার ছায়া কিছুই থাকবে না।
তুমি তোমার মতো করেই ভালো থাকবে। তবে মাঝে মধ্যে খুবই জানতে ইচ্ছে হবে আমার, তুমি ভালো আছ তো? কেন জানি, আমি তোমার কষ্টগুলো নিতে পারি না। বারবার আমার মনে হতো তোমায় এমন একটা জীবন দেওয়া দরকার, যে জীবনে শুধু সুখ আর শান্তি, কষ্টের কোনো ছিটেফোটাও থাকবেনা। এই বন্দি জীবনে তোমায় মানায় না। আর হ্যাঁ, যদি স্বার্থের কথা বলো, তাহলে শোনো, হয়তো স্বার্থ আমারও ছিল। ভালোবাসা পাওয়ার স্বার্থ, ঘর বেঁধে দুজনে একসাথে চলার স্বার্থ। সেগুলো এখন মরীচিকা মাত্র। তুমি ভালো থাকবে, সুখী থাকবে এইসব ভেবেই সেই দূর এলাকা থেকেও আকাশের পানে চেয়ে মনটাকে বোঝানো যাবে।
তুমি আমায় মাঝে মাঝেই 'কবি' বলে ডাকতে, 'জান্নাতের আব্বু' বলতে। এই দুটো শব্দ আমার হৃদয়ে গভীর দাগ কেটে রেখেছে। বিশেষ করে 'জান্নাতের আব্বু', বিশ্বাস করো, আমার খুব স্বপ্ন আমায় এভাবে কেউ ডাকুক। জান্নাতকে নিয়ে অনেক স্বপ্ন ছিল। ভাগ্যের কারণে, এই ডাকটা শুনতে পারিনি। সুযোগও নেই। আর তোমার মুখ থেকে শোনার পর, সত্যিকারের জান্নাতের মা ভেবে বসেছিলাম। সরি ক্ষমা করে দিও।
যদি কখনো খুব কষ্ট পাও, কথা বলতে না পেরে আমার মতো পাগলামি আসে, তাহলে রাগ-অভিমান ভুলে কল দিও, আমি সারাজীবন অপেক্ষায় থাকব। আমার নাম্বার হারিয়ে গেলে, কিংবা খুঁজে না পেলে ইন্টারনেট থেকে সার্চ করে বা যেকোনোভাবে নিও। যদি বেঁচে থাকি, তাহলে তোমার কল পাওয়ার সাথে সাথে আমি ব্যাক করব।
পদ্ম! তোমায় অনেকটা কষ্ট দিয়েছি, অনেককিছুই রাগের মাথায় বলে ফেলেছি। বিশ্বাস করো, এই দিনটা যে জীবনে আসবে, এটা আমি জীবনেও ভাবিনি। তুমি আসার পর থেকে আমার জীবনটাকে আমি অন্যভাবে পেয়েছিলাম। একা একা কষ্ট পেও না। কী লাভ বলো কষ্ট পেয়ে? শোনো, আমায় যদি দেখতে ইচ্ছে করে কখনো, মান অভিমান ভুলে ডেকো। আমি পৃথিবীর যেখানেই থাকি না কেন, তোমার সাথে দেখা করতে প্রস্তুত আছি সবসময়। আমার সাথে তোমার তোলা ছবিগুলো আমি যত্ন করে রেখে দেব, যাতে করে তোমায় দেখার ইচ্ছেগুলো কিছুটা হলেও পুষিয়ে নেওয়া যায়। আর কথা বলতে ইচ্ছে করলে, ফেসবুক তো থাকলই। যদি সমস্যা না হয়, তাহলে স্ট্যাটাস লিখব। তুমি হয়তো একটা রিঅ্যাক্ট দিলে, অথবা নীরবে একটু সিন করলে। এতেই অনেকটা প্রশান্তি পাব আমি।
তোমার জীবন টা সুন্দর হোক, শান্তি ফিরে আসুক। দুটো দিন ভুলে যেও না। তোমার অপেক্ষায়……
-বিপুল শেখ
৭ই জুলাই ২০২৫
©somewhere in net ltd.