![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কোটাধারীদের মেধা এতটাই নিম্নপর্যায়ে যে ,বিশেষ সুবিধা ভোগ করেও তারা সফল হতে পারেনা -তাই প্রতিবছর কোটার অধীন শতশত আসন শূন্য থাকে এবং সেই শূন্য আসনগুলো পূরণের জন্য মেধাশূন্য ব্যক্তিদের জন্য অপেক্ষায় থাকে আমাদের প্রচলিত ব্যবস্থা ।একটু দেখি ,কোটাধারীদের গ্রহণযোগ্যতা কেমন ।
১. উপজাতি কোটার যৌক্তিকতা কতটুকু ?
তারা নাকি দেশের অবহেলিত একটি অংশ (!) উপজাতি অধ্যুষিত অন্চলগুলো শিক্ষা ক্ষেত্রে অনগ্রসর ।বর্তমানে অবশ্যই ঐ অন্চল গুলোর অবস্থা অনেক উন্নতি সাধন করেছে ।অন্ততঃপক্ষে,উত্তরবঙ্গের মঙ্গাপীড়িত দরিদ্র জনগোষ্ঠীর চেয়ে তারা বেশ ভালো অবস্থানেই রয়েছে ।কিন্তু উত্তরবঙ্গের ঐসকল জনগোষ্ঠীর জন্যে তো কোন "মঙ্গা কোটা" নাই !
যাইহোক ,মেনেই নিলাম ,উপজাতি অধ্যুষিত অন্চলে মান-সম্মত স্কুল-কলেজ নাই (!) তাই বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির ক্ষেত্রে তাদেরকে কোটা অধিকার প্রদান করা হতে পারে ।
প্রশ্ন হল ,বিশ্ববিদ্যালয়গুলোতেও কী তারা অবহেলিত অথবা অসহায় অংশ ?এসকল বিশ্ববিদ্যালয়গুলোতে প্রচলিত শিক্ষাব্যবস্থা এবং পাঠদান পদ্ধতি কী তাদেরকে কোনরূপ বৈষম্যের মুখোমুখি করে ?যদি সেটি না হয়ে থাকে ,তবে কেন পাবলিক সার্ভিস এগ্জাম গুলোতে তাদেরকে কোটা অধিকার প্রদান করা হবে ?
২. "প্রাণের মায়া সাঙ্গ করে" যেসকল মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছেন ,তাঁদের স্যালুট ।তাঁরা তো আমাদের ভবিষ্যতকে সমুন্নত রাখতেই জীবনবাজি রেখে যুদ্ধ করেছেন ।বিশেষ অধিকার যদি প্রদান করতেই হয় ,তাঁদেরকে দিন ।তাঁদের মেধাহীণ ,কাপুরুষ সন্তানকে কেন ?তাও আবার শুধু সন্তান নয় ,নাতি-নাতনী পর্যন্ত এই ভিক্ষা পেয়ে আসছে ।একজন মেধাবী তার মেধা দিয়ে সুযোগ পাবেনা ,অন্যদিকে ,বাপ-দাদার কৃতিত্বে একজন মেধাহীণ অবলীলায় সুযোগ পাবে -এটা সত্যিই ,মেধাবীদের প্রতি চরম উপহাস ।
৩. বর্তমানে ,আমাদের দেশে নারীরা সুস্পষ্টতঃ কোনভাবেই পিছিয়ে নেই ।অনেকক্ষেত্রেই ,পুরুষদের চেয়ে এগিয়ে তারা ।নারী কোটার মতো ভীষণ অযৌক্তিক এই ব্যবস্থা ,আমাদের অগ্রসরমান নারীকূলের প্রতি অশ্রদ্ধার নামান্তর।কেননা ,এই কোটা ব্যবস্থা তাঁদেরকে জোর করে "দূর্বল" বলে আখ্যায়িত করছে ।
অধিকারের প্রশ্নে বৈষম্যের উপস্থিতি সর্বদা ক্ষোভের সন্চার করে ।বৈষম্যের কারণে সৃষ্ট ক্ষোভের পথ ধরে রচিত হয়েছে স্বাধীনতার ইতিহাস ।আজ ,স্বাধীন বাংলাদেশে এমন জঘন্য বৈষম্য আর কতকাল আমাদের মেনে নিতে হবে ? তাই একজন বন্চ্ঞিতের প্রশ্ন ,
"এই দেশ আমাকে জন্ম দিয়ে শোষণ করছে ,আমি কোন তাগিদে তাকে ভালবাসব ?"
©somewhere in net ltd.