![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখালেখির জগতে প্রবেশ করেছি ১৯৯৭ সালে। লিখছি কোনো ধরনের সুনির্দিষ্ট পরিকল্পনা ছাড়াই। এ পর্যন্ত ছোটদের উপযোগী লেখাই বেশি লিখেছি। প্রকাশিত গ্রন্থের সংখ্যা ১৬টি। জাতীয় দৈনিকগুলোর ছোটোদের পাতায় একসময় নিয়মিত লিখতাম। এখনও মাঝে মাঝে হাজিরা দেওয়ার চেষ্টা করি। অনলাইন নিউজ পোর্টাল ‘সোনার সিলেট ডটকম’-এর সম্পাদকের দায়িত্বে আছি। পাপড়ি প্রকাশ-এর স্বত্ত্বাধিকারী।
একজন ক্রেতা দোকান থেকে ৩৫০ টাকার বাজার করে ১০০০ টাকার নোট দিলেন। দোকানির কাছে ভাঙতি ছিল না তাই তিনি পাশের দোকান থেকে ভাঙতি এনে উক্ত ক্রেতাকে ৬৫০ টাকা ফেরত দিলেন। কিছুক্ষণ পর পাশের দোকানি এসে বলল যে, আপনার ১০০০ টাকার নোটখানি জাল ছিল, এই নেন, আমার ১০০০টাকা ফেরত দেন। তখন ১ম দোকানি ২য় দোকানিকে ১০০০ টাকা ফেরত দিলেন।
প্রশ্ন হলো ১ম দোকানি সর্বমোট কত টাকা গচ্ছা দিলেন?
০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৯
এম.কামরুল আলম বলেছেন: কেমনে হলো?__ভাল করে ভেবে বলুন?
২| ০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৬
মাহামুদ রোমেল বলেছেন: ১০০০টাকা
৩| ০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৯
প্রদীপ হালদার বলেছেন: ১৬৫০ টাকা গচ্ছা দিলেন।
০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৯
এম.কামরুল আলম বলেছেন: কেমনে হলো?__ভাল করে ভেবে বলুন?
৪| ০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:১০
মারুফ মুকতাদীর বলেছেন: ১৬৫০টাকা
৫| ০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:১১
প্রদীপ হালদার বলেছেন: ১৬৫০টাকা নগদে এবং ৩৫০ টাকার জিনিস গচ্ছা দিলেন।
০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৬
এম.কামরুল আলম বলেছেন: জটিল করে ফেলছেন যে!
৬| ০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৯
মাহামুদ রোমেল বলেছেন: আরে ভাই, দোকানদার থেকে যে টাকাটা ভাংতি আনছে সেটা দোকানদারকে ফেরত দিছে। লস দিছে ৩৫০টাকার পন্য ৬৫০টাকা নগদ । মোট ১০০০টাকা।
০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫২
এম.কামরুল আলম বলেছেন: ৩৫০ টাকার পণ্য বিক্রি করেছে, ক্যাশ রেখেছে ৩৫০।
৭| ০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৯
গ্রাম্যবালিকা বলেছেন: ৬৫০ টাকা ক্রেতাকে
১০০০ টাকা পাশের দোকানীকে
আর ৩৫০ টাকার জিনিস।
মোট ২০০০ টাকা।
০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৩
এম.কামরুল আলম বলেছেন: এত দ্রুত ভুলে গেলেন, পাশের দোকান থেকে ভাঙতি আনার পর ৩৫০ টাকা তো তার কাছেও রেখেছিল!
৮| ০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:২১
হোসেন মনসুর বলেছেন: ১৬৫০টাকা
৯| ০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৫
নতুন বলেছেন: ৬৫০+ ( ৩৫০ টাকার পন্যের ক্রয় মুল্য) = পুরাই লস
১০| ০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৫
মরু বালক বলেছেন: ২০০০
১১| ০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৬
হোসেন মনসুর বলেছেন: লস দিছে ৩৫০টাকার পন্য ৬৫০টাকা নগদ । মোট ১০০০টাকা।
১২| ০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৮
মরু বালক বলেছেন: জাল টাকাটা দোকানির কাছে,
আর ভালো ভালো ১০০০ টাকা পাশের জনকে।
৬৫০ টাকা ক্রেতা কে
৩৫০ টাকার জিনিস !!!
.....
কেম্নে মেনে নেবে ????
১৩| ০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪২
আল মামুনুর রশিদ বলেছেন: chalaite
parle kiser loss. chire fele nai to. amar kase na porlei hoi
০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৪
এম.কামরুল আলম বলেছেন: সঠিক উত্তরের কাছাকাছি আছেন মনে হচ্ছে!
১৪| ০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:০২
আল মামুনুর রশিদ বলেছেন: apni dhora khan nai to
১৫| ০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:০৪
অভ্রনীল লুছিফার বলেছেন: ১০০০ টাকা গচ্ছা দিলেন । (মাল বাবত ৩৫০ টাকা আর ক্যাশ ৬৫০ টাকা) ।
১৬| ০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:৩৬
মাক্স বলেছেন: আপনি কি বেছে বেছে মন্তব্যের জবাব দিচ্ছেন?
ব্যাড ভেরি ব্যাড।
১৭| ০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:৫৮
ইন২বাংলা বলেছেন: গচ্ছা দিলেন নগদে ১০০০ টাকা + ৩৫০ টাকায় যে পন্যটি বিক্রয় করা হয়েছে সে পন্যটি (তার ক্রয় মূল্য)।
১৮| ০৫ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:০৩
ইন২বাংলা বলেছেন: সংশোধনঃ গচ্ছা দিলেন নগদে ৬৫০ টাকা + ৩৫০ টাকায় যে পন্যটি বিক্রয় করা হয়েছে সে পন্যটি (তার ক্রয় মূল্য)।
১৯| ০৫ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৫৪
সবুজ-ভাই বলেছেন: ১০০০ টাকার বিনিময়ে ১০০০ টাকা পেয়েছে লস হয়েছে মনে হয় না।
২০| ০৫ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৫:১০
*কুনোব্যাঙ* বলেছেন: ২০০০/=
২১| ০৫ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৫:৩২
আট আনা বলেছেন: ১৩৫০
২২| ০৫ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৫:৩৩
আট আনা বলেছেন: না স্যরি, ১০০০ টাকা
২৩| ০৫ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৫:৫৯
বাদশা নামদার বলেছেন: ২০০০
২৪| ০৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৫৯
mahee বলেছেন: 350tk(mal)+650tk+1000tk=2000tk
২৫| ০৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:২২
ওবায়েদুল আকবর বলেছেন: বস ১৩৫০ টাকা। তাড়াতাড়ি সঠিক উত্তর বলে দিয়ে গ্যান্জাম সলভ করেন।
২৬| ০৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:০৫
শের শায়রী বলেছেন: এইডা কি পাটি গনিত বস? তয় কিন্ত পারুম না আগেই কইয়া দিলাম। তারাতারি উত্তর কন
২৭| ০৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:০৮
মাথানষ্ট০০৭ বলেছেন: ১০০০
২৮| ০৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:০৯
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
এটা নিয়ে অনেক আগেই কথা হয়েছে। ১০০০ টাকা।
২৯| ০৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৯
গোবর গণেশ বলেছেন: পন্যের মূল্য ৩৫০টাকা তো আগেই রেখে দিয়ে ক্রেতাকে ৬৫০টাকা ফেরত দিয়েছেন (সেটাও তার ক্যাশ থেকে নয়, পাশের দোকান থেকে এনে)। শুধু মাত্র পাশের দোকানদারকে যে পরবর্তীতে ১০০০ টাকা ফেরত দিলেন সেটাই লস (যদি সত্যিই ১০০০ টাকা জাল হয়/চালানো না যায়)
৩০| ০৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৮
মাথানষ্ট০০৭ বলেছেন: কোনো লস নাই। ১০০০ টাকার জাল নোট তো চালাইয়া দিছে অলরেডি আরেক দোকানে। পরে যদিও ওরে ধরবে।
৩১| ০৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৫২
*কুনোব্যাঙ* বলেছেন: ১০০০ টাকাই তো হয় দেখা যায় দ্বিতীয় দোকানী এক হাজার দিয়ে আবার এক হাজার ফেরত নিয়েছে, তার মানে দ্বিতীয় দোকানী হিসাবের বাইরে। বেচারা প্রথম দোকানী জাল যে এক হাজার টাকা পেল সেটাই আসল লস।
৩২| ০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৭
প্রদীপ হালদার বলেছেন: কোন গচ্ছা দিতে হয় নি।
৩৩| ০৪ ঠা মে, ২০১৪ রাত ১০:৫৬
আরহাসান বলেছেন: ১৩৫০ টাকা
©somewhere in net ltd.
১|
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৭
উৎস১৯৮৯ বলেছেন: 2000 tk.