নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাজী নিয়াজ

কাজী নিয়াজ › বিস্তারিত পোস্টঃ

মৃত্যু

২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৪

এভাবেই

মৃত্যু আসে স্বাভাবিক;

জড়তাহীন আগুন্তক এক,

অমর-আকবর-অ্যান্থনি হয় সামান্য।

বাসে-ট্রেনে-লঞ্চে-ফুটপাথে,

হাটে-মাঠে-ঘাটে-প্রাসাদে,

কাপড়ের ভাঁজে সুতীক্ষ্ণ ছোরা হাতে

হাস্যোজ্জ্বল যমদূত করে আলিঙ্গন;

মোড়ে মোড়ে কোলাকুলির ছলে

সন্তর্পণে জহর মাখানো ধারালো

অস্ত্র গেঁথে দেয় বুকের বাম পাশে

অথবা পাঁজরের নীচে।

মৃত্যু প্রিয়ার চোখে,

মৃত্যু বন্ধুর হাঁসিতে।

আনুবিস, তুমি বিচারপতির

শ্যামকালো দণ্ড;

ওডিন, বিপ্লবের ঝকঝকে

গিলোটিনের ছটা;

তুমি পৃথিবীর বুকে

মাটির স্বাভাবিকতা।

জীবন, মৃত্যু নামের

মুদ্রার অপর পিঠ।



মরণ রে, তুঁহু এলে থেমে যায়

পাতার ব্যস্ততা,

স্বাধের ফেইসবুক একাউন্ট

ফাঁকা পড়ে থাকে,

মুঠোফোনে আর সংযোগ ঘটে না.........



২৬/০১/১৩

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: নীরব গভীর শীতলতায়
কর্মক্ষমতা লোপ পায়
সবই থাকে
শুধু ক্রিয়াশীলতা ছাড়া!

শুণ্যতা অর্হনিশি
সৃষ্টির আদি থেকে
এই ভ্রমনটা করতেই হয়
অথচ সকলেই কেমন প্রস্তুতি বিহীন!

তখনো সবই রবে
ব্লগ, ফেসবুক, টুইটার
আসবে নতুন নতুন আইডি
শুধু একটা আইডি

আর কখনো সাড়া দেবে না!!!

+++

২| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৭

ৎঁৎঁৎঁ বলেছেন: আনুবিস, তুমি বিচারপতির
শ্যামকালো দণ্ড,
ওডিন, তুমি বিপ্লবীর ঝকঝকে
গিলোটিনের ছটা


ভালো লাগা রইলো অনেক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.