নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাজীদা

কাজীদা › বিস্তারিত পোস্টঃ

অভিমান

৩০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৪৬

নিশীথে আজ কাব্যরসে শোনাও আমার স্তুতি,

আমি ছোঁবনা তোমার হাত,

সদ্যজাত রাতের ঘরে জ্বালাও ঘোরের বাতি,

আমি দেখবোনা সেই রাত।



আমি বাইবোনা সেই নদ,

যে শুধায় আজো তোমার দেখানো পথ।



মনের ঘরে সিঁধ কেটেছ,

রুদ্ধদুয়ার পণ করেছ,

গদ্যে পদ্যে মন ভুলেছ,

ভুলিনি আমি কিছুই তার।

বিস্মৃত সব তোমার বোধে,

বিদায় দিলে আপন ক্রোধে,

ধবংসে আমায় তোমার শোধে,

সুখ খুঁজেছ অন্যধার।



অশ্রু যত শ্মশ্রুগত,

মুঠোয় বন্দী বজ্রপাত,

ঢলের মাঝে বাঁধ দিয়েছি,

সইছেনা মোর এ উতপাত।



মনের মেঝে ঝাড় দিয়েছি প্রেম অব্যাহত,

তোমার স্মৃতি মৃত সেথা ঘৃণা অভ্যাগত।



ক্রোধের দোহে জ্বলছে প্রেমের শব হয়েছে সতকার,

একার জগত, তোমায় ছাড়া, এই তো আমি চমতকার।



ওড়াও যত স্বপ্নঘুড়ি আমার আকাশ জুড়ে,

আমি কাটবোনা তার সূতো,

সাতরঙে আজ রাঙাও তোমার আবেগ নবছলে,

প্রেমিক আমি মৃত।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.