![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কানাই স্যার। বিড়াল ছানারা আমার ছাত্র/ছাত্রী। বিড়াল হলে আমার ক্লাসে থাকবেন। বিড়াল-বিড়ালীরা ছাড়া ক্লাসে থাকবেন না।G
দুপুর হলেই চোখ যেন বন্ধ হয়ে আসে। একটু ঘুম না হলেই নয়। বিশেষ করে দুপুরের খাবার খাওয়ার পর তো কথাই নেই। কিন্তু অফিসে কাজের মাঝে এই ঘুম ঘুম ভাবের কারণে কাজে পূর্ণ মনযোগ দেওয়া কষ্টকর হয়ে দাঁড়ায়। কাজ তো আর থেমে থাকে না, ঠিকই চালিয়ে যেতে হয়। যারা ঘরে থাকেন তারা কিছুক্ষন চোখ বন্ধ করে শুয়ে নিলে সমস্যা নেই কিন্তু যারা অফিসে থাকেন তাদের জন্য বেশ এটা বেশ যন্ত্রণাদায়ক। চিন্তা করবেন না। এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে আপনাদের জন্য রইল কয়েকটা কার্যকরী টিপস।
দুপুরে যা করবেন?
১. অতিরিক্ত খাবার খাওয়া থেকে বিরত থাকুন। আপনার পেট যতো ভর্তি হবে আপনার ঘুম ঘুম ভাব ততোই বেশি হতে থাকবে।
২. খাওয়ার পর পানে পান করুন। দেহ যতোটা হাইড্রেট থাকবে ক্লান্তি ততো কম লাগবে। এর ফলে ঘুম ঘুম ভাব দূর হয়ে যাবে।
৩. দুপুরে কার্বোহাইড্রেট জাতীয় খাবার বেশি না খেয়ে প্রোটিন, আয়রন ধরণের খাবার বেশি খান এতে ঘুম ঘুম ভাব দূরে রাখতে পারবেন।
৪. যদি খুব ঘুম চলে আসে তাহলে খাওয়ার পর ১৫ মিনিট অপেক্ষা করে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে নিন। তারপর কাজে বসুন। এতেও ঘুম দূর হবে।
৫. কাজের ফাকে সম্ভব হলে মাত্র ১০-১৫ মিনিটের ন্যাপ অর্থাৎ অল্প একটু ঘুমিয়ে নিতে পারেন। তাহলে আর পুরোটা সময় ঘুম ঘুম লাগবে না।
৬. একঘন্টা পর পর মুখে হালকা পানির ছিঁটা দিন। দেখবেন ঘুম দূরে পালিয়ে গেছে।
২| ১৮ ই মে, ২০১৫ দুপুর ১২:২৪
সুখেন্দু বিশ্বাস বলেছেন: কিছুদিন আগে পত্রিকায় পড়েছিলাম যে দুপুরে খাওয়ার পরে ১০-১৫ মিনিটের একটি ঘুম (ভাত ঘুম) নাকি কাজের গতি বাড়ায়। আপনার লেখাটি পড়ে বেশ কিছু টিপস পেলাম।
শুভেচ্ছা নিরন্তর।
৩| ১৮ ই মে, ২০১৫ বিকাল ৪:৫৪
কানাই স্যার বলেছেন: ভাত ঘুম কাজের গতি বাড়ায় কথা সত্যি ১০০ কিন্তু অফিসে কি ভাত ঘুম চলে ভাই??
৪| ১৮ ই মে, ২০১৫ বিকাল ৫:৪৩
মুখ ও মুখোস বলেছেন: @মাসুদ রানাঃ ব্যাডায় অন্য ধর্মের হইলে কি করবো??
৫| ১৮ ই মে, ২০১৫ বিকাল ৫:৪৪
মুখ ও মুখোস বলেছেন: কানাই ভাই যেখানে মাথা ঢূকাইছেন, সেখানে মাথা ঢুকাইলে কানা তো হইবেনই
©somewhere in net ltd.
১|
১৮ ই মে, ২০১৫ সকাল ১১:৫০
মাসূদ রানা বলেছেন: এতো কিসু করা লাগে কেন ? নিচের সিম্পল টিপসটা চেষ্টা করেন, ঝিমানি ভাব থাকলে সেটাও চলে যাবে -
জোহরের নামাজের ২০ মিনিট পূর্বে দুপুরের খাবার খান ..... অত:পর ২০ মিনিট রেস্ট নিয়ে নামাজটা পড়ে ফেলেন ........ নামাজ পড়ে কাজে নেমে পরেন ।