নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বুলবুল আহ্‌মেদ

বুলবুল আহ্‌মেদ › বিস্তারিত পোস্টঃ

দেওবন্দ মাদ্রাসা কী? কাদেরকে দেওবন্দী বলা হয়?

২৯ শে ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:১৭

পাক ভারত উপমহাদেশে ব্রিটিশ আধিপত্যের বিরুদ্ধে যে আলেমরা রুখে দাড়ান তাদেরকে দেওবন্দী বলা হয়। ইংরেজ শাসনামলে উপমহাদেশের লক্ষাধিক মাদ্রাসা ধ্বংস করা হয়। হাজার হাজার লক্ষ লক্ষ আলেমকে শহীদ করা হয়। বলা হয়ে থাকে দিল্লির রাস্তার পার্শ্বে ও বাংলাদেশের বাহাদুর শাহ পার্কের এমন কোন গাছ নেই যাতে কোন না কোন আলেমকে ফাঁসিতে ঝোলানো হয় নি।



যখন ব্রিটিশরাজ বুঝতে পারে যে মুসলমানের গায়ে শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত ভারতে সম্পূর্ন আধিপত্য বিস্তার সম্ভব নয় তখন তারা devide and rule policy হাতে নেয়। কোটি কোটি টাকা খরচ করে আহলে হাদিস, মাজার পূজা, শিরক ও বেরেলভী গোষ্ঠী তৈরি করে। মুসলমানদের ঐক্য শেষ হয়ে যায়।



যুদ্ধে বেঁচে যাওয়া হাক্কানী আলেমগন দেখলেন এভাবে চলতে থাকলে আগামী কিছু দিনের মধ্যে উপমহাদেশে ইসলাম নিশ্চিহ্ন হয়ে যাবে। তখন তারা সম্মিলিতভাবে ভারতের উত্তর প্রদেশের দেওবন্দ নামক স্থানে একটি মাদ্রাসা স্থাপন করেন। সারা বাংলাদেশে যত কওমী মাদ্রাসা দেখেন সব দেওবন্দের আকীদা মেনে চলে। ব্রিটেন, আমেরিকা অষ্ট্রেলিয়া পাকিস্তান সহ সারা বিশ্বের বেশীরভাগ মাদ্রাসাই দেওবন্দী আকীদায় বিশ্বাসী ও সমর্থনকারি।

wiki link

মন্তব্য -১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (-১৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:১৯

আতিকুল০৭৮৪ বলেছেন: agreed

২৯ শে ডিসেম্বর, ২০১২ রাত ১০:০৩

বুলবুল আহ্‌মেদ বলেছেন: জাজাকাল্লাহ খায়ের। আসসালামু আলাইকুম।

২| ২৯ শে ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৩৫

শের শায়রী বলেছেন: ভাল লাগা জানবেন

২৯ শে ডিসেম্বর, ২০১২ রাত ১১:০২

বুলবুল আহ্‌মেদ বলেছেন: অসংখ্যা ধন্যবাদ।আসসালামু আলাইকুম।

৩| ২৯ শে ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৩৮

মুহাই বলেছেন: দেও মানে ভূত বন্দ মানে বন্দী অর্থাৎ ভূতে ধরা মোলবি ।

৪| ২৯ শে ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৪৬

লালবািত বলেছেন: দেওবন্দীদের এতো শত্রু কেন?

৩০ শে ডিসেম্বর, ২০১২ ভোর ৬:৪৭

বুলবুল আহ্‌মেদ বলেছেন: মিলাদ পড়িয়ে টাকা কামানো ..................চলবে না।
মাজার বানিয়ে টাকা কামানো..................চলবে না।
পীর সেজে কোটিপতি হওয়া চলবে না.........।

এগুলো দেওবন্দীরা বলে যে।

৫| ২৯ শে ডিসেম্বর, ২০১২ রাত ৮:১৪

মোমের মানুষ বলেছেন: প্রথম ভাল লাগা। পোষ্টে +

দেওবন্দ মাদরাসার পরিচয় নিয়ে আশা করি ধারাবাহিক লিখে যাবেন। যত বাগী ও নাস্তিক আছে সবাইকে এর আদর্শ ও পরিচয় জানিয়ে দেন

৩০ শে ডিসেম্বর, ২০১২ ভোর ৬:৫০

বুলবুল আহ্‌মেদ বলেছেন: অবশ্যই লিখব ইনশাআল্লাহ। সাথে সাথে আপনিও লিখতে পারেন। আমাদের আকাবির দের ইতিহাস নিয়ে অনেক ভালো ভালো বই আছে। সেগুলো ষ্টাডি করলে ব্লগ লেখা সহজ হবে। আসসালামু আলাইকুম।

৬| ২৯ শে ডিসেম্বর, ২০১২ রাত ৮:৪৩

প্রকৌশলী রিয়াদ হাসান চৌধুরী বলেছেন: @সুলতানা১২
উর্দূ লেখাগুলোর বাংলা ট্রান্সলেট করে দিতে বিষয়টি বুঝা যেত। আমরা যারা উর্দূ জানি না তারা তো কিছুই বুঝব না।

তবে এটা সত্য, "প্রটোকল আফ জিউস" বইয়ের বক্তব্য অনুযায়ী ইহুদী-খ্রিস্টানরা ভারতবর্ষে কিছু দালাল নিয়োগ করেছিল, যেমনটি বর্তমানে প্রতিটি মুসলিম দেশেই করছে।

৩০ শে ডিসেম্বর, ২০১২ সকাল ৭:০৮

বুলবুল আহ্‌মেদ বলেছেন: উপমহাদেশে মাজার ও পীর পূজার প্রচলনকারী ঘৃনিত "আলা হযরত ওরফে রেজা বেরেলভী" যারা ব্রিটিশ বিরোধী আন্দোলনে যুক্ত তাদেরকে কাফের বলে ঘোষনা দেয়। যেমনভাবে আজকে রাজারবাগীরা ১৪ কোটি মুসলমানকে কাফের বলছে।

ব্রিটিশ লেখক হান্টার দি ইন্ডিয়ান মুসলিমস গ্রন্থে লেখেন,"আমাদের সম্রাজ্যের ব্যাপারে মুসলমানদের কোন দলের সাথে সংঘর্ষ নেই। থাকলে তা শুধুমাত্র দেওবন্দী আলেমদের সাথেই আছে।"

৩০ শে ডিসেম্বর, ২০১২ সকাল ৭:১৪

বুলবুল আহ্‌মেদ বলেছেন: rhetorical অর্থ যে প্রশ্ন উত্তরের আশায় নয় বরং অপমানের উদ্দেশ্যে করা হয়।
ব্লগার আলতামাশ, আপনি, রাতুলবিডি সহ অনেকেই রাজারবাগীদের মিথ্যাচারের জবাব দিয়েছেন ।

৭| ০১ লা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৬

চিন্তায় আছি বলেছেন: ভাল লেখা

০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ৯:২১

বুলবুল আহ্‌মেদ বলেছেন: জাজাকাল্লাহ খায়ের।

আসসালামু আলাইকুম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.