নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি অদ্ভূদ এই মানুষ!!!

কানাই স্যার

আমি কানাই স্যার। বিড়াল ছানারা আমার ছাত্র/ছাত্রী। বিড়াল হলে আমার ক্লাসে থাকবেন। বিড়াল-বিড়ালীরা ছাড়া ক্লাসে থাকবেন না।G

কানাই স্যার › বিস্তারিত পোস্টঃ

ভবনের ছাদে বাগান করা বাধ্যতামূলক

০৮ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৫৪

শহরের সব বাড়ির ছাদ যদি হতো সবুজে ছাওয়া। প্রতিটি ভবনের মাথায় যদি অক্সিজেনের কারখানা থাকত, কী যে ভালো হতো। লোকালয়জুড়ে থাকত বিশুদ্ধ বাতাসের খেলা। কল্পনা না, বাস্তবেই এমন হতে যাচ্ছে পুরো ফ্রান্স। গত সপ্তাহে এজন্য একটি আইন পাস হয়েছে সে দেশে। নতুন আইনে বলা হয়েছে, শহর এলাকায় যত বাণিজ্যিক ভবন রয়েছে, সেগুলোর ছাদের কিছু অংশ ব্যবহার করতে হবে সোলার প্যানেল সংযোজন অথবা বাগান করে। যেসব ভবনে বেশি বিদ্যুৎ ব্যয় হয়, ধোঁয়া উদ্গীরণ হয়; সেগুলোর ছাদে সবুজের কারখানা তৈরি বাধ্যতামূলক করতেই এ আইন পাস করা হয়। জলবায়ু পরিবর্তন-সংক্রান্ত বৈশ্বিক সম্মেলনের এবারের আয়োজক ফ্রান্স। স্বাগতিক এ দেশ ২০২০ সালের মধ্যে জ্বালানি ও বিদ্যুৎ ব্যবহার এক-চতুর্থাংশ কমিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করেছে। সবুজ নগরায়ণের পথে এমন পদক্ষেপ কিন্তু ফ্রান্সেরই প্রথম নয়। ২০০৯ সালে ঠিক এ ধরনের এক আইন করেছে কানাডা। উত্তর আমেরিকার দেশটির আইনমতে, বাণিজ্যিক ভবন শুধু নয়, আবাসিক ভবনের ছাদেও ছোট পরিসরে বাগান থাকা বাধ্যতামূলক। পরিবেশ সুরক্ষাই নয়, ছাদের ওপর বাগান করার বেশকিছু উপকারিতা রয়েছে। এতে ভবনের ভেতরের তাপমাত্রা কম থাকে এবং শীততাপ নিয়ন্ত্রণে বিদ্যুতের ব্যবহারও হ্রাস পায়। কারণ ছাদের সবুজ এক ধরনের তাপ নিরোধক হিসেবে কাজ করে। ভারি বৃষ্টিপাতে অনেক সময় ছাদে জমে থাকা জল গড়িয়ে ভবনের ক্ষতি হয়। এতে করে দেয়াল ও বাইরের সৌন্দর্য ক্ষুণ্ন্ন হওয়ার পাশাপাশি কাঠামোটির স্থায়িত্বও কমে যায়। ছাদের বাগান এক্ষেত্রে পুরো ভবনটির স্থায়িত্বে ভূমিকা রাখে। কেননা বৃষ্টি থেকে জমে থাকা জল শুষে নেয় গাছ। এতে ছাদ থেকে অতিরিক্ত জল গড়িয়ে পড়ার সম্ভাবনা নেই বললেই চলে। উপরন্তু ছাদে বাগান থাকলে শহরের তাপমাত্রা কমার সঙ্গে সঙ্গে পরিপার্শ্ব থেকে বাড়তি তাপ এসে উষ্ণায়নের ঝুঁকিও কমে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৮ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৫৯

ঢাকাবাসী বলেছেন: ভাত দেবার ভাতার না কিলোবার গোঁসাই!

২| ০৮ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:১২

হোসেন মালিক বলেছেন: সেই টব ছাদ থেকে পরে মাথার ওপর ভাংলে সরকার কি দায় দায়িত্ব নেবে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.