![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজেকে বিশেষায়িত করার জন্য লিখতে চাই। সুতরাং আমার এই মুহূর্তেরর পরিচয় আমি একজন ছাত্র। এ জন্যই বলছি আমার লেখা পড়ে ভাল লাগুক আর খারাপ লাগুক, আপনার মতামত জানাতে ভুলবেন না।
সিজন চেঞ্জ ব্যাপারটা আমার মোটেও পছন্দের না। আপনি একটা ওয়েদার এর সাথে খাপ খেয়ে গেছেন, আপনার জীবন ব্যাবস্থাও ওয়েদার এর সাথে ম্যাচ করে সেট করে ফেলেছেন। হঠাৎ সব কিছু বদলে গিয়ে নতুন কিছু একটা আসছে।
অনেকটা সাজানো জীবন ভেঙ্গে গিয়ে নতুন একটা জীবন শুরু করার মত।
আমার কাছে সবচেয়ে অদ্ভুত মনে হয় বসন্তের সময়টা ।
মনের মধ্যে কেমন জানি নাড়া দিয়ে উঠে। মনে হয় জীবনের সব কিছু বদলে যাচ্ছে ।
এই সিজনে রাস্তায় হাটলে সব থেকে বেশি মন খারাপ লাগে। পায়ের নিচে শুধু ঝরা পাতার মড়মড় শব্দ কানে বাধে।
প্রকৃতি এই সময়টায় তার রুপ বদলে ফেলে। ছোট বড় বেশীরভাগ গাছ পুরনো সব পাতা ফেলে দিয়ে কেমন নিঃস্ব হয়ে যায়। প্রকৃতির এই নিষ্ঠুর খেলার কাছে নিজেকে ভীষণ অসহায় মনে হয়।
©somewhere in net ltd.