নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কবি নই,সাহিত্যিক ও নই তারপরও লিখি,কারন লেখাটা আমার নেশা,পথশিশুদের জন্য মনটা খুব কাঁদে যখন সময় পায় তাঁদের সাথে বসে আড্ডা দিই,খুব ভালো লাগে।তাদের জন্য যদি কিছু করতে পারতাম! তাদের নিয়ে একটু বেশি লিখি,কারন তারা আমার অন্তর আত্না।

কালসৃষ্টি

আমি উন্মাদ,আমি পাগল,ভবঘুরে আমি ছন্নছাড়া দের দলে। কখনো হয়ে যায় আমি রাস্তার ছেলে পথশিশুদের পাগলা বন্ধু,তখন আমিও তাদের মতো খাবার কুড়িয়ে খায়। আমি শুয়েছি তাদের সাথে ধুলোমাখা রাস্তায়।আমি দেখেছি, তারা কিভাবে অন্ধকারে হারায়। তারপরও আমি তাদের নিয়ে বাঁচতে চায়,তাদের বাঁচিয়ে রাখতে চায়।আমি তাদের হাতে তুলে দেব অস্ত্র, বলবো তাদের মার তোরা মন্ত্রী আমলা দুর্নীতিবাজ, যারা রক্ত চুষে খাচ্ছে সবার। তারপর আমি সহ মরবো সবাই রেখে যাবো এমন একটি দেশ যে দেশে থাকবেনা দুর্নীতি হবে সোনার বাংলাদেশ।।

কালসৃষ্টি › বিস্তারিত পোস্টঃ

এটাই জীবন (২য় পর্ব)

১৬ ই জুলাই, ২০১৯ রাত ১:৩৩


ভালোই চলছিল শোভনের চাকরি, তিনহাজার টাকা বেতন,জাহাজ নোঙ্গরে আসলে মা-বাবা,ভাই-বোনের চেহারা দেখতে পেতো।
মাঝেমাঝে রাতে খুব খারাপ লাগতো
বাবার কথা খুব বেশি মনে পড়তো, তখন জাহাজের টপব্রিজে উঠে গলা ছেড়ে গান গাইতো শোভন।
মুজিব পরদেশী, লতা মঙ্গেশকর,মান্না দে,কিশোর কুমার এঁদের গান আর রবীন্দ্র সংগীত খুব পছন্দ করতো সে।
জাহাজ মাল খালাস করে ঢাকা থেকে রওনা দিল,রাত তখন এগারো টা।
আসার পথে হঠাৎ ইঞ্জিন বন্ধ,, চিন্তায় পরে গেলো সবাই,শোভনের মনে ভয় কাজ করছিল কারণ সেতো নতুন।
পরে জাহাজের সিগনাল বাতির মাধ্যমে আরেকটা বড় জাহাজের সাহায্যে জাহাজ চট্টগ্রাম ফিরে এলো।
তখন শোভনের মনে হলো,সে নতুন জীবন ফিরে পেয়েছে।
তাড়াতাড়ি জাহাজের আলাদ(মোটা দড়ি)বেঁধে সুপারভাইজার থেকে ছুটি নিয়ে বাসায় চলে এলো।
এসে বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো।ঠিক ঐ সময় শোভনের মাও গার্মেন্টস থেকে ফিরলো।
সবার কান্না দেখে শোভনের মাও কাঁদলো।
পরে সব শুনে শোভনকে আর জাহাজে যেতে দেওয়া হলোনা।
পরদিন সকালে মা যথারীতি গার্মেন্টসে চলে গেলো।বাবা নাস্তা করে খাঠে বসে চিন্তিত।
ছোট ভাই-বোন স্কুলে যাওয়ার জন্য তৈরি হচ্ছে, তাদের দিকে তাকিয়ে শোভনও চিন্তায় পড়ে গেলো,এখন কি করবে সে? হঠাৎ বাবা ও জিগ্যেস করে বসলো শোভন এখন কি করবি বাবা? ভাই-বোন ও শোভনের দিকে তাকিয়ে রইলো।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুলাই, ২০১৯ বিকাল ৪:৩৬

রাজীব নুর বলেছেন: দরিদ্র পরিবারের গল্প।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.