![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্য আর মিথ্যার মাঝে নিরপেক্ষ বলে কিছু নেই।
খুব অচেনা লাগছে আজ এই শহর,
চিরচেনা এই শহর
নিজের করে দেখা এই শহর।
অলিতে গলিতে
কিংবা পিচঢালা রাস্তায় হেঁটে
বিপর্যস্ত-ক্লান্ত চোখে দেখা এই শহর।
কখনো বর্ষায় হঠাৎ চোখে পড়া
ফুটে থাকা প্রথম কদম ফুল
ছোঁয়ার চেষ্টা।
একদিন ওই কদম চেয়েছিলাম
মনে পড়ে?
পড়েনা বুঝি?
অচেনা লাগে তাই আজ এই নগরটাকে।
তাপদাহে পোড়া পিচঢালা পথে,
তৃষার্ত ওষ্ঠে জল খুঁজতে থাকা
কোন বৃদ্ধের চলা,
এই পথেই তো হেঁটেছি কতো
এই পথই আজ অচেনা লাগে।
নীল আকাশে যখন সাদা মেঘ ভাসে
অসীম শূন্যতা ভর করে অস্তিত্বে,
কিন্তু, এইতো জীবন।
যখন হাজারো মানুষের ভিড়ে
হারিয়ে ফেলি নিজেকে
খুঁজতে থাকি চেনা কোনো মুখ,চেনা
কন্ঠস্বর।
হয়তো নাম ধরে ডাকবে।
হারিয়ে যাওয়াও জীবন
এই শহরের।
নিষ্ঠুরতায় ভরা মায়াময় এই শহর,
ঠিকানা হাতে খুঁজতে থাকা এই শহর।
বদলে যাওয়া কিছু মানুষের ভিড়ে
হারিয়ে যাওয়া অনুভূতির শব্দে গাঁথা এই শহর।
২| ২৭ শে মে, ২০১৫ সকাল ৯:১৪
শেষ প্রহরা বলেছেন: ধন্যবাদ আপু :-)
©somewhere in net ltd.
১|
২৭ শে মে, ২০১৫ রাত ২:০৪
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: খুব সুন্দর