নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাজীদা

কাজীদা › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসি, নীলচুড়ি

১১ ই মার্চ, ২০১৪ রাত ২:১৫

উত্তাপের উৎপাত নেই,

হাঁটছি পথ থেকে পাথারে।

শহুরে মৌনতা সবে নুইতে শুরু করলো।

দৃষ্টির মগডালে কল্পনার ঘর।



মোহাবিষ্ট চোখের কামরায় ভালোবাসার মানচিত্র ঝোলে।

জানালার কার্ণিশে দোলে ফুল ফোটানোর সখ।



হঠাত থমকে যাই একটি ভ্যানে।

ছোটছোট ফুলের কুঁড়ির হাতছানি,

আসন পেতে আছে ভ্যানের পরে।



সাধ হলো,

ফুল ফোটানোর সাধ।



বড় শখ হলো,নীলের মাঝে সাজাবো মনন।

সাজের দেবীর হাতে নাচবে,

নীল সাধিকার চুড়ি।



অতঃপর, নীল টবে স্বার্থ দিলাম ঢেলে।

নীল টবটার সাথে স্বপ্ন মেলাই তাকে ফুলবতী করার আশায়।



১৭ই সেপ্টেম্বর।

খুব ভোরে ঘুম ভাঙলো।

নীল টবটার পাশে এসে দাঁড়ালাম।

দেখলাম,এক ছোট্ট ফুলের কুঁড়ি।

আবেগী হয়ে প্রশ্ন করি,কে তুমি?

ও বলে,আমি তোমার নীলচুড়ি।

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১১ ই মার্চ, ২০১৪ ভোর ৬:৫৯

উদাস কিশোর বলেছেন: খারাপ না ।
শুভ কামনা

২| ১১ ই মার্চ, ২০১৪ সকাল ৭:৫৪

এহসান সাবির বলেছেন: বেশ তো.........!!

৩| ১১ ই মার্চ, ২০১৪ সকাল ১০:০৭

আমিনুর রহমান বলেছেন:




বেশ হয়েছে। পড়তে ভীষন ভালো লাগলো। তারিখটা ১৭ই সেপ্টেম্বরই কেন অন্য কোন তারিখ নয় কেন !

৪| ১১ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:১৩

কান্ডারি অথর্ব বলেছেন:

নাইস কবিতা

৫| ১১ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:৩০

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:

দারূন কবিতা,
একরাশ মুগ্ধতা...!

সময় হলে আমার ব্লগে আসবেন ।

অনেক ভালো থাকুন ৷

৬| ১১ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:৩২

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
বড় শখ হলো,নীলের মাঝে সাজাবো মনন।

এই লাইনটা বেশি ভালো লাগলো ৷

৭| ১১ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:৪৪

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: সুন্দর হয়েছে।

৮| ১১ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:০০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভালো লাগলো, কাজীদা।

কাজী এন্ড কোম্পানির জন্য শুভেচ্ছা ;)

৯| ১২ ই মার্চ, ২০১৪ সকাল ১০:১৭

বৃষ্টিধারা বলেছেন: ভালো ই......

১০| ১৬ ই মে, ২০১৪ রাত ১:৩৭

কাজীদা বলেছেন: ধন্যবাদ এহসান সাব্বির

১১| ১৬ ই মে, ২০১৪ রাত ১:৪০

কাজীদা বলেছেন: ধন্যবাদ আমিনুর রহমান...... যার জন্য আমার এই আবেগটুকু উৎসারিত করলাম,তার জন্মদিনে আমি তাকে এই কবিতাটা উপহার দেই। ১৭ই সেপ্টেম্বর সেই পথ ধরেই এসেছে :-)

১২| ১৬ ই মে, ২০১৪ রাত ১:৪২

কাজীদা বলেছেন: ধন্যবাদ কান্ডারি অথর্ব :-)

১৩| ১৬ ই মে, ২০১৪ রাত ১:৪৩

কাজীদা বলেছেন: ধন্যবাদ স্বপ্নচারী গ্রানমা..... অবশ্যই আসব :-)

১৪| ১৬ ই মে, ২০১৪ রাত ১:৪৪

কাজীদা বলেছেন: ধন্যবাদ বঙ্গভূমি :-)

১৫| ১৬ ই মে, ২০১৪ রাত ১:৪৬

কাজীদা বলেছেন: অনেক ধন্যবাদ সোনাবীজ অথবা ধুলোছাই...... আপনার নামটা ভীষণ মজার :-D

১৬| ১৬ ই মে, ২০১৪ রাত ১:৪৬

কাজীদা বলেছেন: ধন্যবাদ বৃষ্টিধারা :-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.