নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরজন্মে তিতলি হবো।

সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ

What do you want your story to be? And then go write your masterpiece.

সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ › বিস্তারিত পোস্টঃ

একটা সন্ধ্যা পুষে রাখে কিছু নীলচে বিষণ্ণতা

১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:০৯


ছবিসুত্রঃ পিন্টারেস্ট।

কিছু বিকেল আসে তীব্র বিষণ্ণতা নিয়ে। শেষ বিকেলের রক্তিম আভায় দুঃখ গুলোকে মনে হয় গ্যাস বেলুনে উড়িয়ে দিই। টুপ টুপ করে ঝড়ে পড়া শিশির বিন্দু কাশফুলের ডগায় আলতো করে ব্যথার পরশ বুলিয়ে দেয়, সেই শিশিরের ভেজা অনুভূতি কারো হৃদয়ে হাহাকার তুলে দেয় একান্তই আপনার কারো জন্য। মনে হয় এই বিকেল এর ধূসর বিষণ্ণতা শ্যাম্পেন এর বুদুবুদ এর সাথে একাকার হয়ে যাক। কিন্তু নীল অপরাজিতার মত চুপটি করে হৃদয়ের গহীনে কিছু ব্যথা জমে থাকে। আদতে কিছু হাহাকার পুষে রাখতে হয় আয়নায় লাগানো টিপের মত। পলাশ রাঙ্গানো রাস্তায় হাঁটতে গিয়ে বহুবার আমি তীব্র অভিমান ভুলে আকাশপানে ভালবাসা বিলিয়েছি।

এই যে তীব্র আলোর ঝলকানি চারদিকে, ট্রেনের হুইসেল, অথচ ফেরার তাড়া নেই। কারণ এই ট্রেন এখন অন্যমুখি। এভাবেই ধীরে ধীরে কখন আমাদের জীবনের গতিপথ বদলে যায় আমরা টের পাই না, হয়তোবা পেতে চাই না। আমরা আমাদের মত ভাবতে পছন্দ করি কিন্তু জীবনের হিসেব অন্য। দিনশেষে অপেক্ষা আর উপেক্ষার দোলাচলে সবকিছু গুলিয়ে যায়। সন্তানের জন্য মায়ের অপেক্ষা, কিংবা হাসপাতালের করিডোরে বাবার ক্লান্ত, বিধ্বস্ত চাহনি, ভাইয়ের অক্সিমিটার এ তাকাতে গিয়ে দম আটকে আসা । এই বুঝি কিছু হয়ে গেল, সবই ভালবাসা। তবু কোথাও না কোথাও আমরা হেরে যায়। হয়তোবা হেরে যেতে হয়। খুব ভালবাসার কারো সাথে হারাতেই বোধহয় একধরণের জিত লুকিয়ে থাকে। কিংবা হার জিতের প্রশ্নই এখানে অবান্তর।

প্রিয়তম, তুমি কেমন আছো?
ভেবো না এটা কোন চিঠি না। এটা আমার একান্তই এলোমেলো কিছু অনুভূতি। শেষ যে বার চিঠি নিয়ে তুমি খুব বিরক্ত হলে, তারপর আর কখনো তোমাকে চিঠি দেয়ার ইচ্ছে হয়নি, খামবন্দী করে ফেলে রেখেছি। কিন্তু নতুন বছরে খুব ইচ্ছে হল রংধনু রঙে একটা চিঠি হোক এবার। দেখো, হয়তোবা তুমি চাওনি বলে ঈশ্বর ও চায়নি। এখন তো শুধু অপেক্ষা ........

এই তো কয়দিন আগেও ভাবছিলাম, আমাদের দেখা হোক কুয়াশা ভেজা শান্ত, বুনো ফুলের মাদকতায় ভরা লন্ডন ব্রিজে। হয়তোবা আমাদের দেখা হোক শেষ ট্রেনে। বাদামের খোসা ছাড়াতে ছাড়াতে নাহয় আরেকবার আমার ছণ্ণছাড়া জীবন গতি খুঁজে পেত। খুব ইচ্ছে হত শিউলি কুড়াতে গিয়ে একটা ভোর কুড়াই দু'হাতে তোমার সাথে। সে আর হয়ে উঠেনি ।

হলিউড, বলিউড না ; দেরিদা, ফুঁকো, সিডনি শেলডন থেকে শুরু করে সাদাত হোসাইন হয়ে আমরা আবার হুমায়ূন আহমেদ এই থামতাম। সেসব এখন বাকির খাতায় পড়ে গেল। আমাদের তথাকথিত কোন ভ্যালেন্টাইন্ কিংবা ফাল্গুন নেই। কিন্তু আমার লেপ্টে যাওয়া কাজল জানে কতবার শহীদ মিনার পার হতে গিয়ে আমি আমূল কেঁপে উঠেছি। প্রতিটা আঠা ছেড়ে দেয়া টিপ জানে, প্রতিটা শ্বাস- প্রশ্বাস এ তুমি কতটা কাছের ছিলে।
অন্য অনেকের মত তোমার গল্প, কবিতার কোথাও আমি নেই। নাইবা থাকলাম, আমার গল্পজুড়ে বরং তুমিই থাকো।

জীবন বোধহয় অতিমাত্রায় নাটকীয়তা পছন্দ করে। নাহলে, এমন কেন হবে বলতো? ঝুম বৃষ্টিতে বহুদিন ব্যঙের ঘ্যানর ঘ্যানর শুনতে শুনতে চা'য়ের কাপ নিয়ে বসা হয়নি। এই সেদিন ও হলো না। এক কাপ চা'য়ের জন্য এতটা হাহাকার জমে যাবে আমি কখনো ভাবি নি।
জীবনে কখন কি ঘটে যায় আমরা কেউ জানি না। তবু ও আমরা স্বপ্ন দেখি। কোন চাওয়া পাওয়ার হিসেব নিকেশ এ আমি যেতে চাই না। এ শহর কিংবা অন্য কোন শহরের হ্যালোজেন এর আলোয় এক কাপ চা'য়ের আবদার তুমি পুষিয়ে দিও।

আবার নাহয় কোন জ্যোৎস্না মাখা সন্ধ্যায় শার্টের হাতা গুটিয়ে দিতে গিয়ে তোমায় ছুঁয়ে দিব। বহুদেশ পরে তুমি ভালো থেকো।
যখন কিছুই করার থাকেনা, অভিধানে একটা শব্দ শুধু আলগোছে থেকে যায়, অপেক্ষা.....

সেই অপেক্ষার নোনা ব্যথার ওপারে তুমি ভালো থেকো,
তুষার শুভ্র কন্টকাকীর্ণ সমস্ত পথ পেরিয়ে নিজেকে শুদ্ধতম মানুষ হিসেবে গড়ে তোল।
ভাল থেকো প্রিয়।
সেদিনের মত আবারো বলছি.... পরাহত জীবনের কোন এক প্রান্তে দাঁড়িয়ে আবারো হাতে হাত রাখার আহবান জানাবে কি ??

মন্তব্য ১৭ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:০৭

ঢুকিচেপা বলেছেন: চমৎকার হয়েছে আপনার কাব্যিক লেখা।

“খুব ভালবাসার কারো সাথে হারাতেই বোধহয় একধরণের জিত লুকিয়ে থাকে। কিংবা হার জিতের প্রশ্নই এখানে অবান্তর।”
পছন্দ হয়েছে লাইনটা।

“তারপর আর কখনো তোমাকে চিঠি দেয়ার ইচ্ছে হয়নি, খামবন্দী করে ফেলে রেখেছি।”

এই লাইনটা পড়তে গিয়ে একটা গান মনে পড়লো।

১৫ ই ফেব্রুয়ারি, ২০২১ ভোর ৪:১৬

সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ বলেছেন: প্রথম মন্তব্য এবং প্লাসে ধন্যবাদ।
লাইনটা আপনার পছন্দ হয়েছে জেনে ভালো লাগলো। কিন্তু চমৎকার কাব্যিক লেখা মোটে ও না। পুরোটা এলোমেলো মনে হয়েছে আমার কাছে।
গানটা শোনা হয়নি, আশা করি ভাল লাগবে।
ঢুকিচেপা সবসময় ভালো থাকুন, শুভকামনা রইল।

২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:১৬

রাজীব নুর বলেছেন: দারুন আবেগময় লেখা। আপনি অভিজ্ঞ মানুষ।

১৫ ই ফেব্রুয়ারি, ২০২১ ভোর ৪:২৯

সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ বলেছেন: রাজীব ভাই, আবেগ ছাড়া তো লিখতে পারি না, এই এক সমস্যা।
অভিজ্ঞতার ঝুলি আমার ফাঁকা। তবে আপনি সেদিক থেকে একদম টইটম্বুর।
মন্তব্যে ধন্যবাদ, ভাল থাকবেন।

৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ২:২২

আহমেদ জী এস বলেছেন: সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ ,






সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ যেমন ডেকে যায় একটানা, আমাদের জীবনখানাও তেমনি একটানা স্বপ্ন দেখে যায় । সেসব স্বপ্ন কন্টকাকীর্ণ পথে পা পিছলে যায় বারে বারে, খাবি খেতে থাকে যখন তখন।
নীলচে বিষন্নতা নিয়ে স্বপ্ন দেখা চোখের কোনে পিঁচুটি জমে শুধু ..................

লেখা সুন্দর , আবেগময়।

১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:৫৩

সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ বলেছেন: শ্রদ্ধেয় ব্লগার, আপনার মন্তব্যটা বেশ কয়েকবার পড়লাম। স্বপ্ন ছাড়া মানুষ বেঁচে থাকে কিভাবে? আর তাইতো সমস্ত বিষণ্ণতা, হাহাকার ছাপিয়ে মানুষ আবার স্বপ্ন দেখে।
মন্তব্য ভালো লেগেছে। ধন্যবাদ। ভাল থাকবেন।

৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৮:৫৬

কবিতা ক্থ্য বলেছেন: হুমম...
কষ্টে আছে- আইজুদ্দিন।

৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৫৮

নান্দনিক নন্দিনী বলেছেন: 'তুমি কি সেই তুমি নেই, তবে কেন পাই না সাড়া।
আমি তো তেমনই আছি, নিশিদিন সঙ্গী হারা' - শাহানাজ রহমতুল্লাহ।
শুনতে পারেন...

১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:৫৫

সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ বলেছেন: সুন্দর গানের জন্য ধন্যবাদ নন্দিনী আপু। ভাল থাকুন।

৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:৩৫

জুল ভার্ন বলেছেন: চমতকার লিখেছেন!

১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:৩১

সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ বলেছেন: ধন্যবাদ। ব্লগে ফিরে আসায় আন্তরিক শুভেচ্ছা। ভালো থাকুন।

৭| ১৯ শে মার্চ, ২০২১ দুপুর ১:৩৭

রাজীব নুর বলেছেন: আপনি কেমন আছেন?

১৯ শে মার্চ, ২০২১ বিকাল ৩:৪৭

সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ বলেছেন: আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন?

৮| ২০ শে মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:৫৩

সুনীল সমুদ্র বলেছেন: দুর্দান্ত !! ….. এ তো দেখছি অসাধারন লেখা !
এতো চমৎকার শব্দমালা …..খুব দ্রুত মনকে ছুঁয়ে গেল !

এতো অনুভূতিপ্রবণ, এতো আবেগময়, এতো হৃদয়-স্পর্শী লেখা অনেকদিন চোখে পড়েনি !
আপনার লেখার মধ্যে ‘চিঠি’র কথা উল্লেখ আছে ! …. খুব সম্ভবতঃ আপনি নবীন কোন লেখক নন। নবীনরা তাদের রচনায় ‘চিঠি’র চেয়ে ই-মেইলের কথাই বেশী লিখবে, তাইনা ?

ধারণা করছি, আপনি আমাদেরই সমসাময়িক, কথাসাহিত্যে বেশ অভিজ্ঞ একজন তীক্ষধার দক্ষ লেখক।
আপনার লেখার পরিপক্কতা, আলাদা বৈশিষ্ট্য, আমার নজর কাড়লো খুব। ….এমন স্বপ্নাবিষ্ট কথামালার অনুপম মাধুরী দিয়ে আগামীতে আরও সফল হোন, সেই শুভকামনা রইলো।

শুভেচ্ছা নিরন্তর।

২১ শে মার্চ, ২০২১ রাত ১২:১৭

সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ বলেছেন: লিখাটা আপনার মন ছুঁয়েছে জেনে ভালো লাগলো।
সুনীল সমুদ্র, আমি একদমই নতুন লেখালেখিতে। আপনার কয়েকটি লিখা পড়েছি, ভালো লেগেছে। আপনার ব্লগিং বয়স দেখে মনে হচ্ছে আমি আপনার অনুজই হব। বিশ্ববিদ্যালয়ের গন্ডী এখনো চুকেনি।
আর চিঠির কথা বলছেন, ও হয় এখনো, যদিও এ শহরে চিঠি দেয়ার মত কোন ঠিকানা কিংবা ডাকবাক্স নেই।

আপনার মন্তব্য পেয়ে খুশি হলাম। প্লাসে অনুপ্রাণিত হয়েছি।
এত চমৎকার মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
শুভকামনা জানবেন।

৯| ০২ রা জুলাই, ২০২১ রাত ১১:১৮

খায়রুল আহসান বলেছেন: আমি আপনার পোস্টগুলো প্রথম থেকেই ক্রমান্বয়ে পড়ে আসছি। যতই উপরে উঠছি, ততই স্পষ্ট দেখতে পাচ্ছি লেখাগুলো তত কাব্যিক হচ্ছে, চিত্তাকর্ষক হচ্ছে। কোন কোন লেখায় হয়তো একটা তাড়াহুড়োর প্রচ্ছন্ন ছাপ থাকে, তবে সেটা মোটেই 'এলোমেলো' নয়, আর এটাতো নয়ই। ১ নং প্রতিমন্তব্য প্রসঙ্গে কথাটা বললাম। আপনি কি বাংলায় (বিষয় হিসেবে) পড়ছেন?

চমৎকার পোস্টটিতে ভাললাগা। + +

০৪ ঠা জুলাই, ২০২১ বিকাল ৪:২৯

সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
পোস্টটি ভালো লেগেছে জেনে আমারো ভালো লাগলো।
"আপনি কি বাংলায় (বিষয় হিসেবে) পড়ছেন? " নাহ, আমি সোশ্যাল সাইন্সের একটা বিষয়ে পড়ছি।
লেখায় তাড়াহুড়োর ব্যাপারটা থাকে বোধহয় এজন্য, যখন কিছু মাথায় আসে এটা না লিখলে পরে ভুলে যায়। সেজন্য তাড়াতাড়ি লেখার একটা ব্যাপার থাকে।

প্লাসে প্রীত হলাম।
শুভকামনা জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.