![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছাত্রজীবনে আমরা প্রায় সবাই গ্রাম্যমেলা নিয়ে রচনা পড়েছি । ইংরেজীতে বা বাংলায় ।সেই মেলা গুলো বসতো নদীর পাড়ে ,কখনও বিশাল কোন মাঠ জুড়ে ,কখনও বা বিশাল কোন বটগাছকে ঘিরে । ছোটবেলায় গ্রামের বাড়ি বেড়াতে গেলে কেউ একজন এমন একটা বটগাছের সাথে আমাকে পরিচয় করিয়ে দিয়েছিল ।তার নাকি বয়স বেশ ভারী ! মেদযুক্ত দীর্ঘকায় সুমোর চেয়েও বিশাল এক দেহ নিয়ে দাঁড়িয়ে ছিল শতবর্ষী হয়ে ।তার শাখা প্রশাখা গুলো ছড়িয়ে পড়েছিল অনেক দূরে কোথাও। কিন্তু শিকড়ের বন্ধনকে কখনও ছাড়িয়ে যায়নি তারা ।
আজ হঠাত্ মনে হল বটগাছটির কথা ।পরিবর্তনশীল মানসিকতাকে প্রশ্রয় দিয়ে মানুষ বেড়ে উঠে প্রতিনিয়ত ।আমাদেরকে ঐ বটগাছটি যেন বলছে ,
Branches may go anywhere ,but they are always committed to their roots.......
২| ০৪ ঠা জুলাই, ২০১৩ দুপুর ২:০৪
কাজীদা বলেছেন: একগুচ্ছ প্লাস ..... !! আমি অবনত মস্তকে কৃতজ্ঞ খেয়াঘাট :-)
©somewhere in net ltd.
১|
০৪ ঠা জুলাই, ২০১৩ ভোর ৪:৩৮
খেয়া ঘাট বলেছেন: Branches may go anywhere ,but they are always committed to their roots.......
কী সুন্দর কথা। একেবারে বুকের গহীনে স্পর্শ করলো।
++++++++++++++++++++++++++++++++++++++++++
একগুচ্ছ প্লাস।