![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কানাই স্যার। বিড়াল ছানারা আমার ছাত্র/ছাত্রী। বিড়াল হলে আমার ক্লাসে থাকবেন। বিড়াল-বিড়ালীরা ছাড়া ক্লাসে থাকবেন না।G
আমাদের আশেপাশে অনেকেই বসে আছে, কিন্তু মশাগুলো কেন শুধু আপনাকে কামড়াচ্ছে । কেন আপনি একাই শুধু ওদের লক্ষ্য আপনাকে রক্তশূন্য করা! যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে যখন বললেন, তখন হয়তো আশপাশের কেউ হেসে বলে উঠল- ‘আরে, আপনার রক্ত মিষ্টি বলেই মশা খাচ্ছে ।’
কিন্তু জেনে নিন আসল কারণটা কী?
এই বিষয়ে দুবাইয়ের অ্যাস্টার মেডিক্যাল সেন্টারের ফিজিসিয়ান ড. এস রামকুমার জানালেন এর কারন সম্পর্কে । তিনি জানান, মশার ঘ্রাণশক্তি খুব প্রখর । আর তাই এরা মানুষের গায়ের গন্ধ ভালোভাবে শুঁকতে পারে । তা সে সুগন্ধ হোক অথবা দুর্গন্ধ । গন্ধ শুঁকেই শিকার পছন্দ করে মশা ।
‘মশা পশুদের চেয়ে মানুষের গায়ে হুল ফোটাতে বেশি পছন্দ করে । এর কারণ মানুষের জিন ও গায়ের গন্ধ । মানুষের ত্বকে ‘সুলকাটন’ নামে এক ধরনের ক্যামিক্যাল থাকে, যা মশাকে আকর্ষণ করে ।’ এ ছাড়া কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ ও অক্টেনল নামের এক ধরনের কেমিক্যালের কারণেও মশার আক্রমণের শিকার হয় মানুষ । রামকুমার জানান, যেসব মানুষ ঘন ঘন শ্বাস-প্রশ্বাস ছাড়ে, যাদের ত্বকে ব্যাকটেরিয়ার পরিমাণ বেশি, গর্ভবতী নারী এবং যাদের রক্তের গ্রুপ ‘ও’ তারাই মশাদের পছন্দের তালিকায় থাকে ।
এ ছাড়া যারা কড়া সুগন্ধী ব্যবহার করেন, বেশি ঘামেন এবং শরীরের তাপমাত্রা বেশি থাকে তাদেরও হুল ফোটাতে পছন্দ করে মশা । তাই বলে যদি ভেবে থাকেন মশা শুধু মানুষকেই কামড়ায়, তাহলে ভুল করবেন ।
দুবাইয়ে বন্যপ্রাণী ও চিড়িয়াখানা ব্যবস্থাপনা বিশেষজ্ঞ ড. রেজা খান গালফ নিউজকে জানান, মশা মানুষ ছাড়াও প্রাণীদেরও কামড়ে থাকে । এই যেমন- ব্যাঙ । বিশেষজ্ঞরা শুধু মশার কামড়ানোর কারণই জানাননি, মশাবাহিত রোগ থেকে বাঁচার কয়েকটি উপায়ও জানিয়েছেন । রামকুমার জানান, মশা যে জায়গায় কামড়িয়েছে তা না চুলকানোই ভালো । কারণ, একবার চুলকালে বারবার চুলকাতে ইচ্ছে করবে । এর ফলে ইনফেকশন হতে পারে ।
তিনি জানান, মশার কামড়ানোর জায়গাটি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে । যদি জায়গাটি খুব চুলকায় ও ব্যথা করে তাহলে অ্যান্টিহিস্টামিন, স্টেরয়েডস ও অ্যানালজেসিক সমৃদ্ধ কোনো ক্রিম বা লোশন ব্যবহার করুন । তিনি আরো জানান, মশার কামড়ের ফলে অনেক সময় জ্বর হতে পারে । এ ছাড়া বিভিন্ন ধরনের র্যাশও উঠতে পারে । তবে কোথাও বেড়াতে গেলে সেখানকার মশাবাহিত রোগগুলোও জেনে নেয়ার পরামর্শ দিয়েছেন তিনি ।
২| ২৫ শে মার্চ, ২০১৫ বিকাল ৫:০৫
বিলোয় বলেছেন: আপনার পোস্ট যখন পড়ছি তখন বসে বসে মশা মারছি, হাতের কাছেঅ্যান্টিহিস্টামিন, স্টেরয়েডস ও অ্যানালজেসিক সমৃদ্ধ কোনো ক্রিম বা লোশন নেই। কি বিপদ বলুন তো
তো ব্রাদার, আমাদের ত্বক থেকে সুলকাটন বের করে দিলেই আর মশা কামড়াবে না বলছেন? সত্যি সত্যি কামড়ানো বন্ধ করবে?
৩| ২৫ শে মার্চ, ২০১৫ বিকাল ৫:১১
মাসূদ রানা বলেছেন: ধন্যবাদ স্যার
©somewhere in net ltd.
১|
২৫ শে মার্চ, ২০১৫ বিকাল ৫:০৫
Uttam49 বলেছেন: ভালো লিখেছেন কানাই বাবু_
ভাবছি এতো ভাবলে আবার মশারি ছাড়া বেরুনো যাবে না যে....