![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাতাসে বার বার রিয়ার চুল এলোমেলো হয়ে যাচ্ছে তুষার অনেক ক্ষণ ধরে একটা ভালো ছবি তোলার চেষ্টা করছে কিন্তু হচ্ছে না। যেদিন প্রথম ছবি টা ভালো হই না সেদিন কোন ছবি ই ভালো আসে না।আজ প্রথম থেকেই ছবি খারাপ হচ্ছে।
ভাইয়া আজকে আমরা বরং চলে যাই কাল আবার এসে উঠানো যাবে...
তুষার হতাস মুখে বলল চলে যাবে।
হুম একটু মার্কেট এ যাব কাজ আছে... আপনি যাবেন আমার সাথে?
চলো যাই আমার তেমন কাজ নাই এখন ।
তুষার ও রিয়া নিও মার্কেটের সামনে রিকসা থেকে নামলো। তুষার নন স্টপ ছবি তুলেই যাচ্ছে সামনে যা পাচ্ছে তার ই ছবি তুলছে ছবি তোলাটা যেন নেশা হয়ে গেছে।
ছবি উঠাতে উঠাতে তো আপনি পাগল হয়ে যাবেন দেখছি।
সমস্যা নাই এখনো পাগল ই আছি...আচ্ছা তোমার যা কেনাকাটা করে নাও আমি তোমার ছবি তুলি।
রোজকার মতই আজ ও নিউ মার্কেট এ প্রচণ্ড মানুষের ভীর। দুপুর বেলাই এই গরমের মধ্যে ও সবাই ক্লান্তিহীন ভাবে ঘুরে বেরাচ্ছে । একটু দুরেই লটারি বিক্রি হচ্ছে রিয়া অনেক আগ্রহ নিয়ে লটারির টিকেট কিনলো।
লটারির টিকেট... তুমি লটারি বিশ্বাস করো?
হুম ভীষণ বিশ্বাস করি... মনে হই আমিই প্রথম পুরষ্কার পাব পঁচিশ লক্ষ টাকা।
এতো টাকা দিয়ে কি করবে?
টাকা খাকলে সব কিছু করা যাই... যা হতে ইচ্ছা করবে তাই হওয়া যাই।
তোমার কি হওয়ার শখ?
আমার তো সিনেমার নায়িকা হওয়ার শখ।
তাই... যদি কেও তোমাকে কখনো নায়িকা হওয়ার জন্য প্রপোজ করে তাহলে তুমি কি করবে?
এমন হলে তো আমি তাকে বিয়ে করে ফেলব। কথাটা বলে রিয়া নিজেই হেসে ফেললো অনেক মজার কথা বলে ফেলেছে।
তুষার মনে মনে বলছে তোমার হাসিটা অনেক সুন্দর...।।
........................
ছয় বছর পর.......
হ্যালো রিয়া... তুষার বলছি... চিনতে পারছ?
হুম চিনতে পারছি এতো দিন কই ডুব দিয়েছিলেন?
দিয়েছিলাম কোন ডোবানালাই... আজ বিকেলে ফ্রি আছো?
হুম ফ্রি আছি
তাহলে চলে আসো...
কোথাই?
আমাদের প্রথম যেখানে দেখা হয়েছিল সেখানে।
.........
রিয়া দূর থেকে দেখছে...তুষার পরম আগ্রহ নিয়ে অপেক্ষা করছে। ছয় বসর আগেও এমনই আগ্রহ নিয়ে অপেক্ষা করত ছয় বসর পর ও একই রকম আছে।
রিয়া এখানেই আমাদের প্রথম দেখা হই তাই না।
হুম...এখানেই
তুমি আমাকে বললে "প্লীজ আমার কিছু ছবি তুলে দিবেন?" সম্পূর্ণ অপরিচিত কারো সাথে এভাবে কথা বলতে দেখে আমিই সত্যি মুগ্ধ হয়ে গেছিলাম।
তাই আপনি আমার কলেজের সামনে অনেক আগ্রহ নিয়ে অপেক্ষা করতেন তাই না?
হুম।
আপনাকে আগ্রহ নিয়ে অপেক্ষা করতে দেখে আমার অনেক ভালো লাগত। আমি ইচ্ছা করে দেরি করতাম। আচ্ছা আপনার হাতে ক্যামেরা কই? আপনার ঐ ছয় বসর আগে তোলা ছবি গুলিই আমি বারবার ঘুরেফিরে ফেসবুক এর প্রোফাইল পিকচার এ দেই।
এখন আর ছবি তুলি না।
এখন কি করেন আপনি?
সত্যি শুনতে চাও?
হুম।
রিয়া তোমার সাথে পরিচয়ের পর থেকে যে কই দিন তোমার সাথে কাটিয়েছি সেই দিন গুলো ছিল আমার জীবনের শ্রেষ্ঠ দিন। সবাই আমাকে বলত আমি জীবনে কিছুই করতে পারব না।আসলেও তাই... কিন্তু যেদিন তুমি বললে তোমার নায়িকা হওয়ার শখ সেদিন আমার মনে হল এই মেয়েটার জন্য কিছু করা উচিত।
এরপর সিদ্ধান্ত নিয়ে নিলাম আমি ফিল্ম মেইক করবো। তারপর ফিল্ম নিয়ে পড়াশুনা করতে আর কাজ শিখতে ইন্ডিয়া চলে গেলাম।এখন ফিরে এসেছি ফিল্ম এর কাজ শুরু করার জন্য।
প্রথমে এক্সপেরিনেটাল ভাবে একটা সর্ট ফিল্ম বানাবো।
রিয়া তুমি কি আমার প্রথম ফিল্মের নায়িকা হবে?
তুষার ভাইয়া আমি সত্যি অনেক সরি আমি আপনাকে মজা করে বলেছিলাম যে আমি নায়িকা হতে চাই।আসলে নায়িকা হওয়া তো অনেক দুরের কথা আমি কখনো কথাও কবিতা, নাচ, গান,অভিনয় কোন কিছুতে অংশ নেই নি।আমি এগুলো কিছুই পারিনা।
আমি তোমাকে অভিনয় শিখিয়ে দিবো এটা নিয়ে তুমি কোন চিন্তা করনা।
ভাইয়া আপনি হয়ত জানেন না... আমি এখন এম বি বি এস শেষ করে ইন্টারনি করছি কাগজ পত্র সব রেডি হয়ে গেলে এই বসরের শেষের দিকে ক্যানাডা চলে যাব এফ সি পি এস করতে।
রিয়া আমার সর্ট ফিল্ম বানাতে খুব বেশি সময় লাগবে না তোমার বিদেশ যাওয়ার অনেক আগেই হয়ে জাবে।প্লীজ তুমি না করনা।
মানুষের সারাজীবনে কিছু কিছু মানুষ থাকে যাদের কথা কোন ভাবেই ফেলে দেয়া যাই না। তুষার ও রিয়ার সেই রকম কেও। রিয়া মনের অজান্তেই বলে দিলো ঠিক আছে আপনি সব কিছু রেডি করেন।
...............
শুটিং এর কাজ শুরু হয়ে গেছে। তুষার বার বার রিয়াকে বুঝিয়ে দিচ্ছে।
রিয়া একদম ভয় পাবে না। এটা আমার আর তোমার গল্প।তুমি প্রথম যেদিন আমার সাথে কথা বলেছিলে সেদিনের দৃশ্য মনে আছে তো কি বলে ছিলে...?
হুম
এখন ও সেভাবেই বলবে ওকে
ওকে
রিয়া চোখ বন্ধ করে একমনে বলছে আল্লাহ প্লীজ তুমি শুধু তুষার ভাইয়ার জন্য আমার অভিনয় ভালো করে দাও প্লীজ।
ওয়ান, টু ,থ্রী...রেডি...
রিয়ার বুকের ভিতর ধক ধক করছে
ক্যামেরা অ্যাকশন...
রিয়া একটু সামনে এগিয়ে যেয়ে... প্লীজ আমার কিছু ছবি তুলে দিবেন...।।।
২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫২
আরণ্যক রাখাল বলেছেন: ভালো লাগল। চালিয়ে যান।
৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫৬
মনিরা সুলতানা বলেছেন: বাহ মজা তো জীবনের গল্পে নিজের অভিনয় ।
লেখা ভাল লেগেছে
৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৫৭
কাল্পনিক৩৩৩ বলেছেন: সুন্দর ছোট গল্প। শুভকামনা।
৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৩৭
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
ভাল লাগল গল্প।
শুভকামনা জানবেন।
৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:১৮
তুষার কাব্য বলেছেন: নিজের নাম দেখে আসলাম দেখতে
ভাল লাগল গল্প।
আনন্দময় হোক ব্লগে পথচলা...
©somewhere in net ltd.
১|
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:২৭
ইমতিয়াজ ১৩ বলেছেন: ভাল গল্প।
রিয়া একটু সামনে এগিয়ে যেয়ে... প্লীজ আমার কিছু ছবি তুলে দিবেন...।।।