নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কবি নই,সাহিত্যিক ও নই তারপরও লিখি,কারন লেখাটা আমার নেশা,পথশিশুদের জন্য মনটা খুব কাঁদে যখন সময় পায় তাঁদের সাথে বসে আড্ডা দিই,খুব ভালো লাগে।তাদের জন্য যদি কিছু করতে পারতাম! তাদের নিয়ে একটু বেশি লিখি,কারন তারা আমার অন্তর আত্না।

কালসৃষ্টি

আমি উন্মাদ,আমি পাগল,ভবঘুরে আমি ছন্নছাড়া দের দলে। কখনো হয়ে যায় আমি রাস্তার ছেলে পথশিশুদের পাগলা বন্ধু,তখন আমিও তাদের মতো খাবার কুড়িয়ে খায়। আমি শুয়েছি তাদের সাথে ধুলোমাখা রাস্তায়।আমি দেখেছি, তারা কিভাবে অন্ধকারে হারায়। তারপরও আমি তাদের নিয়ে বাঁচতে চায়,তাদের বাঁচিয়ে রাখতে চায়।আমি তাদের হাতে তুলে দেব অস্ত্র, বলবো তাদের মার তোরা মন্ত্রী আমলা দুর্নীতিবাজ, যারা রক্ত চুষে খাচ্ছে সবার। তারপর আমি সহ মরবো সবাই রেখে যাবো এমন একটি দেশ যে দেশে থাকবেনা দুর্নীতি হবে সোনার বাংলাদেশ।।

কালসৃষ্টি › বিস্তারিত পোস্টঃ

এটাই জীবন (১ম পর্ব)

১৫ ই জুলাই, ২০১৯ রাত ২:২৪


বাবা রিটায়ার্ড করলো,তখন শোভন সবেমাত্র এসএসসি দিয়েছে, শোভনের বাবা পেনশনের টাকা এককালীন নিয়ে নিল।টাকার কিছু বাড়ির কাজে খরচ করে বাকিটা দিয়ে একটা ছোট মুদির দোকান দিলো। একটা কথা বলা হয়নি,শোভনের বাবার আরেকটা ফ্যামিলি ছিল ওখানে চার ভাই ও এক বোন ছিল, বোনটা বিয়ে হয়েছে আর সবার বড় ভাইটা একটা প্রাইভেট ফার্মে চাকুরী করা অবস্থায় টাকা চুরি করে কোথায় যেন চলে যায়,তাকে আর খুঁজে পাওয়া যায়নি,অন্য তিন ভাইয়ের চরিত্র তেমন ভালো ছিলোনা।শোভনরা ছিল দু ভাই এক বোন,সবাই পড়ালেখা করতো।শোভনের বাবা দোকান করতো ঠিক কিন্তু ব্যবসার টাকা বেশিরভাগ ঐ ভাইদের পকেটে চলে যেত সুতরাং ব্যবসা বেশিদূর এগুলোনা।জীবনের শেষ সম্বল পেনশনের টাকাটা হারিয়ে শোভনের বাবা প্রায় পাগলের মতো হয়ে গেলো। শুরু হলো শোভনের জীবনযুদ্ধ। মা গার্মেন্টসে চাকুরী নিল,শোভন একজন পরিচিতর মাধ্যমে ছোট মালবাহী জাহাজে খালাসীর চাকুরী নিলো।ছোট ভাই শয়ন আর বোন পূর্ণিমা পড়ালেখা চলছে।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুলাই, ২০১৯ সকাল ৮:৫৮

রাজীব নুর বলেছেন: বাস্তব জীবন এ রকমই।

১৫ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:০৪

কালসৃষ্টি বলেছেন: শুভকামনা দাদা

২| ১৫ ই জুলাই, ২০১৯ দুপুর ২:০৪

তারেক_মাহমুদ বলেছেন: চেষ্টা করে যান আরও ভাল হবে।

১৫ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:০৫

কালসৃষ্টি বলেছেন: অসংখ্য ধন্যবাদ, শুভকামনা রইলো

৩| ১৫ ই জুলাই, ২০১৯ দুপুর ২:১২

মাহমুদুর রহমান সুজন বলেছেন: এমন করেই সাহিত্য হয়। এই গল্পটিই যদি আরো বড় করে বলতে চান তখন গল্প হয়ে যাবে।

১৫ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:০৬

কালসৃষ্টি বলেছেন: আরো হবে দাদা,,শুভকামনা রইলো

৪| ১৫ ই জুলাই, ২০১৯ বিকাল ৪:০৮

আপেক্ষিক মানুষ বলেছেন: জীবন কোথায় থেকে কোথায় যায়!

প্যারা করে লিখলে সুন্দর লাগবে।

১৫ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:১০

কালসৃষ্টি বলেছেন: ধন্যবাদ দাদা,,প্রথমতো কিভাবে লিখবো বুঝতে পারিনি,, শুভকামনা রইলো।

৫| ১৫ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:০৬

আর্কিওপটেরিক্স বলেছেন: লিখতে থাকুন

১৫ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:১১

কালসৃষ্টি বলেছেন: শুভকামনা দাদাভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.