নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খাইরুন নাহার বিনতে খলিল

খাইরুন নাহার বিনতে খলিল › বিস্তারিত পোস্টঃ

ওদের কথা

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:১৪


আমরা নিজেদেরকে সভ্য জাতি বলে দাবি করি। এরকম দাবি করার অনেক যৌক্তিক কারন রয়েছে বটে। কিন্তু আমাদের এই ধারনাটা যে অসাড় তা নিয়মিতই প্রমান করে যাচ্ছে রাস্তার মোরে হাত পেতে দাড়িয়ে থাকা ছিন্নমূল পথ শিশুরা।

আমাদের ধারটা গভীর ভারটা মহীসোপানের মতো। ছিন্নমূল শিশুদের বেলায় দরদে আমাদের হৃদয়টা অসীম কিন্তু কাজ করার গরজে ভারেও ভবানি! গভীরভাবে আমরা কেউই ভেবে দেখছিনা যে অসভ্যতার অতল গহ্বরে হারিয়ে যাচ্ছে এক একটা পথ শিশুদের জীবন।পথ শিশুরা পাচ্ছে না সভ্যতার কোন ছোঁয়া বরং ক্ষুধা দারিদ্য দুর্যোগ সকল কিছু মিলিয়ে এই অধুনিক সভ্যতায় তারা অন্ধকারের পানে অনিশ্চিত ভবিষ্যৎ এর দিকে হেঁটে চলেছে। অপরিছন্ন জীবনের দিকে তাদেরকে ঠেলে দেয়া আমাদের কি মোটেও উচিৎ??নাকি ওদের দিকে একটু সুনজর আমাদের দেয়া প্রয়োজন?

আমাদের সকলের সাহায্যের হাতই পারে ওদের জীবনের আশার আলো ফোঁটাতে। ওদের জীবনের নূন্যতম মৌলিক চাহিদার নিশ্চয়তা কি আমাদের দেয়া উচিৎ নয়? আমারদের সমাজের যারা সংস্কারক, যাদেরকে এই দেশের উঁচু মাথা বলে আমরা গন্য করি তাদের সুনজরের ছিটে ফোঁটাও যদি ওদের প্রতি থাকতো, তাহলে ওরা হয়তো একটা সুন্দর জীবন পেত। কেন এই আধুনিক সভ্যতায় শিশুদের সাথে চলবে দুমুখো নীতি । মানবিক দৃষ্টিকোন থেকে শিশুতো শিশুই। তাহলে কেবল জন্মের উপর ভিত্তি করে একজনকে বলব ধনীর দুলাল আর অন্যজনকে বলব পথশিশু!

সর্বোপরি আমরা যারা শিক্ষিত শ্রেণির মানুষ রয়েছি , যাদের মধ্যে নূন্যতম বিবেক বোঁধ কাজ করে, আসুন আমরা সবাই মিলে ওদের জন্য একটা সভ্য জীবন ব্যবস্থার দ্বার উন্মোচন করি! আর পথশিশু নামক শব্দটাকে শব্দকোষ থেকেই জানিয়ে দেই বিদায়।

উপরের ছবিটা পিন্টারেস্ট ডট কম থেকে নেয়া।

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:৫৬

পলাশমিঞা বলেছেন: কিছু লোককে আমরা ভোট দিয়ে দায়িত্ব দেই। চেয়ারে বসে ওরা সব আত্মসাৎ করে।
ওদেরও মৃত্যু হবে।
গরিবরা না খেয়ে মরে। তা তারা জানে। ক্ষমতা মানুষকে অক্ষম করে।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:১৩

খাইরুন নাহার বিনতে খলিল বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ

২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ২:১০

মাহমুদ ইউছুফী বলেছেন: কিছু একটা করতেই হবে

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:১৮

খাইরুন নাহার বিনতে খলিল বলেছেন: এরকম সদিচ্ছা সকলের থাকা উচিত। আপনাকে অনেক ধন্যবাদ।

৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৭:০৭

ভীনদেশী বলেছেন: ভালো একটা বিষয় নিয়ে লিখেছেন

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:২১

খাইরুন নাহার বিনতে খলিল বলেছেন: ধন্যবাদ ।

৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:২২

চাঁদগাজী বলেছেন:


নাগরিকেরা এসব শিশুদের সঠিক দায়িত্ব নিতে পারে না, সামান্য সাহায্য করতে পারবে মাত্র, সেটা প্রয়োজনের তুলনায় যথেস্ট হবে না; ওরা দেশের নাগরিক, ওদের লালন ও মৌলিক অধিকার সংরক্ষাণ করা সরকারের দায়িত্ব।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:২৯

খাইরুন নাহার বিনতে খলিল বলেছেন: আপনার সাথে আমি একমত পোষণ করছি ।কিন্তু নাগরিকদের সচেতনতা সরকারের টনক নড়াতে সাহায্য করবে ।

৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:৪২

বিলিয়ার রহমান বলেছেন: অভিনন্দন!!!!!!!!!!!!!!

লেখা হিট হয়েছে আইমিন চুরি হয়েছে!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৭:০১

খাইরুন নাহার বিনতে খলিল বলেছেন: হায়! চোরেরা আমাকেও দেখে ফেলেছে। /:)

৬| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:০৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব সুন্দর আলোচনা বিষয়।
গতবছর শুনেছিলাম মাননীয় প্রধানমন্ত্রী সকল পথশিশু ও ভাসমান মানুষদের আবাসনের জন্য কড়া নির্দেশ দিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়কে। শুনে মনে মনে খুশি হয়েছিলাম, মনে মনে ছিলাম যাক, খুব সুন্দর একটা পদক্ষেপ, এবার থাকবেনা পথশিশু নামে কোন শিশু, থাকবেনা ভাসমান নামে কোন পরিবার। কিন্তু হায়! প্রধানমন্ত্রীর সেই কথা কেবল কথাই থেকে গেল, পথশিশু আর ভাসমান মানুষের ভাগ্যদয় আর হলো না।

আমাদের মানবিকতা এইসব পথশিশু ভাসমান পরিবারের জন্য পর্যাপ্ত হবার নয়, এটা রাষ্ট্রীয় ভাবে ব্যবস্থার বিষয় মনে হচ্ছে। 'চাঁদগাজী ভাইয়ের সাথে এ ব্যাপারে একমত রাখছি।

আমি চাই না কোন মানুষ কারো করুণা নিয়ে বাঁচুক। আমি চাই প্রতিটি মানুষ তাদের নিজস্ব অধিকার নিয়ে জীবনধারণ করুক।
মানবতায় ভরে ওঠুক বিশ্ব, বেঁচে থাকুক ভালোবাসা।

আপনার আলোচনায় কৃতজ্ঞতা রাখছি।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৩৮

খাইরুন নাহার বিনতে খলিল বলেছেন: একটি সুন্দর মন্তব্য রেখে যাওয়ায়, নাঈম জাহাঙ্গীর নয়ন আপনাকে ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.