![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন শারিরীক প্রতিবন্ধী। একজন শারিরীক প্রতিবন্ধী হওয়া সত্বেও আমি স্বফলভাবে স্বক্ষমতার সাথে সমাজে বসবাস করছি। আমি একটি প্রতিব্ন্ধী বন্ধব পৃথিবী চাই।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকে চাকরি হবার ব্যাপারে আমি খুব আশাবাদী ছিলাম। কিন্তু প্রতিবন্ধী কোটায় আবেদন করে লিখিত পরীক্ষায় পাশ করার পরেও আমার চাকরি হলো না। প্রতিবন্ধিতার কারণেই কি আমার চাকিরটা হল না? কারণ বরিশাল জেলা থেকে আমিই একমাত্র প্রতিবন্ধী কোটায় আবেদনকারী ছিলাম।
©somewhere in net ltd.
১|
১০ ই জুন, ২০১৩ রাত ১০:৫৪
পাগলামামা বলেছেন: যদি শুধুমাত্র প্রতিবন্ধিতার কারণেই আপনার চাকরিটা না হয়, তবে তা সত্যিই দুঃথজনক। জানি না সত্যিটা কী? তবে আপনি একটু খোঁজ নিয়ে দেখতে পারেন। যদি এটিই একমাত্র কারণ হয়, তবে সুবিচারের জন্য আইনের সাহায্য নিন।