নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি অদ্ভূদ এই মানুষ!!!

কানাই স্যার

আমি কানাই স্যার। বিড়াল ছানারা আমার ছাত্র/ছাত্রী। বিড়াল হলে আমার ক্লাসে থাকবেন। বিড়াল-বিড়ালীরা ছাড়া ক্লাসে থাকবেন না।G

কানাই স্যার › বিস্তারিত পোস্টঃ

ফরমালিনমুক্ত আম চিনবেন কী করে??

২৬ শে মে, ২০১৫ সকাল ১১:০৯

আম, কাঠালসহ অন্যান্য মৌসুমি ফলের মৌসুম এখন। মধুমাসে রসালো ফলের ঘ্রাণে ম ম করছে চারপাশ। খাবেন কি? কিছু অসৎ মানুষের কারণে নষ্ট হয়ে যাচ্ছে এসব ফলমূলের প্রাকৃতিক স্বাদ ও ঘ্রাণ। ফলের সঙ্গে ফরমালিন মেশানোর কারণে সেসব খেয়ে মারাত্মক স্বাস্থ্যঝুঁকির মধ্যে পড়ছেন সাধারণ ক্রেতারা। তাই ফল কেনার আগে পরীক্ষা করে নিতে হবে তা ফরমালিনমুক্ত কিনা। এমনিতে কিভাবে চিনবেন ফরমালিন মুক্ত মৌসুমী আম?
১. প্রথমেই লক্ষ্য করুন যে আমের গায়ে মাছি বসছে কিনা। কেননা ফরমালিনযুক্ত আমে মাছি বসবে না।
২. আম গাছে থাকা অবস্থায় বা গাছপাকা আম হলে লক্ষ্য করে দেখবেন যে আমের শরীরে এক রকম সাদাটে ভাব থাকে। কিন্তু ফরমালিন বা অন্য রাসায়নিকে চুবানো আম হবে ঝকঝকে সুন্দর।
৩. কারবাইড বা অন্য কিছু দিয়ে পাকানো আমের শরীর হয় মোলায়েম ও দাগহীন। কেননা আমগুলো কাঁচা অবস্থাতেই পেড়ে ওষুধ দিয়ে পাকানো হয়।গাছপাকা আমের ত্বকে দাগ পড়বেই।
৪. গাছপাকা আমের ত্বকের রঙে ভিন্নতা থাকবে। গোঁড়ার দিকে গাঢ় রঙ হবে, সেটাই স্বাভাবিক। কারবাইড দেয়া আমের আগাগোড়া হলদেটে হয়ে যায়। কখনো কখনো বেশি দেয়া হলে সাদাটেও হয়ে যায়।
৫. হিমসাগর ছাড়াও আরো নানান জাতের আম আছে যেগুলো পাকলেও সবুজ থাকে, কিন্তু অত্যন্ত মিষ্টি হয়। গাছপাকা হলে এইসব আমের ত্বকে দাগ পড়ে। ওষুধ দিয়ে পাকানো হলে আমের শরীর হয় মসৃণ ও সুন্দর।
৬. আম নাকের কাছে নিয়ে ভালো করে শুঁকে কিনুন। গাছপাকা আম হলে অবশ্যই বোটার কাছে ঘ্রাণ থাকবে। ওষুধ দেয়া আম হলে কোনো গন্ধ থাকবে না, কিংবা বিচ্ছিরি বাজে গন্ধ থাকবে।
৭. আম মুখে দেয়ার পর যদি দেখেন যে কোনো সৌরভ নেই, কিংবা আমে টক/ মিষ্টি কোনো স্বাদই নেই, বুঝবেন যে আমে কেমিকেল দেয়া।
৮. আম কেনার পর কিছুক্ষণ রেখে দিন। এমন কোথাও রাখুন যেখানে বাতাস চলাচল করে না। গাছপাকা আম হলে গন্ধ ছড়াবে চারপাশ। ওষুধ দেয়া আমে এই মিষ্টি গন্ধ হবেই না।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৬ শে মে, ২০১৫ সকাল ১১:১৮

টি এম মাজাহর বলেছেন: লাভ নাই, কোন লাভ নাই। ব্যবসায়ীরাও আমাদের মতো ব্লগ পড়ে, ফেসবুকও পড়ে। ফরমালিন আমের গায়ে মধু মিশিয়ে দেয় আর মাছি/ মৌমাছি টাইনা নিয়ে আসে। আর গন্ধের ব্যাপার! ফরমালিন দেয়া আমের গন্ধ আরও বেশী সুন্দর করে দেয়(কীভাবে করে, জানিনা)। বেশীরভাগ দোকানেই চারপাচটা পচা আম মডেল হিসেবে রেখে দেখায়- দেখেন ভাই, আম পচতাছে!

২| ২৬ শে মে, ২০১৫ দুপুর ১২:২২

পথিক মুরাদ বলেছেন: ফরমালীন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কিন্তু কতটা ক্ষতিকর, আজ পর্যন্ত কেউকি ফরমালিনের কারনে ভীষণ ভাবে স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছেন? নিয়মিত পত্রিকা পড়েও এরকম কোন উদাহরণ চোখে পড়েনি। কিন্তু গরীব ব্যবসায়ীর পণ্য ধ্বংস করার খবর প্রতিনিয়ত পড়ি। জানিনা আর কোন দেশে ফরমালিনের এই আতংক আছে কিনা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.