![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আলো আঁধারির ছলনায় হারিয়েছি বোধ,
সাঙ্গ করে সকল ব্যস্ততা
জাগে ভালবাসার রোদ।
সীমার বাহিরে অসীম দৃষ্টিপাত,
চোখে রেখে চোখ,
উষ্ঞ নিশ্বাস আর ঘর্মাক্ত বোধ।
সংস্পর্শে হলেম উন্মাদ,
তোমার বুকের মাঝে স্বাদ,
স্রোতধারা বয়ে যায়।
তোমার শৃংগার,তোমার আর্তনাদ।
প্রলয়ের আহ্বানে একীভূত জোড়াশালিক,প্রনয়ের বিশ্বাসে।
মুগ্ধতার বাষ্পে বায়বীয় ভালবাসা।
ঠোঁট চেপে ঠোঁটে,
রঙিন ফুল ফোঁটে,
শারীরিক ঘ্রাণ করে অন্ধ
ভাঙে নিস্তবদ্ধতা সাড়ম্বরে।
মুহূর্ত চলে যায় পথ কেটে কেটে,
জগত্ শোনে,চিত্কার খোলা স্বরে।
গুহামুখী স্বঃত্ত্বা খুঁজে পায় আশ্রয়,
নেই লাজ,নেই ভয় ।
উষ্ঞ প্রস্রবনের ধারায় সিক্ত ক্ষুধা তোমার আমার।
পর্বতচূড়ায় করি কর্ষন,
চলে বর্ষন উপত্যকায়,
ভেঙে স্বপ্ন করে বাস্তব,
জড়ানো নিস্তেজ দেহজোড়ায়,
ভালবাসায় ভেজা সব ।।
২| ২৮ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:১১
কাজীদা বলেছেন: ধন্যবাদ মাহমুদুর রহমান সুজন ভাই :-)
৩| ২৮ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:১২
কাজীদা বলেছেন: ধন্যবাদ মাহমুদুর রহমান সুজন ভাই :-)
©somewhere in net ltd.
১|
২৫ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:০২
মাহমুদুর রহমান সুজন বলেছেন: সুন্দর কবিতা