![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্কুলে পড়ার সময় বার্ষিক পরীক্ষা শেষে বেশ কিছুদিন সময় পাওয়া যেত ওই সময়টা তে আমরা নানু বাড়ি, দাদু বাড়ি ঘুরে বেড়াতাম। খুব অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করতাম নতুন ক্লাসের নতুন বই কখন হাতে পাব, নতুন বই পাওয়ার পর প্রথম যা করতাম তা হল বাংলা বইয়ের মজার গল্প গুলো, কবিতা গুলো পড়ে ফেলতাম। তার পাশাপাশি অন্যান্য বইগুলোতেও খুঁজার চেষ্টা করতাম গল্পের মত করে কিছু আছে কিনা। নতুন বইয়ের একটা গন্ধ ছিল যা অনেক ভালো লাগতো, বই গুলোকে আম্মু পুরনো ক্যালেন্ডার দিয়ে বেঁধে দিত। যথারীতি কিছুদিন পরেই অবশ্য বইয়ের প্রতি ভালবাসা কিছুটা কমে যেত। এই বার কাছ থেকে দেখা হয়নাই কিন্তু অনেক জায়গায় ছেলেমেয়েদের নতুন বই পাওয়া নিয়ে অনেক লিখা দেখলাম, ভাল লাগলো অনেক অনেক। কার যেন কথা যায় দিন ভালো যায় আসে দিন খারাপ। যদিও খারাপ বলে কিছু নেই কিন্তু ফেলে আসা সময় গুলোকেই আমরা বোধহয় সব চেয়ে বেশি মনে রাখি।
০৩,০১,২০১২
©somewhere in net ltd.