নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
What do you want your story to be? And then go write your masterpiece.
ছবিঃ অন্তর্জাল।
পড়ন্ত বিকেলের রক্তিম আভায় ছোট ছোট মাচাং গুলোকে কেমন অন্যরকম লাগছে। পাহাড়ের গায়ে টুপ করে সন্ধ্যা নেমে যায়। বুনো ফুলের কেমন মাতাল করা গন্ধ ভেসে আসছে। চায়ের কাপটা রাখতে রাখতে আমি তাকায় অংশুমান এর দিকে। চুলে হালকা পাক ধরেছে, ভারী শরীর। মাঝে কত বছর কেটে গেল, বছর দশেক। এই দশ বছরে কত কিছু ঘটে গেছে।
কুন্তলা কেমন আছো?
ভালো। আমার কি ওকে কেমন আছে জিজ্ঞেস করা উচিত? কিন্তু আমার জানতে ইচ্ছে করছে না।
আমি কেমন আছি জানতে চাইলে না?
আমি ওর দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকি, হুম বলো।
অংশুমান একটা বক্স এগিয়ে দেয় আমার দিকে। কি এটা?
দেখো.....
বক্সের ভেতর সোনালী কাগজ মোড়ানো চকলেট দেখা যাচ্ছে। আমার গলার ভেতর মনে হচ্ছে কিছু একটা দলা পাকিয়ে উঠছে। ওহ ইশ্বর, আমি চাচ্ছি না ওর সামনে কাঁদতে। এত বছর পর ও ঠিকই মনে রেখেছে। তখন আমি বলতাম আমাদের যখন দেখা হবে আমার জন্য এত্তগুলা চকলেট নিয়ে আসবা। আমি অনেক কষ্টে কান্না গিলে ফেলি। অংশুমান এত বছর পর কেন?? দূরের পাহাড়ে কোথাও মৃদু তালে মাদল বাজছে। সেই সুরে আমার ভেতরেও যেন কিসের ব্যথা বেজে ওঠে।
কুন্তলা কি ভাবছো এত?
নাহ, কিছু না।
আমি স্যরি , আমার অনেক গিলটি ফীল হয়। তখন আমি অনেক ভয় পেতাম। আর তুমি ও তো চাওনি তাই আমি আর কিছু বলিনি।
স্যরি , আচ্ছা তোমাদের এই স্যরি এত স্বস্তা কেন? একটা স্যরি বললে আর সব হয়ে গেল। আর তুমি কিসে ভয় পেতে? তোমার অর্থ, সোশ্যাল স্ট্যাটাস এইসব তো? অংশুমান তুমি হয়তো জানো না মানুষের সবথেকে বড় ভয় একাকিত্বের ভয়। এই যে তুমি বলো তোমার অনেক লোনলি ফীল হয়। কেন বলতো? বড় লোকের সুন্দরী মেয়েরা কি তোমার লোনলিনেস দূর করতে পারেনি?
আর কি বললে আমি চাইনি, কি চাইবো বলো তো? তোমার অর্থ, সোশ্যাল স্ট্যাটাস তো আমি কোনদিন চাইনি, ওসব যদি প্রয়োজন থাকতো তাহলে ভিক্ষে চাইতে পারতাম, কিন্তু ভালোবাসা তো ভিক্ষে চাওয়ার বিষয় নয়। তুমি কি ভেবেছিলে আমি তোমার পায়ে পরে কাঁদবো? ওহ অংশুমান, তোমার চিন্তাধারা এত নীচ হলো কবে থেকে....
কুন্তলা তুমি অনেক বদলে গেছ।
হা হা হা, আমি বদলে গেছি নাকি তোমার কন্ঠস্বরের মত তুমিও বদলে গেছ তাই এমন মনে হচ্ছে। আচ্ছা, এই তুমিই তো একদিন চাইতে আমি বদলে যাই, তাহলে এখন কেন নিতে পারছোনা বলতো? সত্যিই তোমাদের পুরুষদের মধ্যে এত হিপোক্রেসি।
এমন অপরিচিতার মত কথা বলছো কেন?
চেনা মানুষকে অন্য কেউ ছুঁলে সেখানে আর কোন অধিকারবোধ থাকে না। অধিকার আর বোধ ব্যাপার দুটিযে একসাথে জড়িত। যেখানে এই দুটি নেই, সেখানে আর পরিচিতা থাকলাম কীভাবে?
জীবন আর মৃত্যুর ব্যবধানে যে সময়টা এটা কি বলতে পারো? পুরোটা হচ্ছে অনুভূতির খেলা। মোহ, কাম, মায়া এই তিনটা স্তর সবাই পার হতে পারে না, যারা মায়া পর্যন্ত পৌঁছাতে পারে তারাই পারে একটা জীবন জয় করে নিতে। তুমি পারোনি অংশুমান।
কুন্তলা প্লিজ, ওভাবে বলো না....
কেন অংশুমান খুব লাগছে? সম্পর্ক শেষ হয়ে যাওয়ার পর ও আমি তো চেয়েছিলাম খুব দামী পারফিউমের মত সযত্নে তুলে রাখতে, তুমিই তো আর দশজনকে আমাকে নিয়ে বলে বেড়াতে লাগলে, নিজেকে সস্তা কর্পূরের মত বানিয়ে ফেললে। অতিরিক্ত সম্মান, ভালোবাসা কোন কিছুই বেশীরভাগ মানুষ নিতে পারে না, তুমি ও পারোনি।
দূরে কোথাও গীর্জার ঘন্টা ধ্বনি বাজছে। চারদিকে আলো ঝলমল করছে। ঘন্টাখানেক আগে লাস্ট বাসে অংশুমান চলে গেছে। ঝিরি পথ ধরে আমি এগিয়ে যাই। নীচের খাদে একটা বক্স গড়িয়ে পড়ে। সেদিন ও এমন ঝলমলে রাত ছিল। অংশুমান তুমি জানোনা, দুহাতে যতটা কাছে টেনে নিতে জানি, ঠিক ততটাই দু পায়ে ঠেলে দেয়ার ক্ষমতা আমি রাখি। তোমায় না পাওয়ার ব্যথা যতটা আমাকে পোড়ায়, তারচেয়ে বেশী পোড়ায় তোমার প্রতি এই যে আমার ঘৃণাবোধ। চলে যাও অংশুমান, ঠিক ততটাই দূরে, যতটা দূরে গেলে মাধ্যাকর্ষণ শক্তির মত আর কোন অনুভূতি কাজ করে না। জন্ম নিয়েই কেউ সুখী হয় না, যে যার মত সুখ সৃষ্টি করে নিতে হয়। আমি কুন্তলা বিষাদের পেয়ালায় চুমুক দিয়ে বেঁচে থাকার স্বপ্ন দেখি। আমার দেয়াল ঘড়ির কাটায় আর তুমি নেই। পাঁজরের পুরনো ব্যথার মত বহু বছর পর এভাবে ফিরে এসো না।
রাতের নিস্তব্ধতায় এপিটাফের লিখার মত সহস্র অভিমান আমার ভেতর বয়ে যায়। ভেজা চোখের এ অনুভূতি কি ঘৃণার নাকি মায়ার রাতের আলো-আঁধারির মত তা অস্পষ্ট থেকে যায় আমার কাছে। অদ্ভুত এক অনুভূতির মায়াজাল ঘিরে ধরে।
১৫ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:১০
সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ বলেছেন: সুনীল আর বুদ্ধদেব গুহ দ্বারা আমি অনেক বেশী প্রভাবিত। হয়তো সেজন্য এমন মনে হয়েছে।
কুন্তলা নামের মত মেয়েটাও ভীষণ মিষ্টি ছিল।
মন্তব্যে অনেক ধন্যবাদ।
২| ১৫ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১০:৩৬
পদ্মপুকুর বলেছেন: অসাধারণ। মাঝে মধ্যে কিছু লেখা পড়লে সেরকম লিখতে না পারার জন্য হাপিত্যাশ শুরু হয়, আপনার এ লেখাটা সেরকম। নিরেট কিন্তু আবেগী। ব্লগার নান্দনিক নন্দিনী'র কোনো একটা লেখার একটা লাইন আমার খুব পছন্দ হয়েছিলো 'নেতিবাচক ঘটনাকে পুঙ্খানুপুঙ্খুভাবে মনে রাখার দারুণ ক্ষমতা থাকে সবার.....। এবং সেই ক্ষমতাকে কাজে লাগিয়ে কিছু অসুখকে পেলে পুষে সুখ পায় অনেকে।' মনে হচ্ছে এ গল্পের কুন্তলা সে অসুখ থেকে মুক্ত হওয়ার ক্ষমতা রাখে।
সেকেন্ড লাস্ট প্যারার দ্বিতীয় লাইনে যায়/যাই বানানটা ঠিক করে দেবেন।
১৫ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:১৯
সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ বলেছেন: নন্দিনী আপু আর মনিরা সুলতানা আপুর লেখা পড়ার পর আপনার মত আমার ও হাপিত্যেশ শুরু হয়। গল্পের কুন্তলা সে অসুখ থেকে মুক্ত হওয়ার ক্ষমতা রাখে বলে আমিও মনে করি।
বানানটা ঠিক করে দিয়েছি, কেউ যখন বানানের ভূল ধরিয়ে দেয় আমার অনেক ভালো লাগে।
লেখাটা ভালো লেগেছে জেনে আমারো ভালো লাগলো। প্লাসে ও মন্তব্যে অনুপ্রাণিত হয়েছি। আশা করি সবসময় পাশে থেকে অনুপ্রেরণা দিয়ে যাবেন।
পদ্মপুকুর আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
৩| ১৫ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১০:৩৭
পদ্মপুকুর বলেছেন: রাজীব নুর সঠিক বলেছেন- মনে হলো যেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা পড়লাম।
১৫ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:৪৪
সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ বলেছেন: সুনীল দ্বারা আমি অনেক প্রভাবিত, কিন্তু উপমাটা আমার জন্য একটু বেশী হয়ে গেল।
৪| ১৫ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ২:২৭
মোহামমদ কামরুজজামান বলেছেন: কতোপকোথন ও পটভূমির চমতকার উপস্থাপনা।বড়ই হৃদয় স্পর্শী লেখা।
১৫ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:২৪
সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ বলেছেন: আমার ব্লগে আপনাকে স্বাগতম।
লেখাটি হৃদয় স্পর্শ করেছে জেনে ভালো লাগলো। অনেক অনেক শুভ কামনা, ভালো থাকুন।
৫| ১৫ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:১০
মোঃ মাইদুল সরকার বলেছেন: ২০২০ সালের সামুর নতুন তারকারা আপনি এই পোস্টটি মনে হয় মিস করেছেন।
১৫ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:২৫
সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ বলেছেন: হ্যা মিস করেছি, এখন পড়ে দেখবো।
৬| ১৫ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:১২
মোঃ মাইদুল সরকার বলেছেন:
কুন্তলা নামের মেয়েটি কেমন আছে এখন ?
১৫ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:২৭
সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ বলেছেন: কুন্তলার সাথে আমার কয়েক বছর যোগাযোগ নেই। কেমন আছে বলতে পারবো না। আশা করি সে নিজেকে গুছিয়ে নিয়েছে।
৭| ১৫ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৪৪
ঠাকুরমাহমুদ বলেছেন:
শকুন্তলা থেকে কি কুন্তলা নাম?
১৬ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ২:৫১
সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ বলেছেন: নাহ, কুন্তলা সুন্দর চুল থেকে। ধন্যবাদ।
৮| ১৫ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:২৮
ঢুকিচেপা বলেছেন: “ চেনা মানুষকে অন্য কেউ ছুঁলে সেখানে আর কোন অধিকারবোধ থাকে না। অধিকার আর বোধ ব্যাপার দুটিযে একসাথে জড়িত। যেখানে এই দুটি নেই, সেখানে আর পরিচিতা থাকলাম কীভাবে?”
“ আমার দেয়াল ঘড়ির কাটায় আর তুমি নেই। পাঁজরের পুরনো ব্যাথার মত বহু বছর পর এভাবে ফিরে এসো না।
”
গল্পটা ছোট হলেও অসম্ভব সুন্দর হয়েছে।
যে কথাগুলো আরো ভালো লেগেছে তা উপরে দিলাম।
শুভকামনা রইল।
১৬ ই ডিসেম্বর, ২০২০ রাত ৯:৪৭
সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ বলেছেন: একবার প্রতিমন্তব্য করেছিলাম, এখন দেখি হয়নি। দুঃখিত....
আপনার মন্তব্য পেয়ে ভালো লাগছে, লাইনগুলো ভালো লেগেছে জেনে প্রীত হলাম।
প্লাসে অনুপ্রাণিত হয়েছি। আশা করি সবসময় পাশে থাকবেন।
মন্তব্য ও পাঠে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন।
১৪ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৪:২৬
সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ বলেছেন: দেখেছি , আমার এসব নয় ছয় লেখা হিট পোস্টে দেখলে লজ্জা লাগে, সেজন্য সে মুখি আর হয় নি।
শুভেচ্ছা জানবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।
১০| ২৫ শে জানুয়ারি, ২০২১ রাত ৯:০৭
নান্দনিক নন্দিনী বলেছেন: ধন্যবাদ পদ্ম পুকুর এবং সন্ধ্যা রাতের ঝিঁ ঝিঁ এই চমৎকার পোষ্টে আমার নিক স্মরণ করার জন্য
২৬ শে জানুয়ারি, ২০২১ সকাল ৭:৩৬
সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ বলেছেন: ভবিষ্যতে আরো অনেকেই আপনার নিক স্মরণ করবে নন্দিনী আপু। শুভকামনা।
১১| ০৮ ই এপ্রিল, ২০২১ রাত ৯:১৬
খায়রুল আহসান বলেছেন: "যারা মায়া পর্যন্ত পৌঁছাতে পারে..... জয় করে নিতে" - মারাত্মক একটি পর্যবেক্ষণ!
আপনার লেখার মান দিনে দিনে উন্নত হচ্ছে। এত ছোট্ট একটি গল্পে ছড়িয়ে আছে কত গভীর হৃদয়াবেগ!
চমৎকার শিরোনামটি এ্যাপ্রিশিয়েট করছি। এটা স্পেশাল মেনশনের দাবীদার।
পোস্টে চতুর্থ প্লাস + + + +।
০৯ ই এপ্রিল, ২০২১ রাত ৮:১২
সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ বলেছেন: ধন্যবাদ। শিরোনামটির জন্য ধন্যবাদ দিতে হয় লেখক সুমন্ত আসলামকে। ওনার একটা বইয়ের শেষে নায়ক, দুই নারীর ভালোবাসায় কাকে গ্রহণ করবে দুজনই কাছের মানুষ, তখন হতবিহ্বল হয়ে চাঁদের দিকে তাকিয়ে থাকে। ওই মুহুর্তে নায়কের অনুভূতিটা ভাবতে গিয়ে এই লাইনটা মাথায় আসে।
"মারাত্মক একটি পর্যবেক্ষণ " আমাদের আশেপাশের বেশীরভাগ মানুষ দ্বিতীয় স্তরটাই এসে আটকে যায় বলেই চারপাশে এত এত পরকীয়া, বিচ্ছেদ এর ঘটনা ঘটছে বলেই আমার মনে হয়।
আপনার কাছে একটা প্রশ্ন ছিল -- এই যে জীবনের এতটা পথ পেরিয়ে এসেছেন, আপনি জীবনকে কিভাবে দেখছেন? জীবনের সংজ্ঞা কি আপনার কাছে?
চমৎকার মন্তব্য এবং প্লাসে কৃতজ্ঞতা, শুভকামনা জানবেন। ভালো থাকুন।
১২| ১৮ ই এপ্রিল, ২০২১ রাত ৮:২১
খায়রুল আহসান বলেছেন: এক কথায় 'জীবনের সংজ্ঞা' নির্ধারণ করা একটা দুরূহ কাজ। সংক্ষেপে, জীবন একটি যাত্রাপথের অংশ মাত্র, যেখানে মানুষ একজন ক্ষণিক যাত্রী। এ পথে ভালবাসা-ঘৃণা, সংঘাত-সৌহার্দ্য, বিরহ-মিলন, আশা-নিরাশা, সাফল্য-ব্যর্থতা সবকিছুই বিছানো থাকে। মানুষ তার বিবেচনামত কুড়িয়ে নিতেও পারে, বিলিয়ে দিতেও পারে। সততা এখানে সাফল্যের বা ব্যর্থতার মাপক, এবং এটা দৈনন্দিন ভিত্তিতে মাপযোগ্য। দিনশেষে যাত্রী গন্তব্যে পৌঁছে যায়। সাথে থাকে তার সাফল্য বা ব্যর্থতার অর্জনটুকু।
১৯ শে জানুয়ারি, ২০২২ রাত ১:৩০
সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ বলেছেন: আপনার চমৎকার সুচিন্তিত মন্তব্যের জন্য ধন্যবাদ। সততা এখানে সাফল্য বা ব্যর্থতার মাপক। এই লাইনটি আমার খুবই পছন্দ হয়েছে। ব্যক্তিগতভাবে আমি এটা সব ক্ষেত্রে মেনে চলার চেষ্টা করি। আমি যাই করি, আমার জায়গা থেকে ১০০% সৎ থাকার চেষ্টা করি, দিন শেষে আমি কিছু পাই বা না পাই, আমার জায়গা থেকে আমি সৎ ছিলাম এটা যে পরিমাণ ইনার পিস দেয় এর চেয়ে বড় কিছু আর হয় না।
দুঃখিত, এতদিন উত্তর না করায়।
ভালো থাকুন সুপ্রিয় ব্লগার।
©somewhere in net ltd.
১| ১৫ ই ডিসেম্বর, ২০২০ রাত ১২:৫০
রাজীব নুর বলেছেন: মনে হলো যেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা পড়লাম।
কুন্তলা নাম খুব সুন্দর।