![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রতিহিংসা দিয়ে একটি রাষ্ট চলতে পারে না, রাষ্টের উন্নয়নের পেছনে কাজ করে ন্যায়পরায়নতা ও দেশের স্থিতিশীলতা, নৈরাজ্য আন্তঅহংকার শুধু আমাদের ঠেলে দিবে ধ্বংসের মুখে, দেশের তিনটি শক্তিশালী দল আছে, তাদের একে অপরের প্রতি শ্রদ্ধা থাকা প্রয়োজন 40 বৎসর আগের ঘটনা জাগ্রত করে দেশের কোন লাভ নেই, বরং নৈরাজ্যতাই বৃদ্ধি পেতে থাকবে এবং কুফল হিসাবে পাকিস্তানের মত অস্থিতিশীল রাষ্টহিসাবে পরিনত হবে, আমাদের এখনও সময় আছে, এসব নাটকীয় দুরদর্শিতাহীন বিচার থেকে সরকাকে অবশ্যই বিরত থাকা প্রয়োজন, এ যুদ্ধ কখনও কারো উপকার বয়ে আনবে না। সমস্ত দেশের মানুষ এর পত্যক্ষ এবং পরোক্ষ ক্ষতির সম্মূখীন হচ্ছে এবং হবে। দ্রব্যমুল্যে নাভিশ্বাস, অরাজকতা, সাম্প্রাদায়ীক সম্প্রীতি বিনষ্ট, দলীয় কন্দোল, এসব জনসাধারনের প্রভুত অকল্যান বয়ে আনছে যা সরকারের বিপক্ষে কঠোর অবস্থান নিতে বাধ্য করে এবং পরম্পরায় সরকারও কঠোর অবস্থান নিলে গৃহযু্দ্ধ অবধারিত। শত শত মানুষ মারা যাচ্ছে যাবে। এহেন পরিস্তিতে সরকার সহ সব দলের আলোচনা বৈঠক একান্ত কাম্য, ইসলামকে ভয় পাবার কিছু নেই যেখানে ইসলাম আছে তার প্রয়োগ আছে সেখানে নেই কোন অশান্তির চায়া দৃষ্টান্ত- মালয়শিয়া, ইরান, ইউএই, সৌদি। ইসলাম এবং তার অনুসারীদের উচিত ইসলামের বিধিনিষেধ কঠোর ভাবে মানা, না-আস্থিক বামপন্থিদের প্ররোচনায় দেশের নীতি নির্দারন করে কোন ভাল ফল বয়ে আনবেনা এরা বিদেশী মদদে এদেশের রাজনীতির সাথে মিশে মানুষের মাঝে দেশ প্রেম নামক মুখোশ পরিধান করে সমাজে রাষ্ট্রে বিবেধ সৃষ্টি করে উন্মাদনা তৈরি করে পরাশক্তিদের সহায়তা করে যাচ্ছে। আমরা শান্তিপ্রিয় জাতী আমরা কঠোর পরিশ্রমীও উন্নতি আমাদের হাতের নাগালে সুধু দরকার সুযোগ আর এই সুযোগ দিতে পারে সরকার, কিন্তু স্বাধীনতার 41 বৎসর অতিক্রান্ত হয়েছে, সরকার গুলো একের পর এক সাগর দুনীর্তি এবং রাহাজানি, নৈরাজ্যতা সৃষ্টি করে বারংবার দেশকে পিছিয়ে নিয়ে যাচ্ছে। যে গর্ত তারা আজ খুড়ছে আজ না হয় কাল তারা নিজেরাও পড়বে সে গর্তে আমরা দেখেছি যখন খালেদা বিরোধিদের শায়েস্তা করার জন্য র্যাব গঠন করে পরবর্তীতে তিনিও তার দল সেটার ভূক্তভোগী হন, মিড়িয়া ব্যবহার করে কখনও সত্যকে বহুদিন আগলে রাখা যাবেন সেটা প্রচার পাবে, যেমন প্রচার পেয়েছে ইরাকের রাসায়নিক বোমার গল্প, এবং ওয়াল্ড ট্রেড সেন্টারের ধ্বংসের সাজানো কাহীনি, আমাদের দেশের মানুষ এখনও সংবাদের জন্য টিভি নির্ভর তাই সরকার নিরলস ভাবে এসব মিডিয়া ব্যবহার করে যেভাবে তার নিষ্পাপতার এক কলঙ্কিক অধ্যায় প্রচার করে বেড়াচ্ছেন তা এক কথায় জঘন্য কাজ, আমাদের অধিকাংশ MANGO PEOPLE তা গলদ করেছেন , তবে তা আউট হতেও বেগ পেতে হবেনা। দমন নিপিড়ন দিয়ে তত্তাবধায়ক যেমন থাকতে পারেনি তেমনি এ সরকারও থাকার নয়। অবশেষে বলতে চাই প্রত্যেক ক্রিয়ারই বীপরীত ও সমান প্রতিক্রিয়া আছে তাই সাবধান।
২| ০৯ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২২
সংবাদ বলেছেন: যারা দোষী তাদের বিচারের আওতায় আনাতে কোন আপত্তি নেই কিন্ত সি বিচার হয় যদি অনিরপেক্ষ দমন নীপিড়ন তাহলে এ বিচার মানব কি ভাবে। দুই দুইজন কে শাস্তি দিল কই জামায়াত বা তার দলের থেকে তেমন কোন হুংকার ছাড়া হয়নি কিন্তু সাইদির ব্যাপারে যখন আসল তখনই শুধু আপত্তি কারন তিনি নির্দোষ এটা ১০০%। সরকার যেভাবে নাটক সাজাইচে তাতে অনেকের বিশ্বাস থাকতে পারে কিন্তু অনেকের না। তার দলের লোকদের যারা যুদ্ধাপরাধের সাথে জড়িত, তার ব্যাপারে কি হবে, শুধু কেন্দ্র খুলে নিরাপত্তার বলয়ে বিরানী খেয়ে ফাসী চাই ফাসী চাই চিৎকার করলে আপনাদের লাভ হতে পারে কিন্তু দেশের নয়। এক পাক্ষিক বিচার কোনদিন সুফলতা পায়নি এভাবে হত্যাযঙ্গ মিড়িয়া দ্বারা প্রচার করে যায়েজ করা যায় কিন্তু সূদুর ফল খুবই ভয়ংকর হয়। যুদ্ধাপরাধ শুধু তারা করেনি। বর্তমান সরকারের এবং কেন্দ্রের যারা আছে তারাও রাষ্ট দ্রোহের মতন অপরাদ করেছেন এমন প্রমান হাতের মুঠোয়। হত্যা লুন্ঠন, চাদাবাজী, দুর্নীতি , নানা বিধ কেলেংকারী করে সরকার এসব চলনা করে পার পেয়ে যাবে এটা মনে করার কোন কারন নাই।
৩| ০৯ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩০
ফাহীম দেওয়ান বলেছেন: আপনারে আজকে যদি কেউ রেইপ করে, তাহলে ৪০ বছর পর্যন্ত যদি আপনি এই বিচার না পান, তহলে
আপনি কি তাকে ছাইড়া দিবেন ?
নাকি তাকে কাছে পেলে আর একবার রেইপ হওয়ার আকুল আবেদন জানাবেন ?
আর কিছু না খালি এই প্রশ্নের ডাইরেক্ট উত্তর দেন হ্যা নাকি না । তার পর কথা। পিছলাইলেই বুঝবো আপনার বিবেকের মধ্যে সমস্যা আছে।
সব সমস্যাই সমস্যা, সব সমস্যার ই সুরাহা হওয়া দরকার। কিন্তু একটাকে হাল্কা করতে আর একটাকে সামনে নিয়ে আসলেই নতুন আর একটা সমস্যা তৈরী হয়।
©somewhere in net ltd.
১|
০৯ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০৬
নায়করাজ বলেছেন: সমাজ টিকে থাকে ন্যায় বিচার এবং তা নিশ্চিত করার মাধ্যমে। মিথ্যাচার কেবল মানুষকে পিছিয়ে দেয়।
ইসলামের সেবক বলে দাবীদার জামায়াত শিবির রাজাকার যুদ্ধাপরাধী চক্রের মিথ্যার বেসাতি পাবেন নিচের লিংকে। তাদের মিথ্যার বেসাতি দেখে অবাক হয়ে যাবেন। Click This Link
ইসলামের সেবক বলে দাবীদার জামায়াত শিবিরের নেতা মওদুদীর ভ্রান্ত আকিদা সম্পর্কে বলেছেন বিভিন্ন আলেম উলামাগণ। সরাসরি নিচের লিংকে চলে যান : Click This Link
জামাতে ইসলাম প্রকৃত ইসলাম নয়। বিস্তারিত পাবেন এখানে : Click This Link
জামাত শিবিরের অর্থনৈতিক শক্তি ভেঙ্গে দেন। ওদের সামাজিক ও অর্থনৈতিকভাবে বয়কট করুন। ওদের প্রতিটি অর্থনৈতিক প্রতিষ্ঠান সম্পর্কে জানুন। ওদের প্রতিষ্ঠানে বিনিয়োগ করবেন না। বরং বিনিয়োগ বা অংশীদারিত্ব থাকলে প্রত্যাহার করুন। ইসলামী ব্যাংক থেকে সকল টাকা তুলে নিন। আপনার টাকা দিয়ে ওদের দেশবিরোধী কার্যকলাপ চালাতে দেবেন না।
নিচের লিংকে গিয়ে লেখাটা কপি/পেস্ট করুন। শেয়ার করুন, ছড়িয়ে দিন। সবার সামনে ওদের মুখোশ খুলে দিন। জামাত শিবির পরিচালিত প্রতিষ্ঠানের বিস্তারিত তথ্য পাবেন এখানে : Click This Link
ইসলামের কোথায় লেখা আছে গণহত্যাকারী, গণধর্ষণকারী, লুণ্ঠনকারীদের বিচার চা্ওয়া যাবে না ?