নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সাধারন লোক।

কালো যাদুকর

বিশেষ কিছু নেই।

কালো যাদুকর › বিস্তারিত পোস্টঃ

ম্যাপেল পাতার দেশ

০৭ ই আগস্ট, ২০২৩ সকাল ১০:২৫



গা জড়ানো তিরতির বাতাসে একটু শীতের আমেজ
কাঁচের শহরে - কোলাহল মানুষের ভীড়।
আর সারি সারি ম্যাপেল গাছে - সবুজের মেলা, নবীনের উষ্ঞতা।
এ মহেন্দ্র ক্ষণে মন ভাবে- ফেলে আসা অতীতের কথা, জীবনের কথা।

এমনি একটি নীলাভ সন্ধ্যায় ক্লান্ত চিল কাকে খুজে ফেরে -
চিলের ডানায় ভেসে দুঃখরাও উড়ে চলে নীল সমুদ্র পেড়িয়ে,
ওর জোড়ার খোঁজে।

অথচ, চিলের সময় নেই , রাত হতে বাকি নেই আর।
পাবে কি ওর নীড়ের ঠিকানা,
নাকি হাড়িয়ে যাবে- সারি সারি ঐ দালানের ভিড়ে ,
যেখানে রূপের নহর ভাসে, রাতের আলোতে ,
তুমিও একদিন হারিয়ে গিয়েছিলে,
বা ভুলে গিয়েছিলে, তোমার আসল ঠিকানা।

তাই এত বড় শহরের সন্মুক্ষে , এ বিকেলে
ঐ চিলের মত, আমিও পথভ্রষ্ট, কাঙ্গাঁল।
অসংখ্য ম্যাপেল পাতার মত আমাদের তরতাজা স্বপ্নগুলো-
সমুদ্রে ডুবে গেছে ,চিরতরে।
ক্লান্ত চিল শুধুই খুঁজে ফিরে, একাকী, এই শেষ বিকেল বেলায়।


ছবি: টরোন্টো শহর, ওয়াটার ট্যাক্সি থেকে লং সটে তোলা।


মন্তব্য ১৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৭ ই আগস্ট, ২০২৩ দুপুর ১২:০৩

আলমগীর সরকার লিটন বলেছেন: বেশ আবেগময়

০৮ ই আগস্ট, ২০২৩ সকাল ৭:৫৩

কালো যাদুকর বলেছেন: ধন্যবাদ কবি।

২| ০৭ ই আগস্ট, ২০২৩ দুপুর ২:৪৭

সৈয়দ মশিউর রহমান বলেছেন: সুন্দর কবিতা।

০৮ ই আগস্ট, ২০২৩ সকাল ৭:৫৫

কালো যাদুকর বলেছেন: ধন্যবাদ পড়ার ও মন্তব্যের জন্য।

৩| ০৭ ই আগস্ট, ২০২৩ রাত ৮:২৭

কামাল১৮ বলেছেন: লেকটি সমুদ্রের মতোই বিশাল।অনেক শহর গড়ে উঠছে এই লেকের পাড় ঘেঁষে।

০৮ ই আগস্ট, ২০২৩ সকাল ৭:৫৮

কালো যাদুকর বলেছেন: ঠিকই বলেছেন।এখানে বেশ কয়েকটি দ্বীপ ও আছে।বেশ সুন্দর। পড়ার ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

৪| ০৭ ই আগস্ট, ২০২৩ রাত ৮:৩৮

জ্যাক স্মিথ বলেছেন: ছবি দেখেই বুঝছিলাম এটা টরেন্টো।

০৮ ই আগস্ট, ২০২৩ সকাল ৮:০২

কালো যাদুকর বলেছেন: ম্যানহাটন ও দেখতে অনেকটা এরকম।প্রধান পার্থক্য হল সি এন টাওয়ার। এই ছবিতে ও দেখা যাচ্ছে।পড়ার ও মন্তব্যে অনেক ধন্যবাদ।

৫| ০৭ ই আগস্ট, ২০২৩ রাত ১০:৪২

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।

০৮ ই আগস্ট, ২০২৩ সকাল ৮:০৪

কালো যাদুকর বলেছেন: রাজীব নুর, পড়ার ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

৬| ১৫ ই আগস্ট, ২০২৩ দুপুর ১২:৩১

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর

১৯ শে আগস্ট, ২০২৩ সকাল ১০:৪৭

কালো যাদুকর বলেছেন: ধন্যবাদ কবি।

৭| ১৬ ই আগস্ট, ২০২৩ দুপুর ২:৩৬

সামিয়া বলেছেন: কবিতার শেষ তিন লাইনের সাথে অনেকের ই মিলে গেছে,
অসাধারণ।

১৯ শে আগস্ট, ২০২৩ সকাল ১০:৫০

কালো যাদুকর বলেছেন: অনেক ধন্যবাদ সামিয়া। সাধারন মানুষ নিজের শেকর থেকে যখন দুরে চলে যায়, অনেক সময়ই হারিয়ে যায়।

৮| ২০ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:০১

মিরোরডডল বলেছেন:




এমনি একটি নীলাভ সন্ধ্যায় ক্লান্ত চিল কাকে খুজে ফেরে -
চিলের ডানায় ভেসে দুঃখরাও উড়ে চলে নীল সমুদ্র পেড়িয়ে,
ওর জোড়ার খোঁজে।


অসংখ্য ম্যাপেল পাতার মত আমাদের তরতাজা স্বপ্নগুলো-
সমুদ্রে ডুবে গেছে ,চিরতরে।
ক্লান্ত চিল শুধুই খুঁজে ফিরে, একাকী, এই শেষ বিকেল বেলায়।


মানুষ হয়ে জন্মানো যেমন সৌভাগ্য, ঠিক তেমনই যন্ত্রণার।
কবিতায় বিষন্ন ভালোলাগা!


৯| ২১ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:২৮

কালো যাদুকর বলেছেন: তবে যে তাঁর জন্মানোর উদেশ্য বুঝতে পারে, সেই প্রকৃত সাধক।

কানাডা দেখে এলাম। তবে হতভাগা চিলের মত নয় ...

যা একবার হারিয়ে যায়, তা কানাডা কেন, কোথাও খুজে পাওয়া যায় না...

শুনলাম আপনজনকে হারিয়েছেন। আমার সমবেদনা জানবেন। ভাল থাকুন।

১০| ২২ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৯:৫৬

মিরোরডডল বলেছেন:




কালো যাদুকর বলেছেন: তবে যে তাঁর জন্মানোর উদেশ্য বুঝতে পারে, সেই প্রকৃত সাধক।

যা একবার হারিয়ে যায়, তা কানাডা কেন, কোথাও খুজে পাওয়া যায় না...


উল্লেখ্য দুটো স্টেটমেন্টের সাথেই সহমত।

সহমর্মিতার জন্য যাদুকরকে থ্যাংকস।
হুম আজ ঠিক তিনমাস হলো।
কেমন করে ওকে ছাড়া এতোটা সময় চলে গেলো!

তিন মাস আগে ঠিক এই দিনে এসময় সে তখনও বেঁচে ছিলো।
এখন থেকে পাঁচ ঘণ্টা পর সে না ফেরার দেশে চলে যায়।
মাঝে মাঝে জীবন কি নিষ্ঠুর !!!!!




২২ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:১৩

কালো যাদুকর বলেছেন: আপনার জীবন আবার ও স্বাভাবিক হোক এইআশা রাখি।
চলে গেলেও ওঁরা রয়ে যায় মনে চিরকাল।

ভাল থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.