নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

"তারা ষড়যন্ত্র করেছিল, আল্লাহ কৌশল করেছিলেন এবং আল্লাহই সর্বোত্তম কৌশলকারী।" [সূরা আনফাল, অধ্যায়ঃ৮, আয়াতঃ৩০]

শেষ প্রহরা

সত্য আর মিথ্যার মাঝে নিরপেক্ষ বলে কিছু নেই।

শেষ প্রহরা › বিস্তারিত পোস্টঃ

১৯ টি সুবিধা পাচ্ছে সরকার পরিবার। আর জনগণ????

২৭ শে মে, ২০১৫ দুপুর ১:১০

১৯ টি সুবিধা পাচ্ছে বঙ্গবন্ধু পরিবার। অর্থাৎ তার দুই জীবিত কন্যা আর তাদের সন্তানাদি। সুবিধাগুলো পড়ে হাসি লাগলো বৈকি!!! "গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ" এর সংবিধান অনুযায়ী সকল ক্ষমতার উৎস জনগণ। যার অর্থ জনগণের চাওয়া পূরণ সরকার সদা থাকবে তৎপর, তা কোন দিক দিয়ে থাকছে আমার বোধগম্য না। নিজের দেশের কৃষকদের থেকে চাল না কিনে ভারত থেকে আমদানি করছে,পর্যাপ্ত পরিমাণে বিদ্যুৎ সুবিধা পাচ্ছে না মানুষ। গ্রাম থেকে গ্রাম এখনো বিদ্যুৎহীন আছে। নগর উন্নয়নের কোন চিন্তা নাই। আর সেই সরকার কিনা সুবিধা পাবে ২৪ ঘন্টা বিদ্যুৎ এর! কোন মন্ত্রী মিনিস্টারের বাড়ির চাকরও যদি রাস্তা দিয়ে যায়,সেখানে জ্যাম লেগে থাকে ঘন্টার পর ঘন্টা। এইচএসসি পরীক্ষায় এক সালের প্রশ্নপত্র আরেক সালের পরীক্ষার্থীদের দেয়। আর সেই সরকারের গুস্টি নাকি পাবে এসব সুবিধা! গণতান্ত্রিক সরকার কি তবে রাজতান্ত্রিক হওয়ার পথে??

উন্নত দেশগুলোর চিত্র একটু অন্যরকম। প্রশ্নপত্র ভুলের জন্য শিক্ষামন্ত্রী পদত্যাগ করে। মিনিস্টার কে রেখে আগে এম্বুলেন্সকে যেতে দেওয়া হয়। দারিদ্র্য ঘুচাতে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা হয়। বাংলাদেশ হলো ডিজিটাল! আর ঐসব দেশ উন্নত।
এমনিই ডিজিটাল দেশ যে ইন্টারনেট স্পিড পর্যন্ত ভালো নাই। সরকারী টেলিকম কোম্পানি টাকা খেয়ে বসে থাকে।
যেখানে সাভার ট্রাজেডিতে নিহত কত পরিবার আজও পায়নি সরকারী সহায়তা।

স্বাধীন মত প্রকাশের, স্বাধীন সংগঠন করারও অধিকার হরণ করা হয়। অপরাধী খুঁজতে ডিজিটাল সরকারের মাসের পর মাস লেগে যায়,যেখানে বিনা বিচারে,খোঁড়া প্রমাণে বিনা অপরাধে ফাঁসিও দেয়া হয়। এই হলো গনতান্ত্রিক সরকারের রুপরেখা!

শত ধিক্কার এমন সরকারের প্রতি,তার পরিবারের প্রতি!

মন্তব্য ৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৭ শে মে, ২০১৫ দুপুর ১:২৪

বিলোয় বলেছেন: Click This Link

২| ২৭ শে মে, ২০১৫ দুপুর ১:২৫

মোঃ মাহমুদুর রহমান বলেছেন: কেন বেকারত্ব, অভাব, সাগরে মৃত্যু এই গুলো পাচ্ছেন না।

৩| ২৭ শে মে, ২০১৫ দুপুর ১:২৫

মোস্তাক খসরু বলেছেন: ১৯ টি সুবিধা পাচ্ছে বঙ্গবন্ধু পরিবার। এই ১৯ টি সুবিধা কি কি?ি? সেগুলি জানতে গিয়ে দেখলাম "তুই রাজাকার" তুই মস্ত বড় দজ্জাল।

৪| ২৭ শে মে, ২০১৫ দুপুর ১:৩৮

শেষ প্রহরা বলেছেন: জাতির জনক
বঙ্গবন্ধু
শেখ
মুজিবুর
রহমানের
পরিবারের
সদস্যদের
নিরাপত্তাসহ
আনুষঙ্গিক ১৯ সুবিধা দিয়ে গেজেট প্রকাশ
করেছে সরকার।
সোমবার ‘রাষ্ট্রপতির আদেশক্রমে’ স্বরাষ্ট্র
মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো.
মোজাম্মেল হক খানের স্বাক্ষরে গেজেটটি
প্রকাশ করা হয়।
প্রকাশিত গেজেটে বলা হয়, ‘জাতির পিতার
পরিবার-সদস্যদের নিরাপত্তা আইন, ২০০৯’-এর
ধারা ৪-এর উপধারা (৩) প্রদত্ত ক্ষমতাবলে
সরকার জাতির পিতার পরিবার-সদস্যদের
নিরাপত্তা বিধানের লক্ষ্যে নিম্মলিখিত
ব্যবস্থা ও সুবিধাদি প্রদান করবে।’
আইন অনুযায়ী, ‘পরিবার-সদস্য অর্থ জাতির
পিতার জীবিত দুই কন্যা এবং তাদের
সন্তানাদি’।
প্রকাশিত গেটেজ অনুযায়ী, সরকার জাতির
পিতার পরিবার-সদস্যদের সার্বক্ষণিক
নিশ্ছিদ্র নিরাপত্তা দেবে। নিরাপত্তার জন্য
তাদের বাসভবন, ভবনের আশপাশের ভবনে
নজরদারি করবে। আবাসস্থলে কোনো ব্যক্তি
বা বস্তু ঢোকানোর আগে পরীক্ষা করা হবে।
আবাসস্থল থেকে তাৎক্ষণিকভাবে বের হওয়ার
জন্য এক বা একাধিক বিশেষ নির্গমন পথের
ব্যবস্থা করা হবে। আবাসস্থলে সার্বক্ষণিক
প্রয়োজনীয়সংখ্যক নিরাপত্তাকর্মী
নিয়োজিত রাখা হবে।
প্রকাশিত গেজেটে বলা হয়, তাদের
আবাসস্থলের পাশের কোনো ‘ভবন, স্থাপনা বা
অবস্থান’ হতে ‘কোনো প্রকার হুমকি সৃষ্টি
করিবার মতো অবস্থা থাকিলে’ তা অপসারণ
কিংবা পরিবর্তন করা হবে। আবাসস্থলের
চারপাশে সুউচ্চ ভবনে বসবাসকারীদের ওপর
সার্বক্ষণিক নজরদারি করা হবে।
এছাড়া, তাদের আবাসস্থলে গমনাগমনের পথ
যে কোনো ধরনের আক্রমণ থেকে নিরাপদ
রাখার ব্যবস্থা, সার্বক্ষণিকভাবে ফায়ার
সার্ভির গাড়ি ও প্রয়োজনীয় সরঞ্জাম প্রস্তুত
থাকবে। পাশাপাশি বঙ্গবন্ধুর পরিবারের
সদস্যদের মালিকানাধীন আবাসস্থলের
মেরামত, সম্প্রসারণ ও রক্ষণাবেক্ষণের জন্য
যথাযথ ব্যবস্থা নেবে সরকার। একজন ড্রাইভার ও
প্রয়োজনীয় পেট্রলসহ তাদের গাড়ির সুবিধা
দেবে সরকার।
বাসভবনে সব সময়ের জন্য স্বয়ংসম্পূর্ণ চিকিৎসা
অ্যাম্বুলেন্স রাখা হবে তাৎক্ষণিক চিকিৎসা
দেওয়ার জন্য। দেশে-বিদেশে সরকারি খরচে
তাদের চিকিৎসার ব্যবস্থা করা হবে। তাদের
গ্যাস, পানি, বিদ্যুৎ ও উচ্চ ক্ষমতাসম্পন্ন
ইন্টারনেটের খরচও দেবে সরকার। তাছাড়া
তাদের জন্য সরকারি খরচে একজন ব্যক্তিগত
সহকারী, দু‘জন বেয়ারা, একজন বাবুর্চি, একজন
মালী ও একজন ঝাড়ুদার নিয়োগ করা হবে।
এসবের বাইরেও অন্য কোনো প্রকার ‘সহায়তা
বা আনুষঙ্গিক সরঞ্জাম বা দ্রব্যাদির প্রয়োজন’
হলে সরকারের ‘অন্যান্য মন্ত্রণালয়/বিভাগ ও
সংস্থা’ তা প্রদান করবে বলে গেজেটে বলা
হয়েছে।

৫| ২৭ শে মে, ২০১৫ দুপুর ১:৩৯

কাউন্টার নিশাচর বলেছেন: হাসিনা বড়ই নিরাপত্তাহীন অবস্থায় আছে তো তাই এই বিশেষ সুবিধা। ছাত্রলীগের ধর্ষক মানিকদের নিরাপত্তার ব্যবস্থাটাও জোরদার করা দরকার, ধর্ষণ করে বেচারারা বড়ই অসহায় অবস্থায় আছে, ।
কি বলেন আপনারা?

৬| ২৭ শে মে, ২০১৫ দুপুর ১:৪১

শেষ প্রহরা বলেছেন: মোস্তাক খসরু সাহেব আপনি যে এই খবরও জানেন না তা জানতাম না। আপনার জন্য উল্লেখ করে দিলাম মন্তব্যে। আমি রাজাকার না দাজ্জাল তা পরে। আগে নিজের পরিচয় ঠিক করেন। কেমন? ঐযে বলে না,ব্যবহারে বংশের পরিচয়!

৭| ২৭ শে মে, ২০১৫ দুপুর ১:৪৮

জহির উদদীন বলেছেন: প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৈনিক আপ্যায়ন খরচ ২ লাখ ১৩ হাজার ৬৯৮ টাকা। এ খাতে তিনি ২০১১-১২ অর্থবছরে ব্যয় করেছেন ৭ কোটি ৮০ লাখ টাকা, যা আগের সরকারগুলোর চেয়ে প্রায় ১০ গুণ বেশি। বিগত সরকারগুলোর সময় এ খাতে ব্যয় হতো বছরে ৮০ লাখ টাকা। আর এখন এক মাসেই হচ্ছে ৬৫ লাখ টাকা..
http://tazakhobor.org/bangla/national/47873-2015-05-27-06-11-18?q=12

৮| ২৭ শে মে, ২০১৫ দুপুর ২:০৯

রানার ব্লগ বলেছেন: জনগণের কপালে আছে ঘোড়ার ডিম্ব !!!

৯| ২৭ শে মে, ২০১৫ দুপুর ২:৩৪

চলন বিল বলেছেন: গরিব দেশের, যে-দেশের মানুষেরা ভাসে
পেটের তাড়ায় ট্রলারে, দেহ সঁপে দিচ্ছে
থাইল্যান্ড-মালয়েশিয়ার গণকবরে, সেই
দেশের প্রধানমন্ত্রীর না কি আরও সুবিধা
চাই- এর চেয়ে দুর্ভাগ্য কোনো জাতির হয়?
আমার কৌতূহল হচ্ছে, বেশ হাসিও পাচ্ছে,
মোজাম্মেল হক নামের যে-সুবিধাগ্রস্থ
মগজটি ১৯টি সুবিধার এই তালিকা গেজেট
আকারে প্রকাশ করেছেন, তার কোন
কোনগুলি আমাদের প্রধানমন্ত্রীরা কখনো
নেন নি? যদি পরিবারই বলতে হয়, পুরো
বাংলাদেশ কি তবে জাতির জনকের
পরিবার নয়? ষোলো কোটি মানুষকে যদি
প্রকৃতার্থেই জাতির জনকের সন্তান না
ভাববো, তাহলে কী দরকার গাল ফুলিয়ে
স্পিকার বাজিয়ে শেখ মুজিবকে জাতির
পিতা সম্বোধন করার? রাষ্ট্রকে ধন্যবাদ,
তার চরিত্র খোলাসা করার জন্যে- রাষ্ট্র
যে মানুষের জন্যে নয়, মানুষের সুবিধা-
অসুবিধা-নিরাপত্তা দেখা যে রাষ্ট্রের
দায়িত্ব নয়, রাষ্ট্রের দায়িত্ব যে শুধু
পেটমোটা মন্ত্রী-প্রধানম
ন্ত্রীদের সুবিধা-অসুবিধা-নিরাপত্তা
দেখা, সেটা গেজেট আকারে প্রকাশ ক'রে
রাষ্ট্র আমার, ও অনেকের, সন্দেহ দূর করেছে।
রাষ্ট্রকে ধন্যবাদ, আমার, ও আরও অনেকের,
করের টাকার এতো সুন্দর শ্রাদ্ধ করার জন্যে।
শেখ মুজিব কি বেঁচে আছেন- টুঙিপাড়ায়?
থাকলে খুবই লজ্জা পাওয়ার কথা তাঁর, নিজ
পরিবারের মারাত্মক দীনাবস্থা দেখে।
আমার ধারণা, শেখ হাসিনা কোনোভাবে
টের পেয়েছেন- তাকে, ও তার পরিবারকে,
মানুষ আর ভালোবাসে না; যে মানুষের
ভালোবাসা পায়- তার কখনো দরকার পড়ে
না 'বিশেষ সুবিধা’র। শেখ হাসিনার জন্য
করুণা। এঙেলা মার্কেল কি জানেন-
বিশ্বের এক নম্বর ক্ষমতাধর নারী হয়েও
তিনি ভোগ করতে পারেন না এরকম তুঘলকি
ক্ষমতা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.