নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফেসবুক ঠিকানা- https://www.facebook.com/mehedi.hassan.940

কাজী মেহেদী হাসান।

যদিও মনুষ্য শরীর, তবু সে চেয়েছিল পাখির জীবন।

কাজী মেহেদী হাসান। › বিস্তারিত পোস্টঃ

অদ্বিতীয়

২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:১৯


তোমাকে দেখবো বলে দাঁড়িয়ে ছিলাম একটি সম্পূর্ণ শরৎ
রবীন্দ্র রচনাবলীর মতোই খুঁটিয়ে খুঁটিয়ে পড়েছি
নাকের ঘাম, চোখের পতনের সময়কাল এবং ঘন নিঃশ্বাসের মধ্যবর্তী দূরত্ব।
অথচ, শেষচুম্বনের সময় আমার কাছে কোন হাতঘড়ি ছিল না!

লিখেছিলাম-'রমণীর একই ঠোঁটে তৃষ্ণার জল আর হেমলক থাকে যুগপৎ,
উল্লেখ্য আর ঘৃণাযোগ্য মুখ বলে কিছু নেই।'
কালপুরুষ বলেছিলেন-'কবির এইরূপ দুঃখ থাকা চাই'
দুঃখ?
তাকে আমি দেখেছিলাম ঢাকার জনবহুল রাস্তায়; একা নয়, একাকী।
একটা ট্রেনের মতো ধাবমান
চিরকাল গন্তব্য চেনে নির্ভুল; নিজের নয়, অন্যের!

আমরা হাটছি একটা বৃত্ত ধরে
আমরা হাটছি স্মৃতি থেকে ভবিষ্যৎ
আচমকা দ্যাখা হলে—
তোমার যে হাত ছুঁয়েছিলাম সংখ্যাতত্ত্বের নিয়মের বাইরে
যে হাত মিছিলে যেত আমার হাতের সমান্তরাল
যে হাত ঘুমিয়ে গ্যাছে বহুবার আমাকে ভালোবেসে
সেই হাত—
সেই নাতিশীতোষ্ণ হাত ধরে থাকে যে অন্য লোক
তাকে কুশল জানাবো;
এক সিগারেট দূরত্বে দাঁড়িয়ে বলবো— 'লোকটা সুখী হোক'।

যদিও মানুষের হৃদয় চিরকাল প্রতারক!

মন্তব্য ১৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: তোমাকে দেখবো বলে দাঁড়িয়ে ছিলাম একটি সম্পূর্ণ শরৎ
রবীন্দ্র রচনাবলীর মতোই খুঁটিয়ে খুঁটিয়ে পড়েছি
নাকের ঘাম, চোখের পতনের সময়কাল এবং ঘন নিঃশ্বাসের মধ্যবর্তী দূরত্ব।

লাইনটায় ক্যামন জানি বেঁধে যাচ্ছিলাম। :(

তবে কবিতা অসাধারণ লেগেছে। +

২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩৭

কাজী মেহেদী হাসান। বলেছেন: হ্যাঁ, হয়তো আবৃত্তিযোগ্য করতে হলে আরেকটু দেখতে হবে। তবু এভাবেই লিখতে চাইলাম কেন যেন

অশেষ ধন্যবাদ প্রিয়

২| ২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:১১

জনম দাসী বলেছেন: তাকে আমি দেখেছিলাম ঢাকার জনবহুল রাস্তায়; একা নয়, একাকী।
একটা ট্রেনের মতো ধাবমান
চিরকাল গন্তব্য চেনে নির্ভুল; নিজের নয়, অন্যের!

আমরা হাটছি একটা বৃত্ত ধরে
আমরা হাটছি স্মৃতি থেকে ভবিষ্যৎ
আচমকা দ্যাখা হলে—
তোমার যে হাত ছুঁয়েছিলাম সংখ্যাতত্ত্বের নিয়মের বাইরে
যে হাত মিছিলে যেত আমার হাতের সমান্তরাল
যে হাত ঘুমিয়ে গ্যাছে বহুবার আমাকে ভালোবেসে
সেই হাত—
সেই নাতিশীতোষ্ণ হাত ধরে থাকে যে অন্য লোক
তাকে কুশল জানাবো;
এক সিগারেট দূরত্বে দাঁড়িয়ে বলবো— 'লোকটা সুখী হোক'।


দুঃখ না পেলে, কষ্টের আগুনে পুড়ে পুড়ে ছাই না হলে কি করে কবি হবে বাছা। তুমি হবে, আমি জানি তুমি হবে, এক শতাব্দীর একজন নাম করা কবি। মনে রাখবে মানুষ জীবনবাবুর মত করে তোমাকে। আজ যেমন আমি নীরবে তাকে মনের গহিনে পুষে রাখি। তোমাকেও বাছা একদিন এমন হাজারো নারী স্মরণে রাখিবে।

ভালো থেকো বাছাটি আমার সব সময়। দোয়া রেখে গেলাম দেয়াতে।

২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩৯

কাজী মেহেদী হাসান। বলেছেন: অনেক অনেক বড় কমপ্লিমেন্ট। আমি এখনই সেটা উপভোগ করে। হয়তো তারা সংখ্যায় কম। তবু এই ভালোবাসার কাছে নতজানু থাকি।

ভালো থাকুন অনেক বেশি

৩| ২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫৪

আরণ্যক রাখাল বলেছেন: অসাধারণ কবিতা!
প্রিয়তে সরাসরি

২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:০৩

কাজী মেহেদী হাসান। বলেছেন: আন্তরিক ধন্যবাদ

অনেক ভালো থাকুন প্রিয়

৪| ৩০ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৬

হাসান মাহবুব বলেছেন: চমৎকার! বেশ কয়েকটি লাইন উদ্বৃত করার মতো।

৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:৩৫

কাজী মেহেদী হাসান। বলেছেন: ধন্যবাদ প্রিয়

৫| ৩০ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪১

মারুফ তারেক বলেছেন: ভালো লাগিল কবি
++

৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:৩৫

কাজী মেহেদী হাসান। বলেছেন: আন্তরিক ধন্যবাদ

৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৩৩

রুদ্র জাহেদ বলেছেন: কবিতায় দারুণ ভালো লাগা

০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৪৬

কাজী মেহেদী হাসান। বলেছেন: অনেক ধন্যবাদ

৭| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:০৩

কবি সুবর্ণ আদিত্য বলেছেন: ভালো লাগলো।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৪৫

কাজী মেহেদী হাসান। বলেছেন: আন্তরিক ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.