নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটি সোনালী সফল সুখী বাংলাদেশের প্রত্যাশায়।

বাধা পেলেই সৃষ্টি হয় গণজোয়ার।

কামাল_কক্সবাজার

থাকি কক্সবাজারে। সবাইকে স্বাগতম আমার এখনকার শহরে।

কামাল_কক্সবাজার › বিস্তারিত পোস্টঃ

টাক্কু এতদিনে বুঝলা.....X(( X(( X((

০৯ ই জানুয়ারি, ২০১১ রাত ৮:৪৭





পুঁজিবাজারের দরপতনের জন্য ইউনিপে টুকে দায়ী করলেন অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী বলেন, ‘আমরা শেয়ারবাজারের কারসাজির সঙ্গে দায়ী কাউকে ছেড়ে দেব না। ইউনিপেটু ইউ মানুষকে এক সপ্তাহে দ্বিগুণ লাভ দেওয়ার লোভ দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ নিয়ে যাচ্ছে। আমরা তাদেরকেও ধরব।’ তিনি অভিযোগ করে বলেন, ‘ইউনিপে টু ইউ শেয়ার বাজারে বসে অল্প সময়ে অর্থ দ্বিগুণ করে দেওয়ার লোভ দেখিয়ে বিনিয়োগকারীদের টাকা তাদের কাছে নিয়ে যাচ্ছে। চট্টগ্রাম স্টক একচেঞ্জে বসে তারা এ কাজ করছে বলে প্রমাণ আছে। আমরা তাদেরকে ধরব।’



কিন্তু এখন এসব বলে আর কি হবে? টাকা যা যাবার তাতো চলে গেছে। এখন বরনহ দুপক্ষই ক্ষতিগ্রস্ত হবে। অথচ এই ইউনিপে সহ আড়ো তিনটি মলম ব্যবসা নিয়ে ব্লগে কম লেখা হয়নি।

সামান্য ব্লগার হয়ে পুচকে পোলাপাইন এ ব্যাপারে আগেই শংকা জানালো আর তুমি ডিজিটাল মন্ত্রী হইয়াও বুঝলানা। সব ভানুমতির খেল। নাকি তোমার পকেটেও কিছু পড়েছে!!!

মন্তব্য ১৪ টি রেটিং +১৭/-১

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই জানুয়ারি, ২০১১ রাত ৮:৫২

উ লে লে...ছোতো বাবুতা বলেছেন: ভাই,দারুণ বলসেন

০৯ ই জানুয়ারি, ২০১১ রাত ৯:০৫

কামাল_কক্সবাজার বলেছেন: এ দেশের মন্ত্রীগুলা মনে হয় পাওয়ার বিহীন চশমা পড়ে। আবাল দিপু দেখেনা বিএসএফ এর কিলিং আর মাল দেখেনা ইউনিপে ভিসারেব।

২| ০৯ ই জানুয়ারি, ২০১১ রাত ৮:৫৫

নাজমুল নয়ন বলেছেন: এরা সব কিছুই জানে,
সবগুলারে পথে নামাইয়া এখন সাধু সাজে
ঘটনা যখন ঘটে তখন টিনের চশমা পড়ে থাকে
আর ঘটনা ঘটার পড়ে লোক দেখানো কথা X(

এই দেশে জন্মইয়া পূর্ব পুরুষের পাপের প্রায়শ্চিত্য করতেছি

৩| ০৯ ই জানুয়ারি, ২০১১ রাত ৯:০২

বাংলার আগন্তুক বলেছেন: ল পিলাচ....................... টিইস্যা

০৯ ই জানুয়ারি, ২০১১ রাত ৯:১৯

কামাল_কক্সবাজার বলেছেন: লইলাম

৪| ০৯ ই জানুয়ারি, ২০১১ রাত ৯:০৩

জলকমল বলেছেন: শালা আবুল মাল.......

০৯ ই জানুয়ারি, ২০১১ রাত ৯:০৬

কামাল_কক্সবাজার বলেছেন: আপারাও দেখি আগাইয়া আসছে....:)

মাল এবার টাকলু বাঁচাও কিভাবে দেখুম!!! X(( X(( X((

৫| ০৯ ই জানুয়ারি, ২০১১ রাত ৯:১৮

প্রলাপ বলেছেন: ইউনিপে কি জোড় করে কাউকে শেয়ার মার্কেটে আসতে বাধ্য করছে? একসপ্তাহে দ্বিগুন লাভ তো চোরাকারবারি করলেও হয় না। পাব্লিক নিজের লোভে ধরা খায়..... সরকারের দোষ দেয়।

০৯ ই জানুয়ারি, ২০১১ রাত ৯:২১

কামাল_কক্সবাজার বলেছেন: তার মানে কি অবৈধ ইউনিপে আপনার কাছে বৈধ?

৬| ০৯ ই জানুয়ারি, ২০১১ রাত ৯:২৩

বিবেকহীন মানুষ বলেছেন: প্রলাপ বলেছেন: ইউনিপে কি জোড় করে কাউকে শেয়ার মার্কেটে আসতে বাধ্য করছে? একসপ্তাহে দ্বিগুন লাভ তো চোরাকারবারি করলেও হয় না। পাব্লিক নিজের লোভে ধরা খায়..... সরকারের দোষ দেয়।

সহমত...এত্ত লোভ ক্যান? কাজ না করে টাকা কামানোর এত ইচ্ছা কেন?

৭| ০৯ ই জানুয়ারি, ২০১১ রাত ৯:৪০

প্রলাপ বলেছেন: লেখক বলেছেন: তার মানে কি অবৈধ ইউনিপে আপনার কাছে বৈধ?

না, ইউনিপে প্রতারণা কইরা শাস্তিযোগ্য অপরাধ করছে। আর যেই লোকগুলা উইনিপের আসল বিজনেস কি তার খোঁজখবর না নিয়া বেশি লাভের আশায় টাকা দিছে তাদেরকে কি বলবেন? কোন সৎ ব্যবসায় এক সপ্তাহে দ্বিগুন লাভ হতে পারে না। এটা জানার পরও পাব্লিক অসৎ ব্যবসা করার জন্য উইনিপে কে টাকা দিসে ক্যান? বাটপারতো এরাও কম না।

০৯ ই জানুয়ারি, ২০১১ রাত ৯:৪৫

কামাল_কক্সবাজার বলেছেন: সরি ভুল বুঝেছিলাম। তাহলে এবার তাদের ধরা খাবার পালা। কি বলেন?

৮| ১০ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১:৫৯

সপ্তডিঙা বলেছেন: এই টাকলা ব্যাটা তলে তলে মজা পাজি...আর কারসাজির অন্যতম হোতা!! X( X(

৯| ১০ ই জানুয়ারি, ২০১১ দুপুর ২:১২

আকাশের তারাগুলি বলেছেন:
চুরি ডাকাতি করলেও বিনা বিনিয়োগে টেকা কামানো যায়।
টেকা দেখলেই একশ্রেনীর মানুষের জিহবা ১১ হাত হয়ে যায়, বাছবিচার করেনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.