নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কালপুরুষ

"পসার বিকিয়ে চলি জগৎ ফুটপাতে, সন্ধ্যাকালে ফিরে আসি প্রিয়ার মালা হাতে"

কালপুরুষ

জন্মঃ নারিন্দা, ঢাকা। পেশাঃ নগর গবেষক। শখঃ আড্ডা, বিতর্ক, লেখালেখি, ফটোগ্রাফী, রান্না, বই পড়া, গান শোনা ও ছবি আঁকা। এক সময় রাশিফল ও হস্তরেখা বিদ্যা চর্চায় যথেষ্ট আগ্রহ ছিল। বিশ্বাসঃ মৃত্যু নিশ্চিত জেনেও মৃত্যুর মুখোমুখি হতে আমার ভীষণ ভয়।

কালপুরুষ › বিস্তারিত পোস্টঃ

প্রতীমা ও মানবী

০৭ ই এপ্রিল, ২০১০ সকাল ১১:১৫

প্রতীমা ও মানবী



এক পুরোহিত নিবিষ্ট চিত্তে মাটির প্রতীমা গড়ছিলেন। চোখে মুখে তাঁর বিশুদ্ধ মমতা। তাঁর হাতের ছোঁয়ায় সেই মাটির প্রতীমা যেন মনের অজান্তেই এক মানবী হয়ে গড়ে উঠছিলো। পুরোহিত তাঁর আপন মহিমায় সেই প্রতীমাকে অপরূপা করে সাজিয়ে তুললো। রঙে রঙে সেজে উঠলো মাটির প্রতীমা। রঙ-তুলির নিপূণ টানে, কাতান-বেনারসীর মোহনীয় সাজে, স্বর্ণালঙ্কার আর মণিমুক্তায় অপরূপা হয়ে উঠলো সেই প্রতীমা। পুরোহিতের পর্ণকুটির যেন সহসাই এক মন্দির হয়ে উঠলো। আর প্রতীমা যেন হয়ে উঠলো কোন এক জীবন্ত মানবী। নিষ্পাপ পূজারিনী হয়ে সে বেদীতে ঠাঁই করে নিল।



অতঃপর পুরোহিতের পর্ণ কুটিরে বাজে কাসর ঘন্টা, বাজে ঢাক-ঢোল, জ্বলে মঙ্গলপ্রদীপ, জ্বলে সুবাসিত ধূপকাঠি। চারিদিকে বর্ণিল আলোকসজ্জা। প্রতীমার ঝলমলে রূপে পুরোহিত মুগ্ধ। সহসাই প্রতীমা বন্দনায় মেতে ওঠেন পুরোহিত। ভুলে যান সেই প্রতীমার দেহে কোন প্রাণ নেই, নেই কোন মানবিকতার অস্তিত্ব। সেই প্রতীমা নিতান্তই অক্ষম, নির্বাক, নিষ্প্রাণ- শুধুই এক মাটির প্রতীমা। পুরোহিতের পূজো-বন্দনা কিংবা মন্ত্রপাঠে সেই প্রতীমা কখনোই মানবী হয়ে ওঠেনা। মাটির তৈরী প্রতীমা কখনোই ঈশ্বরের সৃষ্টি মানবী হয়ে ওঠেনা। মাটি দিয়ে গড়া প্রতীমা আর মাটির সৃষ্টি মানবীর মধ্যে যে বিরাট ফারাক পুরোহিত তা বুঝতে পারেন। একজন প্রাণহীন আর একজন জীবন্ত। একজন তার নিজের হাতে গড়া আর একজন ঈশ্বরের সৃষ্টি। একজনের দেহে মন আছে, আবেগ আছে, অনুভূতি আছে, স্পর্শে সে চঞ্চল হয়- আরেকজন সম্পূর্ণ নিষ্প্রাণ, পাথর দেহ, মূক ও বধির- কোন কিছুতেই সে সজীব বা জীবন্ত হয়ে ওঠেনা।



পুরোহিত সন্বিত ফিরে পান। প্রতীমাকে ঘিরে তার সকল পুজো-বন্দনা, মন্ত্র-প্রার্থনা বিফলে যায়। মিথ্যে হয়ে যায় তার সকল আকুতি-মিনতি। সে ঈশ্বরের কাছে কৃপা ভিক্ষা করেন তাঁর প্রতীমায় যেন প্রাণ ফিরে আসে। অতঃপর একসময় নিথর, নির্বাক সেই প্রতীমাকে তিনি বিসর্জন দেন নদীর জলে। আবারো নতুন করে পূর্ণ মমতায় গড়ে তোলার চেষ্টা করেন আরেক প্রতীমা। অথচ মাটির প্রতীমা কখনোই জীবন্ত মানবী হয়ে ওঠেনা। পুরোহিত নিরন্তর সেই মাটির প্রতীমার মাঝেই প্রাণ খুঁজে পেতে চান আর বারংবার ঈশ্বরের কাছে কৃপা ভিক্ষা করেন। আর ঈশ্বর বরাবরের মতোই নিশ্চুপ থাকেন। পুরোহিত বুঝতে পারেননা তিনি ধর্মাত্মা হলেও প্রাণ সৃষ্টির করার কোন ক্ষমতা তাঁর নেই।

মন্তব্য ৩২ টি রেটিং +৯/-১

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ০৭ ই এপ্রিল, ২০১০ সকাল ১১:২০

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: জটিল হয়েছে কালপুরুষ দা ! ++++++++++++++++++

০৭ ই এপ্রিল, ২০১০ সকাল ১১:৩৯

কালপুরুষ বলেছেন: ধন্যবাদ কামাল ভাই।

২| ০৭ ই এপ্রিল, ২০১০ সকাল ১১:৩২

হাজারি বলেছেন: ঈশ্বরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করলেন মনে হয়......

তবে , আমি তো একজন পুরোহিতের বংশধর.......আমি জানি......
পুরোহিত , স্বর্ণ প্রতিমার চোখ ও বুক স্পর্শ করে মন্ত্র দ্বারা তাঁর প্রাণ প্রতিষ্ঠা করেন........
মৃম্ময়ী মাঝে চিম্ময় হেরে হয়ে যায় আত্মহারা (স্বামী বিবেকানন্দ)


আপনার অনুভূতি ভালো লেগেছে

০৭ ই এপ্রিল, ২০১০ সকাল ১১:৪৪

কালপুরুষ বলেছেন: নাহ্ সজল। আমি ভীষণভাবে ঈশ্বরবাদী মানুষ। ঈশ্বরের প্রতি আমার অগাধ বিশ্বাস। আমি এখানে মানুষের কাল্পনিক বিশ্বাস ও নিজের বোধকে তুলে ধরেছি মাত্র। এই জগৎ সংসারে অনেককেই রূপের প্রতি পাগল বা অন্ধ হয়ে থাকেন কিন্তু সেই রূপে যদি মানবতা না থাকে বা সেই রমণী যদি নিষ্প্রাণ প্রতীমা হয়ে ওঠে তবে জীবন কখনোই সুখের হতে পারেনা। তাই জীবন কখনো রূপসর্বস্ব নয়। শুধুই সাজানো প্রতীমা সমাজে কোন কাজে আসেনা।

শুভ কামনা রইলো।

৩| ০৭ ই এপ্রিল, ২০১০ সকাল ১১:৩৬

জুল ভার্ন বলেছেন: অসাধারন! সুন্দর মন ও মনণশীলতায় এমন সৃজনশীল লেখাতো আপনার হাতেই সম্ভব। +

০৭ ই এপ্রিল, ২০১০ সকাল ১১:৪৫

কালপুরুষ বলেছেন: ধন্যবাদ হিমু ভাই।

৪| ০৭ ই এপ্রিল, ২০১০ সকাল ১১:৪৬

অমিত চক্রবর্তী বলেছেন: খুব ভালো লাগল দাদা।।

০৭ ই এপ্রিল, ২০১০ সকাল ১১:৪৯

কালপুরুষ বলেছেন: ধন্যবাদ অমিত।

৫| ০৭ ই এপ্রিল, ২০১০ দুপুর ১২:০৩

আবদুল্লাহ আল মনসুর বলেছেন: +++

৬| ০৭ ই এপ্রিল, ২০১০ দুপুর ১২:০৯

আবু সালেহ বলেছেন:
জটিল হইছে বাদশা ভাই....

৭| ০৭ ই এপ্রিল, ২০১০ দুপুর ১২:৩৯

সকাল রয় বলেছেন:

কবি প্রতীমা ভালো লাগলো
ভালো থাকুন

০৭ ই এপ্রিল, ২০১০ বিকাল ৩:২৭

কালপুরুষ বলেছেন: ধন্যবাদ সকালবাবু।

৮| ০৭ ই এপ্রিল, ২০১০ দুপুর ২:৪৫

কিমা বলেছেন:
অসম্ভব ভালো লিখেছেন। এক কথায় অনবদ্য।
বহুদিন পরে একটা ভালো লেখা পড়লাম।
শামসুর রাহমান পরবর্তী যুগে এধরনের লেখা আর আগে আসে নি।
অনবদ্য...
অসাধারণ...
পড়তে পড়তে চোখে পানি এসে গেল।
শুধু যে প্রাসঙ্গিক-সময়উপযোগী ও কালোত্তীর্ণ লেখা তাই নয় একেবারে সমস্যার মূলে
ছুরিকাঘাত/বেত্রাঘাত/চপেটাঘাত ঠিকমতৈ দিয়াছেন..
লেখকের বক্তবের সাথে পুরোপুরি একমত।
লেখাটিকে স্টিকি করা হোক....

০৭ ই এপ্রিল, ২০১০ বিকাল ৩:২৬

কালপুরুষ বলেছেন: কিমা করতে যেয়ে ভর্তা করে ফেললেন। কি আর করা! এ যুগে এমন কাব্য সমালোচক দেশ ও জাতির জন্য গর্বের বৈকি। ব্লগ আজ আপনাকে পেয়ে ধন্য। আপনার প্রাঞ্জল সমালোচনায় সবাই ধন্য হোক।

৯| ০৭ ই এপ্রিল, ২০১০ বিকাল ৩:৩১

মিলটনরহমান বলেছেন: পাঠ করলাম। ভালো লাগলো।

০৮ ই এপ্রিল, ২০১০ রাত ১২:৪৩

কালপুরুষ বলেছেন: ধন্যবাদ কবি।

১০| ০৭ ই এপ্রিল, ২০১০ বিকাল ৪:২২

বোবাবৃক্ষ বলেছেন: +++

০৮ ই এপ্রিল, ২০১০ রাত ১২:৪৪

কালপুরুষ বলেছেন: :)

১১| ০৭ ই এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৬:০৩

ততততততততততততততত বলেছেন: ।। ভালো লাগলো ।।

১২| ০৮ ই এপ্রিল, ২০১০ রাত ১২:৫১

আলী প্রাণ বলেছেন: ভালো লাগলো আপনার অনুভূতি,

ভালো থাকবেন।

০৯ ই এপ্রিল, ২০১০ রাত ১২:২৯

কালপুরুষ বলেছেন: ধন্যবাদ।

১৩| ০৮ ই এপ্রিল, ২০১০ রাত ৮:৩৮

অরুদ্ধ সকাল বলেছেন:

এটা একটা আন্যরকম রচণা

০৯ ই এপ্রিল, ২০১০ রাত ১২:২৯

কালপুরুষ বলেছেন: :)

১৪| ০৯ ই এপ্রিল, ২০১০ রাত ১২:০০

সুরঞ্জনা বলেছেন: মানস প্রতিমা ভাসিয়া বেড়ায় আকাশে বাতাসে......।

অনেক সুন্দর হয়েছে দাদা। +++++

০৯ ই এপ্রিল, ২০১০ রাত ১২:৩০

কালপুরুষ বলেছেন: ধন্যবাদ সুরঞ্জনা।

শুভ কামনা রইলো।

১৫| ০৯ ই এপ্রিল, ২০১০ রাত ১২:১২

ফারা তন্বী বলেছেন: উফফফফফফ! জোস দাদা। পড়তে পড়তে নিজেকে প্রতীমা ভাবতে ইচ্চে করছিল!

০৯ ই এপ্রিল, ২০১০ রাত ১২:৩০

কালপুরুষ বলেছেন: তাই নাকি রে!! :):)

১৬| ০৯ ই এপ্রিল, ২০১০ বিকাল ৫:১১

বড় বিলাই বলেছেন: +++++

০৯ ই এপ্রিল, ২০১০ রাত ১১:৩২

কালপুরুষ বলেছেন: :):):)

১৭| ১০ ই এপ্রিল, ২০১০ দুপুর ২:০৫

সমুদ্র কন্যা বলেছেন: খুব সুন্দর দাদা। অনেক অন্যরকম।

১০ ই এপ্রিল, ২০১০ রাত ১১:২২

কালপুরুষ বলেছেন: :)

১৮| ১২ ই এপ্রিল, ২০১০ রাত ১:৫৯

শ।মসীর বলেছেন: প্রতীমা নয় মানবীই আরাধ্য.....।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.