![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘাতক চাহনীর ফান্দে পড়িয়া
জীবন নিরানন্দ ,
কান্দি আমি অতীত চাহিয়া,
ভয়ানক এই দ্বন্দ্ব ।
রন্ধ্রে রন্ধ্রে ভালোবাসা,
কত স্বপন কত আশা,
অপর কূলে উঁকি দিয়া চক্ষু হইল অন্ধ,
ভয়ানক এই দ্বন্দ্ব ।
একেলা মানুষ উড়াই ফানুস,
আপনালয়ে পড়িয়া বেহুঁশ,
আজিকার লোভ সব ছাড়িল পথ করিল
বন্ধ,
ভয়ানক এই দ্বন্দ্ব ।
এক্ষনে আমি আমারি নয়,
দুইজনাতে এক হৃদয়,
রকমভেদের এই দুনিয়ায়
একজনাতেই জব্দ !
কপাল বিষম মন্দ ,
ভয়ানক এই দ্বন্দ্ব !
ইতি , নব্যপ্রেমিক নন্দ ।
২| ২৫ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:৫৬
কাজীদা বলেছেন: ধন্যবাদ বন্ধু ।আপনার নামটাও অনেক সচেতনতামূলক
©somewhere in net ltd.
১|
২৫ শে আগস্ট, ২০১৩ ভোর ৫:৫৬
পরিবেশ বন্ধু বলেছেন: সুন্দর কবিতা
ধন্যবাদ +