নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাজীদা

কাজীদা › বিস্তারিত পোস্টঃ

সামাজিক জীব

২২ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:৪২

"খিদা লাগলে আর কিছু ভাললাগেনা ।

তখন চুরিও করতে পারি,সন্ত্রাসীও হইতে পারুম"

একদিন ট্রেনভ্রমণে আমার পাশে ছয়-সাত বছরের এক পথশিশু বসেছিল ।

কথাগুলো তার মলিন মুখ হতে নিঃসৃত ।

বেশ কিছুক্ষণ কথোপকথন হলো তার সাথে ।

সে বলছিল তার এই অল্প বয়েসী জীবনে ঘটে যাওয়া কিছু কথা ।



বাড়ি ভোলা ।

থাকে কমলাপুর রেলস্টেশনে ।

মা আরেকজনকে বিয়ে করে চলে গেছে ।

বাবার কাছে থাকতো ।

একদিন তার বাবারও একটা নতুন বৌ জুটল ।

সত্‍মায়ের ঐ সংসারে জায়গা হয়নি ছোট্ট এই অপ্রস্ফুটিত শিশুটির ।



নামটা তার জানা হলোনা ।



ছোট বলে কোন সালাদিয়া হোটেলেও কেউ তাকে কাজ দিতে চায়না ।



কখনও ভিক্ষে করে ,কখনওবা যাত্রীদের কাকুতি করে বোঝা বয়ে নেয়ার বিনিময়ে ক্ষুধাকে বিদায় জানায় সে ।



এক বন্ধুর প্ররোচনায় চট্টগ্রাম গিয়েছিল ।

সেখানে নাকি ভিক্ষে করলে প্রতিদিন দু-তিনশো টাকা রোজগার করা যায় ।

পড়নের কাপড়ও মেলে মাঝে

মাঝে ।

কিন্তু ভাগ্য সেখানেও তাকে ঠাঁই পেতে দেয়নি ।



বড়লোকদের থাপ্পড় আর ছোটলোকদের লান্ছনায় কাটল , চট্টগ্রামে তার একটি সপ্তাহ ।



নগ্ন গায়ে তাই আবার ফিরে যাচ্ছে সে , তার আবাসস্থলে - কমলাপুর রেলস্টেশনে ।



তাকে পড়ালেখার পরামর্শ দিতে গিয়ে মনে হচ্ছিল ,আমি বুঝি তাকে উপহাস করছি !

সংসার হতে তাড়িত এক পথের শিশু ,ক্ষুধাই যার একমাত্র শত্রু ,তার কাছে জ্ঞানার্জন নিছক এক বিলাসিতা ।



বিদ্যালয়ে গিয়ে নষ্ট করার মতো সময় যে তার হাতে নেই ।ক্ষুধাকে যে সে বড্ড ভয় পায় !



সেই পথশিশুটির মনে প্রতিশোধ স্পৃহা প্রবল ।

পরিবার দেখে তার ঈর্ষা হয় ।

ভয়াবহ সেই ঈর্ষা !

বড়লোকদের থাপ্পড় তার অবুঝ মনকে সবুজ করে তোলে প্রতিনিয়ত , প্রতিশোধের মোহে ।



তাকে পথশিশু বলছি ।

কারণ ,সমাজ তাদেরকে পথশিশু নামটি দিয়েই তো আমাদের সাথে পরিচয় করিয়ে দিয়েছে ।



শেখায়নি তাদেরকে পথ দেখানো ।



শিখিয়েছে ধিক্কার ,

এড়িয়ে গেছে তাদের ক্ষুধার্ত চিত্‍কার ।



আমার গন্তব্য চলে এল ।

বাকীসব সামাজিক জীবদের সাথে নেমে পড়লাম ট্রেন থেকে ,পথের শিশুটিকে পথে ফেলে.......

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২২ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:৪৫

পরিবেশ বন্ধু বলেছেন: বেশ ভাল লাগল
শুভকামনা

২| ২৩ শে নভেম্বর, ২০১৩ রাত ২:০২

কাজীদা বলেছেন: অনেক ধন্যবাদ পরিবেশ বন্ধু

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.