নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
What do you want your story to be? And then go write your masterpiece.
মাত্র ৫৪ পেইজের এই বইটি বাচ্চাদের জন্য হলেও আমার মনে হয় প্রাপ্তবয়ষ্ক একজন মানুষ আরও বেশী নিজের সাথে রিলেইট করতে পারবে। গল্পটা শুরু হয় এভাবে ছয় বছরের একটা বাচ্চা একটা ড্রয়িং করে এবং এটা ছিল তার প্রথম আঁকা ছবি। একটা সাপ পুরো একটা হাতি গিলে ফেলে, সে ছবিটা যখন সবাইকে দেখায় কেউ বুঝতে পারে না, সবাই বলে এটা তো একটা হ্যাট। সে আবার ছবিটা আঁকার চেষ্টা করে এবং এবার ক্লিয়ারলি বুঝা যায় একটা সাপ একটা হাতিকে গিলে ফেলছে। তখন সবাই বলে এসব ছবি এঁকে কি হবে? যেমনটি আমাদের বাবা -মায়েরা বলে ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে হবে। তাঁকেও বলে ইতিহাস, ভূগোল, গ্রামার এসব পড়তে হবে। তারপর সে আর ছবি আঁকেনি। এই বাচ্চাটা বড় হয়ে একজন পাইলট হয়। দুর্ভাগ্য কিংবা সৌভাগ্যক্রমে একবার তার প্লেন ক্রাশ করে একটা মরুভূমিতে আর তখন তার সাথে দেখা হয় লিটল প্রিন্স এর। লিটল প্রিন্স থাকে খুবই ছোট একটা গ্রহে, সেখানে শুধু দুইটা জাগ্রত ভল্কানো আর একটা মৃত ভলকানো আছে, আর আছে একটা রোজ। আর এই লিটল প্রিন্স এর সাথে পুরো গল্পটা লেখক এত চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছেন, প্রত্যেকটা মেসেজ আমার কাছে এত গভীর আর অর্থবহ মনে হয়েছে বইটা আর একবার পড়তে একটুও বিরক্ত লাগবেনা।
লিটল প্রিন্স এর সাথে রোজ এর যখন পরিচয় হয় তখন সে দেখে কিভাবে ছোট চারা থেকে ধীরে ধীরে তার পুরো সৌন্দর্য নিয়ে প্রস্ফুটিত হয়। সে রোজ এর সব রকমের যত্ন নেয়। একসময় এসে সে মনে করে তার একজন বন্ধু লাগবে যে তাকে বুঝতে পারবে, তখন সে অন্য গ্রহগুলোতে যাওয়ার প্রস্তুতি নেয়। যখন আমাদের প্রিয়জন আমাদের ছেড়ে কোথাও যায়, আমরা কষ্ট হলেও বলি, ইটস ওকে ; আমরা পারবো। ঠিক তেমনি ভাবে রোজকে যখন জিজ্ঞেস করে তুমি কিভাবে টিকে থাকবে এত বৈরী আবহাওয়ায়? তখন সে খুব জোর দিয়ে বলে তুমি যাও আমি পারবো।
লিটল প্রিন্স প্রথমে যায় একটা গ্রহে যেখানে শুধুমাত্র একটা রাজা, তার কোনো কাজ নেই, সেখানে আর কেউ নেই। এখানে রাজার একটা চমৎকার কথা আছে... "if i ordered a general to change into a sea-bird, and if the general did not obey, it would not be the general's fault. It would be my fault. "
সে তারপর যায় একটা গ্রহে যেখানে শুধুমাত্র একজন মাতাল, সে সারাদিন ড্রিংস করে। তারপর যায় যেখানে শুধু একজন লোক যে সারাদিন হিসেব করে। আমাদের আশেপাশে অনেক ধনী ব্যক্তির মত। সে যত বেশি স্টার গুনতে পারবে ততবেশি স্টার তার হবে এবং সে অনেক ধনী হবে। তারপর সে যায় একটা গ্রহে যেখানে একটা ল্যাম্পপোস্ট আর লাইট আছে, আর একটা লোক প্রতি এক মিনিটে এটা অন আর অফ করে। তারপর সে যায় একজন জিওগ্রাফার এর কাছে এবং সেখান থেকে সে পৃথিবীর খোঁজ পায়। তারপর সে পৃথিবীতে আসে। সে মানুষ খুঁজতে থাকে, প্রথমে দেখা হয় সাপের সাথে দ্যান ফক্স এর সাথে। সে ফক্সকে যখন জিজ্ঞেস করে মানুষ কোথায়? আমার একজন বন্ধু লাগবে। তখন ফক্স হাসি দিয়ে বলে " one is also alone among men ". ফক্স তাকে বন্ধুত্বের অফার দেয়। লিটল প্রিন্স তখন ভাবে তোমার সাথে বন্ধুত্ব করে কি হবে? এই বইয়ের ৪০ নাম্বার পেইজে লেখক যে মেসেজটা দিতে চেয়েছেন তা এত অসাধারণ। পৃথিবীতে আমরা প্রত্যেকটা মানুষ ইউনিক। সৃষ্টিকর্তা আমাদেরকে অসামান্য পরিমাণ গুণাগুণ দিয়ে পাঠিয়েছেন। এই শত কোটি মানুষের মধ্যে আপনার একজন মানুষকেই ভালোলাগবে, সে আর কারো মত না। সে একদমই আলাদা। তার কন্ঠ, স্পর্শ আপনাকে যতটা অনুভূতি দিবে সেটা আর কেউ দিতে পারবে না, কেউ না। " I am only a fox to you like a hundread thousands foxes. But if you tame me, we will need one another . You will be unique in the world for me. I will be for you unique in the world."
আসার পথে লিটল প্রিন্স অনেকগুলো রোজ একসাথে দেখেছিল। তখন সে ফীল করে দেখতে একই হলেও এরা কেউ তার রোজ এর মত না। তার রোজ সম্পূর্ণ আলাদা। আমরা যখন আমাদের পরিবার বা কাছের কেউ দেশের বাইরে চলে যায় অনেক সময় আকাশের দিকে তাকিয়ে ভাবি সেই দেশটা ঠিক কোন জায়গায় বা সে কি করছে ঠিক তেমনি ভাবে লিটল প্রিন্স ও আকাশের দিকে তাকিয়ে ভাবে ওই ছোট্ট স্টারটাই তার গ্রহ আর ওখানেই তার রোজকে রেখে এসেছে। একটা লাইন ছিল এমন "if someone loves a flower that only exists in one million and millions of stars, that’s enough for him to be happy when he looks at them ".
ফক্স এর সাথে তার বন্ধুত্ব হয়ে গেলে সে লিটল প্রিন্সকে অনেক কিছু শেখায়। আমারা মানুষ শুধু বলতে চায়। কারোটা কেউ শুনতে চায় না। ৪২ নাম্বার পেইজে একটা লাইন ছিল এমন " It is very simple : one sees only with the heart. What is essential is invisible to the eyes ".
লিটল প্রিন্স তো চলে যাবে, তখন সে ফক্সকে বলে তোমার খারাপ লাগবে, ফক্স সায় দেয়। তখন সে বলে তুমি হেরে গেছ, ফক্স ম্লান হেসে বলে না আমি হারিনি। তখন সে তার সমস্ত অনুভূতি দিয়ে প্রিন্সকে বলে " we risk crying a little if we let ourselves tame ". আপনি কাউকে সত্যিকার অর্থে ভালোবাসবেন আর তার জন্য কাঁদবেন না এটা তো হতেই পারে না। তখন ফক্স তাকে একটা সিক্রেট বলে। এটা হয়তো তাদের জন্য যারা ভালোবাসে বলে কিন্তু কোন প্রকার কমিটমেন্ট বা রেন্সপন্সিবিলিটির ধারে কাছে ও যেতে চায় না। " Men have forgotten this truth. But you must not forget it. You become responsible forever for what you have tamed. You’re responsible for your rose. লিটল প্রিন্স তখন ফীল করে তাকে ফিরতে হবে। তার রোজ একা, সে এত দুর্বল, মাত্র চারটা কাঁটা দিয়ে সে কি করে নিজেকে প্রটেক্ট করবে। তাঁর মন কেঁদে ওঠে যদি রোজ এর কিছু হয়ে যায়। লিটল প্রিন্স আটদিন যাবৎ তার পৃথিবী ভ্রমন আর বন্ধুত্বের গল্প বলে যায় পাইলটকে। সে বার বার পাইলটকে বলে একটা শীপ এঁকে দিতে কারণ তার গ্রহে শুধু একটা শীপ এর জায়গা হবে। তখন সে জানতে চায় শীপ কি রোজ কে খেয়ে ফেলবে? পাইলট যখন বলে হ্যাঁ। লিটল প্রিন্স তখন কেঁদে উঠে। যেমন করে আমরা আমাদের প্রিয় মানুষকে হারিয়ে ফেলার ভয়ে কাঁদি তেমন করে সে তার রোজ এর জন্য কাঁদে। যাকে সে যত্ন করেছে, তাকে প্রটেক্ট করার দায়িত্ত্ব তার। লিটল প্রিন্স হারিয়ে যায়, বাট পাইলট জানে এক অন্য বন্ধুত্বের গল্প। যেটা সে কাউকে বলে না।
৩০ শে নভেম্বর, ২০২৩ রাত ১১:০৫
সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ বলেছেন: ধন্যবাদ। অনেক দিন পর আসলেন ব্লগে। ভালো থাকবেন।
২| ২৯ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১:১৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অসাধারণ লেগেছে আপনার পোস্ট। শেষের দিকটা পড়ে আমার মনটাও বেদনায় ভারাক্রান্ত হয়ে উঠলো।
৩০ শে নভেম্বর, ২০২৩ রাত ১১:০৮
সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ বলেছেন: ধন্যবাদ। বইটা পড়তে গিয়ে নিজের অজান্তেই দু ফোঁটা অশ্রু ঝরেছিল।
ভালো থাকবেন।
৩| ২৯ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১:৪৯
মাহমুদুর রহমান সুজন বলেছেন: পোস্টটি পড়ে ভালো লাগল।
৩০ শে নভেম্বর, ২০২৩ রাত ১১:০৮
সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ বলেছেন: মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
৪| ২৯ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৪:১৬
রাজীব নুর বলেছেন: এটা কি বুক রিভিউ?
৩০ শে নভেম্বর, ২০২৩ রাত ১১:০৯
সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ বলেছেন: এটা কিছু না। পোস্ট না পড়ে মন্তব্য করতে আসবেন না।
৫| ২৯ শে নভেম্বর, ২০২৩ রাত ১০:১১
শহুরে আগন্তুক বলেছেন: আমার এক জীবনে পড়া প্রিয়তম বইগুলোর একটি। এর মতো প্রিয় আরেকটা বই হলো " রূপের ডালিখেলা - ইউ ইয়াকভলেভ "।
৩০ শে নভেম্বর, ২০২৩ রাত ১১:১৩
সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ বলেছেন: সত্যি বইটা ভালো লাগার মত একটা বই। আপনার দেয়া বইটা খুঁজলাম, এটা বোধহয় অনুবাদ, মূল ইংরেজিটার নাম কী?
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা রইল।
৬| ১০ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৩১
শহুরে আগন্তুক বলেছেন: ইংরেজি নামটা পেলাম না। ননী ভৌমিকের দুর্দান্ততম অনুবাদে বইটা প্রগতি প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছিল। এখন প্রথমা থেকে রিপ্রিন্ট এভেইলেবল।
২২ শে মার্চ, ২০২৪ ভোর ৫:০২
সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ বলেছেন: ফের মন্তব্যে অনেক অনেক ধন্যবাদ। বইটি সংগ্রহ করার চেষ্টা করবো। ভালো থাকবেন।
৭| ১২ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৯:৪৪
খায়রুল আহসান বলেছেন: প্রথম মন্তব্যেই মোঃমোস্তাফিজুর রহমান তমাল বলেছেন: ভালোবাসা, মায়া-মমতা, দায়িত্ববোধ ও মানবতার গল্প। ভালো লেগেছে। আমার কথাটাই তিনি বলেছেন।
"যাকে সে যত্ন করেছে (ভালোবেসেছে) তাকে প্রটেক্ট করার দায়িত্ব তার" - একটি সংবেদনশীল মন না থাকলে এমনটি ভাবা যায় না।
পোস্টে তৃতীয় প্লাস। + +
২২ শে মার্চ, ২০২৪ ভোর ৫:১১
সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ বলেছেন: মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ। বাস্তবে আমার মনে হয় এসব হয় ও না, কার এত দায় পরছে? আজকাল তো মানুষ নিজেকে ছাড়া কিছু ভাবেই না। যার একটা সংবেদনশীল মন আছে সে নি:সন্দেহে অনেক বড় মাপের একজন মানুষ।
প্লাস এর জন্য কৃতজ্ঞতা জানবেন। অনেক অনেক ভালো ও সুস্থ থাকবেন।
©somewhere in net ltd.
১| ২৯ শে নভেম্বর, ২০২৩ সকাল ১১:১৩
মোঃমোস্তাফিজুর রহমান তমাল বলেছেন: ভালোবাসা, মায়া-মমতা, দায়িত্ববোধ ও মানবতার গল্প। ভালো লেগেছে।