নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

"তারা ষড়যন্ত্র করেছিল, আল্লাহ কৌশল করেছিলেন এবং আল্লাহই সর্বোত্তম কৌশলকারী।" [সূরা আনফাল, অধ্যায়ঃ৮, আয়াতঃ৩০]

শেষ প্রহরা

সত্য আর মিথ্যার মাঝে নিরপেক্ষ বলে কিছু নেই।

শেষ প্রহরা › বিস্তারিত পোস্টঃ

ধর্ষণ নামা ৭১ বনাম ১৫

২৩ শে মে, ২০১৫ রাত ১০:৫৪

বাংলাদেশে মনে হয় সবচেয়ে আলোচিত বিষয় হলো ধর্ষণ। আমাদের চেতনার ১৯৭১ সালেও ধর্ষণ ঘটেছিলো। কারা করেছিলো মনে আছে? জামায়াতের নেতারা না??? দেখেছিলো কারা?? মুক্তমনা, জাগরণী সাক্ষী! মিডিয়া ক্যাসেটই তো বলেছে। সোজাসুজি ১ মাইল,দেড় মাইল দূর থেকে তারা ধর্ষণ করতে দেখেছিলো। তাদের ফাঁসি দেয়া হয়েছে, হয়। তবে আজকে তারা ধর্ষণের সাথে জড়িত নয় কেন?

আজকের দুটি আলোচিত ধর্ষনের ঘটনার কথা বলি,প্রথমঃ ঢাকা মেডিকেলে পিতাকে চিকিৎসা করাতে এসে আনসার সদস্যের হাতে ধর্ষিত হয়েছে এক তরুনী।পলাতক রয়েছেন ঐ আনসার সদস্য।
দ্বিতীয় ঘটনা: আদিবাসী তরুনীকে চলন্ত মাইক্রোবাসে তুলে গনধর্ষন।এ দুটি ঘটনা এখন আলোচিত।আলোচিত এই কারনে যে,৭১ যারা ধর্ষন করেছিল হাজারো নারীকে,১৫ এর ধর্ষনে তারা কেন জড়িত নয়?

চেতনার নারীবাদী পতিতারা এখন এতই নিরব যে,তারাও যেন ধর্ষিত হয়েছে।৪২ বছর আগে ১,দেড় মাইল দুর থেকে দেখা ধর্ষনের ঘটনার বিচার হয়,আর রায় হয় ফাঁসি। লক্ষ পথচারীর চোখের সামনে ধর্ষিত হওয়া আদিবাসী নারী কিংবা গ্রাম থেকে আসা ঢামেকের সেই তরুনী কি বিচার পাবে????
কোথায় এখন ট্রাইব্যুনাল???

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৩ শে মে, ২০১৫ রাত ১১:০০

লেখক আবীর বলেছেন: কি বলবো রে ভাই এটাই বাংলাদেশ

২| ২৩ শে মে, ২০১৫ রাত ১১:০০

লেখক আবীর বলেছেন: কি বলবো রে ভাই এটাই বাংলাদেশ

৩| ২৩ শে মে, ২০১৫ রাত ১১:৫৭

এলা বলেছেন: আরে এ এ এ এ এ এ সোজা কথা তো! ৭১ যেগুলো হয়েছে সেগুলো ছিল ধর্ষন, আর এই ১৫ তে যা হচ্ছে এগুলো তো স্রেফ দুষ্টু ছেলেদের দুষ্টামি।

২৪ শে মে, ২০১৫ সকাল ৯:১৩

শেষ প্রহরা বলেছেন: ভালোইই দুষ্টু সোনার ছেলেরা। আর ভালোই দুষ্টু সরকার

৪| ২৪ শে মে, ২০১৫ সকাল ১১:০২

টি এম মাজাহর বলেছেন: সেদিন এক বন্ধুর সাথে এ বিষয়েই কথা হচ্ছিলো- আমরা আমাদের পরবর্তী প্রজন্মদের যখন শিক্ষা দিবো, ওরা কোনটা বেশি বিশ্বাস করবে? ইতিহাস বইয়ের পাতায় লেখা কথা, নাকি নিজেদের চোখে দেখা ঘটনাবলী? জামাত শিবিরের নৃশংসতা তাদের বোঝাতে হলে ইতিহাসের বই ঘেটে আমরা বোঝাবো ঠিকই, কিন্তু প্রকাশ্যে লাঠিদিয়ে পিটিয়ে মানুষ মারা, নারায়নগঞ্জে সাত খুন, বিশ্বজিতকে কুপিয়ে মারার দৃশ্যসহ সকল নৃশংসতার দৃশ্য যখন তারা টিভিতে দেখছে এবং প্রতিটা ঘটনার বিচারহীনতার পেপারে পড়ছে তখন তাদের মনোজগতে আপনি কিভাবে বোঝাবেন যে ইতিহাসের ঘটনাবলী নৃশংসতা আর চোখের সামনে ঘটনাবলী আসলে নিছক দুষ্টুমি???

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.