![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন শারিরীক প্রতিবন্ধী। একজন শারিরীক প্রতিবন্ধী হওয়া সত্বেও আমি স্বফলভাবে স্বক্ষমতার সাথে সমাজে বসবাস করছি। আমি একটি প্রতিব্ন্ধী বন্ধব পৃথিবী চাই।
পিছিয়ে পড়া জনগোষ্ঠির মধ্যে বিশাল অংশ জুড়ে রয়েছে প্রতিবন্ধী জনসমাজ। বর্তমান সরকার হচ্ছে এই প্রতিবন্ধী সমাজের প্রধান অভিভাবক। কারণ এই সরকারের আমলেই প্রতিবন্ধী জনগোষ্ঠি তাদের সামাজিক মর্যাদা পেয়ে আসছে। শশিশশিক্ষা ও কর্মসংস্থানে এখন আর প্রতিবন্ধী ব্যাক্তিরা পিছিয়ে নেই। সরকারি চাকরিতে এখন প্রতিবন্ধীদের কোটায় অনেক যোগ্যতা সম্পন্ন দক্ষ প্রতিবন্ধীদের নিয়োগ দেয়া হচ্ছে। তার বাস্তব উদাহরণ আমি নিজেই। ২০১০ সালের প্রাথমিক বিদ্যালয়ে যে বড় নিয়োগ হয় তাতে আমিও প্রতিবন্ধী কোটায় সহকারি শিক্ষক পদে নিয়োগ প্রাপ্ত হই। আমার মত যারা প্রতিবন্ধী কোটায় নিয়োগ পেয়েছে আমরা সবাই মানুষ গড়ার কারিগরে কারো থেকে পিছিয়ে নেই। আমি ২০১১ সালে পটুয়াখালী পিটিআই থেকে সি-ইন-এড প্রশিক্ষণে অংশ নিয়ে প্রথম বিভাগে উত্তির্ণ হয়েছি। সফলতার সাথে বিষয় ভিত্তিক প্রশিক্ষণেও অংশ নিয়েছি। এখন নিজেকে একজন ডিজিটাল কন্টেন্ট নির্মাতা ভাবতেও দ্বিধাবোধ করছি না। কারণ আমার ইউনিয়ন থেকে দুই জন আইসিটি-ইন-এডুকেশণের উপর প্রশিক্ষণ পয়েছে। তার মধ্যে আমিও একজন। সুতরাং সরকার আমাদেরকে নিয়োগ দিয়ে যে ভুল করেনি তার প্রমাণ আমরা রাখতে সক্ষম হচ্ছি। পর্যাপ্ত প্রশিক্ষণের সুযোগ পেলে আমরাও কারো থেকে পিছিয়ে থাকবো না। বর্তমানে প্রাথমিক শিক্ষায় পিইডিপি-৩ প্রকল্প পরিচালিত হচ্ছে। উক্ত প্রকল্পের আওতায় বিদেশেও সহকারি শিক্ষকদের প্রশিক্ষণের জন্য পাঠানো হচ্ছে। প্রতিবন্ধী কোটায় নিয়োগ প্রাপ্ত শিক্ষদের পক্ষ থেকে আমি বিশেষ ভাবে অনুরোধ করছি আমাদেরকেও যেন উক্ত প্রশিক্ষণে সুযোগ দেয়া হয়। পরিশেষে বলতে চাই আমরা সমাজে যারা প্রতিবন্ধী হিসাবে চিহ্নিত তারা কেউই কারোর করুণার পাত্র হতে চাই না। আমরা চাই একটু ভালবাসা একটু মমতা। আপনাদের একটু ভালবাসা একটু মমতা পেলে আমরাও যে রচনা করতে পারব বিশ্বের মহাকবিদের অপারিচিত সংগীতগুলো। অন্তর মাধুরী দিয়ে দুর করতে পারব মনের সকল পুঞ্জীভূত কুয়াশা, মহাশূন্যের বুকে উড়িয়ে দেব শান্তির পায়রা। নতুন সৃষ্টির গানে হব সোচ্চার প্রতিদিন চিরদিন।
©somewhere in net ltd.