নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সাধারন লোক।

কালো যাদুকর

বিশেষ কিছু নেই।

কালো যাদুকর › বিস্তারিত পোস্টঃ

একটি আজগুবি কবিতা

১০ ই জুন, ২০২৩ দুপুর ১২:৫৪



অভাবের তাড়নায় একদিন বাজারে গেলাম ,
কিছু অর্থের বিনিময়ে নিজেকে বিক্রি করে দিলাম।

সবচেয়ে কমদাম পেলাম এ চোখ জোড়ার বিনিময়ে,
ক্রেতা বলল দশ টাকার বেশী দেবে না,
সে বলল আমার চোখ নাকি অন্ধ ।
চোখের সামনে মানুষের অধিকার চুরি হলেও নাকি - এ চোখ দেখে না ৷

এরপর বিক্রি হল আমার ঠোঁট,
এখানে পেলাম মাত্র পঞ্চাশ টাকা ,
আমি তাতেই আনন্দিত,
কখনো এর থেকে বেশী দামে বক্তব্য বিক্রি করিনি ৷

হাঁত দুটো বিক্রি করে পেলাম একটু বেশী
একশত টাকা ৷
এর থেকে কম টাকায় এই হাতে কত কাজ করেছি ,
রিকশা চালিয়েছি, নৌকা বেয়েছি, মাছ ধরেছি ৷

হাটের মুঁচির কাছে গায়ের চামড়া বিক্রি করলাম,
পেলাম একহাজার ৷
বাহ বাহ ৷
এ পোড়া গায়ে অনেক রোদ বৃষ্টি সয়েছি,
এসয়ের গরম আর সহ্য হয় না ৷
দিলাম চামডা বেঁচে,
এই হাজার টাকার বিনিময়ে দেব বিল ৷
আর গরম সহ্য করতে হবে না ৷

এরপর গায়ের মাংস বিক্রি করলাম কসাইয়ের কাছে
পেলাম পনেরশ টাকা ৷
এ শুকনো শরীরে মাংসের অভাব
পুষ্টির অভাব ৷


সবচেয়ে লোকসানে বিক্রি করলাম হাড়গোড়,
পৃথিবীর কাছে ,
একেবারে ফ্রিতে।

অনেক খুজে পেলাম তোমাকে প্রিয়তমা ,
বিক্রি করে দিলাম আমার হৃদয়,
হয়তো আমার কষ্ট ও অনুভূতি - এখন বুঝতে পারবে ।

......
আগেই বলেছি এটি একটি আজগবি কবিতা। নিজের হাত বিক্রি করে দিলে কেউ কি সামুতে লিখতে পারে?
ছহ- বরবটি , আমার মতই একটি বিশাদ সবজি।




মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১০ ই জুন, ২০২৩ দুপুর ১:১৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কবিতাটি পড়ছিলাম, আর ভাবছিলাম, এ তো কবিতা নয়, বারুদ, যাকে আপাত নিরেট মনে হলেও তার গভীরে আগুন লুকিয়ে আছে। বর্তমানকে নীরবে বক্ষে ধারণ করে ইতিহাসের সাক্ষী হয়ে আছে প্রতিটি পঙ্‌ক্তি।

কিন্তু বিপত্তি ঘটে গেল শেষের ২ স্তবকে, বিশেষ করে শেষ স্তবকে এসে। পুরো বক্তব্যই চেঞ্জ হয়ে গেল এবং হয়ে গেল চটুল ও হালকা, আমার মতে।

ভেবে দেখতে পারেন, শেষের স্তবকটি অন্যভাবে শেষ করা যায় কিনা।

এ শুধু আমারই মতামত।

শুভেচ্ছা রইল।



১০ ই জুন, ২০২৩ রাত ৮:১৪

কালো যাদুকর বলেছেন: :) :)

তা ঠিক! তবে সিরিয়াস না করে হালকা করে শেষ করতে চেয়েছিলাম।

২| ১০ ই জুন, ২০২৩ দুপুর ১:৪৩

কাছের-মানুষ বলেছেন: ঝাঝালো কবিতা!

আপনার কলমে উপরে উপরওয়ালা বরকত দিক!

১০ ই জুন, ২০২৩ রাত ৮:১৯

কালো যাদুকর বলেছেন: :)

বরকতময় কমেন্টের জন্য ধন্যবাদ।

৩| ১০ ই জুন, ২০২৩ দুপুর ২:৪২

রাজীব নুর বলেছেন: আজগুবি কবিতা ভালোই হয়েছে।

১০ ই জুন, ২০২৩ রাত ৮:২০

কালো যাদুকর বলেছেন: ধন্যবাদ।

৪| ১০ ই জুন, ২০২৩ রাত ৮:৩২

সেলিম আনোয়ার বলেছেন: হৃদয়টা বিক্রি না করে সম্প্রদান করে দিলে ভালো হতো।

১০ ই জুন, ২০২৩ রাত ১০:৫০

কালো যাদুকর বলেছেন: এই কনটেস্টে (নষ্ট সমাজ এ) মানুষ ভালবাসাটা ও বিক্রি করে দেয়। পত্র পত্রকায় দেখি এগুলোই প্রধান সংবাদ হয়।ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.